''Edited by canva'' |
---|
নমস্কার বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন ?আশা করি ঈশ্বরের অশেষ কৃপা আপনার সকলে ভালো আছেন। ভাল মন্দের মাঝখানে আমিও কোন এক প্রকার আছি। বেশ কদিন বাদে আজ পোস্ট লিখতে বসলাম।
সকাল |
---|
''ছাদ থেকে তুলে আনা পূজার ফুল'' |
---|
প্রতিদিনের মতো আজকেও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে চলে গেলাম।প্রতিদিন সকালবেলা আমাকে ছাদে যেতেই হয় পুজোর ফুল তোলার জন্য । এই অভ্যেসটি আমার খুব ছোটবেলার।জানেন তো! আমার এই অভ্যাসের সাথে জড়িয়ে আছে আমার জীবনের একটি বড় গল্প ।ভাবলে অবাক লাগে যে ,আমার অভ্যেসটি রয়ে গেল আমিও রয়ে গেলাম কিন্তু যাকে নিয়ে এই গল্প রচনা হয়েছিল ,সেই আজ আমার মাঝে নেই।
কিছু কিছু মানুষের জীবনে এমন কিছু গল্প থাকে যে গল্পের স্মৃতিগুলো বুকে আগলে রেখে মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকতে চায়। আমার দিনলিপি শেয়ার করতে গিয়ে কথা বলতে বলতে অন্য কথায় চলে গেলাম।যাইহোক,ফুলতুলে আসার পর ঘরের নিত্য কাজগুলো সেরে নিলাম। আজ আর সকালের নাস্তার জন্য কোন কিছু তৈরি করিনি। ঘরে হালকা খাবার ছিল সে খাবার গুলো খেয়ে সকালে নাস্তাটা শেষ নিয়েছি।
পানিফল |
---|
সকালের নাস্তা শেষ করে দশটার দিকে সবজি দোকানে গিয়েছিলাম সবজি কেনার জন্য।সবজি দোকানে গিয়ে দেখি সবজির সাথে পানি ফল ও বিক্রি করছে ।এই ফলটি আমি অনেক বছর পরে দেখেছি ।এই ফল আমি ছোটবেলা অনেক খেয়েছি ।আমার কাছে খুব ভালো লাগে। এই ফলটি খেতে খুব একটা মিষ্টি নয়। কিন্তু এর ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে ।এবং এতে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে যার শরীরের জন্য খুব উপকারী ।এই ফলটি পানিতে জন্মায় এজন্য এর নাম পানিফল।
বাজারের শীতের নতুন সবজি চলে এসেছে ।আজ আমি ফুলকপি রান্না করব তাই ফুলকপি ও পানিফল কিনে নিয়ে আসলাম।
''দুপুর '' |
---|
আজ আমি নিরামিষ রান্না করেছি ।ফুলকপি দিয়ে ফুলকপি তরকারি ও ডাল রান্না করেছি ।
''টাঙ্গাইলের পুরাবাড়ির চমচম '' |
---|
এটি হচ্ছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পোড়াবাড়ি চমচম ।এটি খেতে দারুন সুস্বাদু । এই চমচম বাংলাদেশের একমাত্র টাঙ্গাইলেই পাওয়া যায় ।এ ছাড়া আর কোথাও পাওয়া যায় না ।টাঙ্গাইল আমার শশুরের জন্মস্থান । আমার শ্বশুরের গ্রামের বাড়ি টাঙ্গাইলে ।গতকাল টাঙ্গাইল থেকে দূর সম্পর্কের আমার এক দেবর আমাদের বাসায় আসছিল । সেই দেবর টাঙ্গাইলের পুরাবাড়ির চমচম নিয়ে এসেছে।
'' সন্ধ্যা'' |
---|
আজ সন্ধ্যার দিকে টুকিটাকি কিছু কেনাকাটা করার জন্য বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে দেখি বাজারে কদবেল উঠেছে ।আমার ছেলে কদবেল খেতেখুব পছন্দ করে ।তাই কদবেল ও কিছু পেয়ারা কিনে এনেছি।
বন্ধুরা এই ছিল আমার দিনলিপি। আজ এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন ।সুস্থ থাকবেন ।
আমার মাও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান শেষ করে ফুল তুলে পূজার কাজ শেষ করে। তারপর বাড়িতে রান্নার কাজ শুরু করে। আপনিও সকালে উঠে ফুল তুলে বাড়ির অন্যান্য কাজ করেছিলেন।
পানি ফল অনেক উপকারি তবে আমার খেতে কেন জানি ভালো লাগে না। বাবা কিনে এনেছিলো তবে ভালো লাগেনি আমাট কাছে খেতে।
ধন্যবাদ আপনাকে আপনার কার্যক্রম তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার একটি দিনের কার্যক্রম শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের জীবনে এমন কিছু স্মৃতি আছে যে স্মৃতি গুলো আমরা চাইলেও কখনো বলতে পারি না। হয়তোবা আমরা যতদিন বেঁচে থাকবো এই স্মৃতিগুলো আমাদের সাথেই থেকে যাবে।
এবং আপনার পোষ্টের মাধ্যমে পানি ফলটি অনেকদিন পরে দেখতে পেলাম। এই পানি ফল আমাদের এলাকায় চাষ হয়। আমার একটি বন্ধুরা পানি ফল চাষ করে এবং প্রতি বছর আমাদের বাড়ি পানি ফল নিয়ে আসে। তার পাশাপাশি আমাদের গ্রামে বাড়ি বলে তাদের ওখানে গেলে পানি ফল অনেক খেতাম কিন্তু অনেক দিন হলো এটা দেখি না। যাইহোক ভালো লাগলো আপনার পোস্ট পরিদর্শন করতে পেরে শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit