Better Life with Steem || The Diary Game || 20 October 2024

in hive-120823 •  last month  (edited)
Untitled design (31).png

Hello,

Everyone,

আপনারা সবাই কেমন আছেন ?আশা করি ঈশ্বরের অশেষ কৃপা আপনার সকলে ভালো আছেন। ভাল মন্দের মাঝখানে আমিও কোন এক প্রকার আছি। এবারও আমি বেশ কদিন বাদে আজ পোস্ট লিখতে বসলাম।আজ আমি আপনাদের সাথে আমার দিনলিপি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আমার দিনলিপি।
image.png

সকাল
20241020_131234.jpg
''ছাদ থেকে তুলে আনা পূজার ফুল''

আমি সব সময় খুব সকালেই ঘুম থেকে জাগি। তবে শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে কদিন যাবত ঘুম থেকে উঠতে একটু দেরি হয় ,তবে আজ আমি দেরি করিনি ।খুব সকালে ঘুম থেকে উঠেছি কারণ আজ আমার ছেলে অনেকদিন পর স্কুলে যাচ্ছে এবং আজ ওর CT পরীক্ষা ।ছেলে ছাদ থেকে পড়ে গিয়ে ও পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছিল ।এজন্য প্রায় এক মাসের মত স্কুলে যেতে পারিনি।

শরৎ বিদায় নিয়ে হেমন্তের আগমন ঘটলো। ঘুম থেকে জেগে বিছানা ছেড়ে যখন বারান্দায় এসে দাঁড়ালাম ,তখন অনুভব করছিলাম শরতের ঠান্ডা হাওয়া বইছে। মনে হয় যেন, হেমন্তের হালকা শীতল হাওয়ায় শীতের আগমনে বার্তা বয়ে বেড়াচ্ছে।

যাইহোক ,ফ্রেশ হয়ে পূজার ফুল তুলতে চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে খেয়াল করে দেখলাম ফুল গাছগুলো যত্নের অভাবের কেমন জানি হয়ে গেছে! পূজা আসবে আসবে বলে সেই ব্যস্ততায় বেশ কিছুদিন গাছগুলোর প্রতি কোন যত্ন নেয়া হয়নি। ফুল তুলা শেষ করে গাছের গোড়ার আগাছা গুলো পরিষ্কার করে দিলাম । তারপর গাছের গোড়ার মাটিগুলো নীড়িয়ে দিলাম।

WhatsApp Image 2024-10-20 at 13.41.31_13e58864.jpg

ছাদ থেকে এসে ছেলে স্কুলে যাওয়ার জন্য ছেলেকে প্রস্তুত করে দিলাম। প্রস্তুত হওয়ার পর ছেলে স্কুলে চলে গেল। ছেলে স্কুলে চলে যাওয়ার পর আমি সকালে নাস্তা তৈরি করতে চলে গেলাম। আজ সকালে নাস্তার জন্য তৈরি করেছি ভুনা খিচুড়ি ও বেগুনি। আমার ছেলে গরম গরম বেগুনি দিয়ে ভুনা খিচুড়ি খেতে খুব ভালোবাসে। এই ধরনের খাবারগুলো সচরাচর তৈরি করা হয় না । মাঝেমধ্যে তৈরি করা হয় । ছেলে কদিন যাবৎ বলছিল ভুনা খিচুড়ি খাবে । তাই আজ তৈরি করলাম।

image.png

দুপুর

আজ গাছে অনেকগুলো টগর ফুল ও কাঠগোলা ফুল ফুটেছে ।আমার আবার সুন্দর ও সতেজ ফুল বেলপাতা দেখলে মনের মধ্যে পুজো দেওয়ার নেশা উঠে থাকে যে ,কখন আমি পুজো দেবো। সকালের রান্না শেষ করে আমি চলে গেলাম স্নান করতে।পূজা শেষ করে সবজি কেনার জন্য দোকানে গেলাম ।সবজি দোকানে গিয়ে দেখি সমস্ত সবজির মূল্য এত বেশি যে, আমরা সাধারণ কিংবা মধ্যবিত্তদেব কিনে খাওয়ার নাগালের বাইরে।কিন্তু তবুও মানুষ পেটের দায়ে বেশি ছেড়ে অল্প হলেও কিনে খাচ্ছে। আমাদের দেশের বর্তমান পরিস্থিতি খুব নাজেহাল অবস্থা । দিনের পর দিন সমস্ত দ্রব্যমূল্যের বৃদ্ধি বেড়েই চলেছে মানুষের উপার্জন বাড়ার কোন খবর নেই কিন্তু দিনের পর দিন সমস্ত দ্রব্যের মূল্য হু হু করে বেড়েই চলেছে ।আমরা মধ্যবিত্তরা কারো কাছে হাত পাততে পারেনা না, কারো কাছে কোন কিছু বলতেও পারেনা না।যাই হোক, অল্প কিছু সবজি আগামীকাল রান্নার জন্য কিনে এনেছি ।

Untitled design (33).png

আজ দুপুরের জন্য আমি বিরানী রান্না করেছি। দুপুরে রান্না বান্না শেষ করে কিছু সময়ের জন্য বিশ্রাম করে নিলাম। কারণ শরীরটা ভালো লাগছিল না । কিছুদিন যাবত আমার শরীর তেমন একটা ভালো না। বিশ্রাম নেওয়ার পর সবাই মিলে দুপুরে খাবার খেয়ে নিলাম । খাবার শেষ করে কিছুক্ষণ পর মেশিনে সেলাই করতে বসলাম। সেলাই শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সেলাই শেষ করে সন্ধ্যা পূজা দিলাম । সন্ধ্যা পূজা শেষ করে ছেলেকে নিয়ে পড়তে বসালাম

বন্ধুরা এই ছিল আমার একটি দিনের কার্যক্রম ।আজ এখানে আমার লেখা শেষ করছি ।আবার কথা হবে অন্য কোন পোস্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ।শুভরাত্রি।

image.png

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

@monikarmakar Discord এ যোগাযোগ করবেন।

পূজার ফুল তোলা থেকে শুরু করে ছেলের জন্য ভুনা খিচুড়ি বানানো, এসব ছোট ছোট মুহূর্তগুলোই জীবনে আনন্দের রঙ যোগ করে। আপনার দিনলিপির মধ্যে আপনার পরিবারের প্রতি আন্তরিক ভালোবাসা ও যত্ন অনুভব করা যায়। শরীরটা ভালো নেই জেনেও সবকিছু সুন্দরভাবে সামলে নিয়েছেন, যা অনুপ্রেরণাদায়ক। আশা করি, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আল্লাহ আপনার এবং আপনার পরিবারের মঙ্গল করুন।