''Edited by canva'' |
---|
Hello,
Everyone,
কেমন আছেন আপনারা সবাই?
আশা করি সকলেই ভাল আছেন, সুস্থ আছেন এবং আপনাদের দিনটি ভালো কেটেছে।
বেশ কদিন বাদে আজ আপনাদের মাঝে হাজির হলাম, আমার দিনলিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য।
সকাল |
---|
ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে পূজার ফুল তোলার পর্ব শেষ করলাম। ফুল তুলা শেষ করে প্রতিদিনের সকাল বেলার নিত্যকর্মগুলো ও সেরে নিলাম। সমস্ত কাজকর্ম শেরে রান্নাঘরে নাস্তা তৈরি করতে গিয়ে দেখি চুলোতে গ্যাস নেই ।কি একটা অবস্থা! আমাদের এখানে কদিন যাবত গ্যাসের অনেক সমস্যা। হুটহাট করে গ্যাস চলে যাচ্ছে আবার চলেও আসছে।
কি আর করা !গ্যাস যেহেতু চলে গেছে তাই আজ আর সকালে নাস্তা তৈরি করতে পারিনি। বাইরে থেকেও নাস্তা আনাইনি ।ঘরে যা ছিল তা দিয়েই সকালের খাবারের পর্বটা সেরে নিয়েছি ।
''দুপুর '' |
---|
মনে মনে ভাবছিলাম সকালটা তো কোন একটা ভাবে সামলে নিলাম ,কিন্তু দুপুরে কি করব! হঠাৎ করে জানতে পারলাম গ্যাস আসতে আসতে রাত দশটা বাজবে। হঠাৎ করে মনে পড়ল আমাদের এলাকার এক বাড়িতে গ্যাসের চুলা নেই ,তারা মাটির চুলায় রান্না করে ।ওখান থেকে তো রান্না করে আনা যাবে । যেই কথা সেই কাজ! আমি রান্নার আয়োজন করে ওই বাড়িতে চলে গেলাম রান্না করতে।
আজ বহু বছর পর মাটির চুলায় রান্না করছিয।খন আমি রান্না করছিলাম তখন খুব আনন্দ লাগছিল ।জানেন তো!মাটির চুলায় রান্না করা খাবার খেতে কিন্তু দারুন লাগে! আজকাল অতিরিক্ত আধুনিকতার ছোঁয়ায় আমরা ভুলেই গেছি মাটির সান্নিধ্যের প্রয়োজনীয়তার কথা ।মাটিই যে আমাদের মূল শক্তি। মাটি দিয়েইতো তৈরি আমাদের এই দেহ। মাটিতে হাঁটতে শিখেছি ।হাটতে শিখতে গিয়ে মাটিতে হোঁচট খেয়ে পরেগেছি।আবার সেই মাটিতেই ভর দিয়ে দাঁড়াতে শিখেছি সুতরাং মাটি হচ্ছে আমাদের মূল শক্তির উৎস।তাইতো মাটিকে মায়ের সাথে তুলনা করা হয়েছে ।মাটি হচ্ছে সৃষ্টির মূল উৎস ।
মাটির চুলার কথা বলতে গিয়ে অন্য কোথায় চলে যাচ্ছি । যাই হোক,রান্না শেষ করে বাসায় চলে আসলাম ।মাটির চুলায় রান্না করতে তেমন একটা সময় লাগে না । আমিও বেশি কিছু একটা রান্না করিনি আজ! আমি আজ রান্না করেছি পোয়া মাছ দিয়ে সরষে পাতুরি ও ডাল ।
'এই ছবিটি ফেসবুক থেকে নেওয়া '' |
---|
ফেসবুকে এই দৃশ্যটি দেখে আমার ছেলেবেলার কথা মনে পড়ে গেল ।আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার বাবা মা মাঝে মাঝে আমাকে পায়ে নিয়ে এভাবে দুলা তো। মাঝে মাঝে এমন কিছু দৃশ্য চোখে পড়ে যা দেখলে শৈশবের কথা মনে পড়ে যায় ।তখন একা একাই ঠোঁটের কোনে হাসি জমে যায়। এ দৃশ্যটা দেখে আমারও খুব হাসি পাচ্ছিল।
ছাদে লাগানো গাঁদা ফুল গাছগুলোর মধ্যে এটাই হচ্ছে প্রথম ফুটা গাঁদা ফুল।এখন শীত চলে এসেছে। এখন তো আর বৃষ্টি হয় না !তাই ছাদে লাগানো গাছগুলোতে সময় করে দুবেলা জল দিতে হয়। তাই গাছগুলোতে জল দিতে এসেছি। এসে চোখে পড়ল গাঁদা ফুলটি ।সাথে সাথেই ফুলটিকে ক্যামেরা বন্দি করে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করলাম।
এই ছিল আমার আজকের সারাদিনের কার্যক্রম। বন্ধুরা আজ এ পর্যন্তইশেষ করছি ।সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন। শুভরাত্রি।
আপনার দিনলিপি অর্থাৎ দৈনন্দিন কার্যক্রমের মধ্যে দুর্দান্ত একটি বিষয় আপনি তুলে ধরেছেন। প্রকৃতপক্ষে আপনি রান্নার যে বিষয়টি তুলে ধরেছেন এই সুবিধাটা গ্রামের মানুষেরাই শুধুমাত্র উপভোগ করতে পারে। কারণ গ্রামে এখনো মানবিকতা টিকে আছে এবং সম্পর্কের অটুট বন্ধন।
বাস্তব জীবনে আমার এমন একটা বাইরে থাকার সুযোগ হয়নি। তবে প্রয়োজনে যখন বাইরে থেকেছি তখন গ্যাসের চুলার রান্নার স্বাদ গ্রহণ করার সুযোগ হয়েছে। কিন্তু কোথাও একটা যেন স্বাদের ঘাটতি মনে হতো ওই শহরে রান্না গুলোতে। তখন এটা বুঝতে পারেনি কিন্তু পরে এটা উপলব্ধি করতে পারলাম অনেকের কাছ থেকে শুনে যে মাটির চুলায় রান্নার সাতটা বেশি ভালো হয়।
আপনি একটি স্ক্রিনশট তুলে ধরেছেন কার্টুনের যে চিত্রের সাথে হয়তো আমরা সকলেই পরিচিত। আমাদের প্রত্যেকের শৈশবের সাথে এই দৃশ্যটার একটি স্মৃতি জড়িত। যেটা শুধুমাত্র এখন স্মৃতি এবং চাইলেও আমরা আর সেই দিনগুলোতে ফিরে যেতে পারবো না।
আপনার দৈনন্দিন কার্যক্রম সম্পর্কে জানতে পেরে খুবই ভালো লাগলো। আপনার পরবর্তী লেখা পরিদর্শনের অপেক্ষায় থাকবো দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit