One Of My Fabourite Curry

in hive-120823 •  2 days ago 

20241112_144718.jpg

নমস্কার বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন ?আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন ।

প্রতিদিনের মতো আজকে ও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ।আজকে আপনাদের সাথে একটি নতুন "চিকেন রেসিপি পোস্ট "শেয়ার করব ।আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ।এই রেসিপিটি তৈরিতে আমি জিরে ব্যবহার করব না ।জিরের পরিবর্তে মৌরি ব্যবহার করব। চলুন শুরু করা যাক রেসিপি তৈরীর প্রক্রিয়া।

প্রয়োজনীয় উপকরণঃ

নামপরিমান
মাংস১ কেজি
সয়াবিন তেলপরিমান মত
টক দইএক কাপ
পেঁয়াজ২কাপ
রসুন বাটা১ টেবিল চামচ
আদা বাটা২টেবিল চামচ
আস্তমৌরী২ টেবিল চামচ
আস্ত কালো গোলমরিচএক চা চামচ
লবঙ্গ৫থেকে ৬টি
গোটা কয়েকএলাচ দারচিনি
আস্ত শুকনা মরিচ৫ থেকে৬টি
লবণস্বাদমতো

20241112_133403.jpg

20241112_134140.jpg

20241112_133318.jpg

20241112_133254.jpg

প্রথম ধাপ

20241112_133403.jpg

সবার প্রথমেই মাংসগুলোকে পিস করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম।

দ্বিতীয়ধাপ

20241112_134140.jpg

20241112_134200.jpg

এ পর্যায়ে গোটা মসলা গুলোকে একটা পেনের মধ্যে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে

20241112_135609.jpg

মসলাগুলো ভেজে নেওয়ার কিছুক্ষণ পর মসলাগুলোকে গুরু করে নিলাম ।

তৃতীয় ধাপ

20241112_134909.jpg

20241112_134922.jpg

একটি প্যানের মধ্যে পরিমান মত তেল দিয়ে পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম ।তারপর পেঁয়াজগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।

চতুর্থ ধাপ

20241112_135628.jpg

20241112_135956.jpg

পেঁয়াজগুলোকে ঢেকে দেওয়ায় পেঁয়াজগুলো অনেক সফট হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মধ্যে আদা বাটা, রসুন বাটা ,হলুদের গুড়া ও স্বাদমতো লবণ দিয়ে দিলাম।

20241112_140213.jpg

সামান্য একটু জল দিয়ে মসলাগুলো ভালো করে কষিয়ে নিলাম যখন মসলা কষানো হয়ে যাওয়ার পর যখন তেল মসলার উপরে ভেসে উঠলো তখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম ।

পঞ্চম ধাপ

20241112_140714.jpg

এ পর্যায়ে মাংসগুলোকে ঢাকনা দিয়ে ২০ মিনিটের মতো সিদ্ধ করে নিলাম।

20241112_141744.jpg

মাংসগুলো কিছুটা কষানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা মসলার গরু গুলো দিয়ে দিলা।মসলাগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ মাংসগুলো কষিয়ে নিলাম।

ষষ্ঠ ধাপ

20241112_142638.jpg

20241112_144227.jpg

মাংস কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টক দই ।টক দই মাংসের সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম।

20241112_142417.jpg

জল দেওয়ার পর দশ থেকে পনের মিনিটের মতো জ্বাল দিয়ে নিলাম। যখন মাংসের ঝোল ঘন হয়ে আসবে তখন মাংস নামিয়ে নিতে হবে।এখন এই পর্যায়ে মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ।খুব সুন্দর একটি কালার চলে এসেছে।

20241112_144725.jpg

তৈরি হয়ে গেল আমার পছন্দের চিকেন রেসিপি। এই রেসিপিটি আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার ট্রাই করে দেখবেন । এই রেসিপিটি সত্যিই খেতে খুব দারুণ লাগে।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই শেষ করছি, সবাই ভালো থাকবেন । সুস্থ থাকবেন । শুভরাত্রি।

Thank You So Much For Reading My Blog 📖
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনি আজ আমাদের সাথে মুরগির মাংস রান্নার রেসিপি শেয়ার করেছেন। তবে আজ জিরের ব্যবহার না করে মৌরি ব্যবহার করেছেন। সত্যি বলতে মৌরি জিমিসটা ঠিক চিনলাম না তাই এর স্বাদ কেমন সেটা জানি না।

আপনি ধাপে ধাপে মাংস রান্নার রেসিপি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যেটা দেখে আমার মতো অনভিজ্ঞরাও রান্না করতে পারবে। ভালো থাকবেন।

WhatsApp Image 2024-11-02 at 4.19.06 PM.jpeg