Made bay canva |
---|
কমিউনিটি সবাইকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আশা করি ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা সবাই ভাল আছেন। আমিও ভালো আছি।
সকাল বেলা |
---|
আজকে আমার দিনটি অন্যান্য দিনের চাইতে দুশ্চিন্তা মুক্ত এবং স্বস্তিতে কাটিয়েছি। যদিও আমার প্রতিটা দিন খুব ব্যস্ততার মধ্য দিয়ে অতিবাহিত হয় , তবুও আজকে আমার দিনটি ভালই কেটেছে! কারণ আজকে আমার ছেলে নিজেকে একটু সুস্থ অনুভব করছে। এটা দেখে আমার খুব ভালো লাগছে। ও অনেকদিন যাবত অসুস্থ ।ওকে নিয়ে খুব দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলাম। সন্তান অসুস্থ থাকলে প্রতিটা মাই দুশ্চিন্তায় থাকে।
দুদিন যাবত সকালবেলা ছেলেকে নিয়ে ছাদে হাঁটাহাঁটি করে আসি। অসুস্থ থাকার কারণে কদিন যাবত বাইরে যেতে পারে না। সারাটা দিন ঘরবন্দী হয়ে থাকে। তাই দুদিন যাবত ছাদে নিয়ে যাই ওর মনটা ফ্রেশ হওয়ার জন্য।
ছাদে অনেক ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে ।গাছগুলোতে অনেক ফুল ফোটে । দেখতে ভীষণ ভালো লাগে। তারা ফুল গাছে অনেকগুলো তারা ফুল ফুটেছে। দেখতে ভীষণ ভালো লাগছে। তাই তারা ফুলের দুটো ছবি তুলে নিলাম।
Made bay canva |
---|
ছাদে কিছুক্ষণ সময় কাটানোর পরে বাসায় ফিরে আসলাম। বাসায় এসে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সকালের নাস্তা তৈরি করলাম।ছেলেদের দাঁত ব্রাশ করে দিলাম তারপরে শাশুড়ি এবং ছেলেকে সকালের নাস্তা খেতে দিলাম। আমিও নাস্তা খেয়ে নিলাম।
দুপুর |
---|
তারপর স্নান ছেড়ে পুজো শেষ করে রান্নার আয়োজন করলাম। আয়োজন শেষ করার পর রান্না সেরে নিলাম।
দুপুরের খাবার |
---|
আজ মঙ্গলবার তাই নিরামিষ রান্না করেছে। ঢেঁড়স, আলু ও ধনেপাতা দিয়ে সবজি। আলু পটল ভাজি এবং কাঁচা কলার কোপ্তা রান্না করেছি।
সন্ধ্যা |
---|
ছেলে পড়তে বসছে |
---|
অসুস্থতার কারণে অনেকদিন যাবত লেখাপড়া বন্ধ ছিল। আজ আমার ছেলে পড়তে বসছে।দিন এবং রাতের সমস্ত কাজ শেষ করে টিমিটের কাজ করতে বসতে হয় ।কখন যে সময় চলে যায় বুঝতেই পারিনা।
ল্যাপটপের সামনে থেকে উঠতে মন চায় না। সারাদিনের পরে রাতে ফ্রি থাকি তো !তাই মন চায় একটা কন্টেন্ট শেষ করে আরেকটা কন্টেন লিখি ।কিন্তু পারিনা। মন চাইলেও শরীর চায়না। তারপরেও উঠতে হয়। আগামী দিনের জন্য।
এই ছিল আমার আজকের সারাদিনের কার্যাবলী। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভাল থাকবেন।
25% to @null to support #burnsteem25
10% of this payout for @meraindia
10% of this payout for @meraindia
প্রিয় লেখিকা প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনার একটি দিনের কার্যাবলী আমাদের সাথে ভাগ করার জন্য। আজ সকাল থেকে আপনার মনটা অনেক ভালো কেননা আপনার ছেলে সুস্থ আছে এই জন্য। আপনি গত দুইদিন যাবত ছাদে হাঁটাহাঁটি করেন নাই তাই আজকে সকালে ছাদে হাঁটতে গিয়েছেন এবং সেখান থেকে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করছেন ফটোগ্রাফি গুলো দুর্দান্ত হয়েছে । তারপর সকলের নাস্তা হিসেবে রুটি বানিয়েছেন সব মিলিয়ে দিনটা খুব ভালো কেটেছে আপনার। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ছেলে বেশ কিছুদিন হয় অসুস্থ ছিল, আর সেজন্য আপনার মন ভালো নেই। আসলেই সন্তান অসুস্থ থাকলে কোন মায়ের মন সুস্থ থাকতে পারে না। সব সময় দুশ্চিন্তার মধ্যে থাকে কখন আমার ছেলেটা সুস্থ হবে।
আপনার অন্যান্য দিনের চাইতে আজকের দিনটা অনেক ভালো কেটেছে, কারণ আপনার ছেলে অনেকটা সুস্থ হয়েছে। আপনার ছেলের মন ভালো করার জন্য ছাদে হাঁটাহাঁটি করেন।
আপনি সারাদিনে আরো যা যা করেছেন রান্না করেছেন সবকিছু অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। খুবই ভালো লাগলো আপনার পোস্টটি এবং আপনার ছেলের জন্য দোয়া রইল সৃষ্টিকর্তা যেন তাকে পুরোপুরি সুস্থ করে দেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমত এটা শুনে বেশ ভালো লাগছে,,, কারণ আপনার ছেলে সুস্থ হয়েছে। কারণ সন্তান যখন অসুস্থ থাকে,,, তখন বাবা-মায়ের পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়। আজকে আপনি খুব সুন্দর একটা দিন পার করেছেন।
মঙ্গলবার আপনাদের নিরামিষ,,, সেজন্য আপনি নিরামিষ খাবার-দাবার রান্না করেছেন। সন্ধ্যা বেলা ছেলেকে পড়তে বসিয়েছেন। সেই ফটোগ্রাফিও আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, আপনার একশ দিনের কার্যাবলী আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit