Better Life With Steem | The Diary Game |04December| Every challenge of life comes to test our patience.

in hive-120823 •  16 days ago 
1.png

দিনের পর দিন মানুষের জীবনের হতাশা আর দুশ্চিন্তা বেড়েই চলেছে । এ যেন পরম সঙ্গী হয়ে ছায়ার মতো সদা সর্বদা সঙ্গ দিয়ে যাচ্ছে । কিছু কিছু দুঃখ কষ্ট অনাকাঙ্ক্ষিত ভাবে জীবনে এসে উপস্থিত হচ্ছে । এই দুঃখ যন্ত্রণা গুলো কিছু কিছু মানুষের জীবনকে দূরবিসহ করে তুলছে । সময় তো আর থেমে থাকে না! তাই মানুষের জীবনও থেমে থাকে না । সমস্ত দুঃখ যন্ত্রণা নিয়ে জীবনের নিয়মে জীবন বয়েই চলেছে । আমাদেরই সংসার জীবনটা হচ্ছে একটা বড় নাট্যশালা ।এখানে আমরা প্রতিনিয়তই নাটক করে চলেছি।

পৃথিবীতে কোন কিছুই চিরস্থায়ী নয় । আমাদের জীবন ও চিরস্থায়ী নয়। সুতরাং সুখ , দুঃখ-কষ্ট ও চিরস্থায়ী নয়। তবে,কিছু কিছু তীব্র দুঃখ যন্ত্রণা কিছু কিছু মানুষের জীবনকে মৃত্যুর মুখে নিয়ে পতিত করে ।

যাই হোক,যত দুঃখ কষ্টই জীবনে আসুক না কেন! আমাদের ভুল করা যাবে না।সঠিক এবং সুন্দরভাবে জীবন নির্বাহ করতে হবে । আমরা যদি ভুল করি তাহলে মৃত্যুর পরও আমাদের কোন রেহাই নেই।সৃষ্টি করার ক্ষমতা যেহেতু আমাদের নেই সুতরাং একটি প্রাণকে ধ্বংস করার অধিকার ও আমাদের নেই ।যাই হোক, এখন আমার অতিবাহিত করা দিনলিপি শেয়ারের পর্বে চলে যাই ।

image.png

সকাল
1733345021341.jpg
পূজার ফুল

ঈশ্বর অশেষ কৃপায় আমার প্রতিটা দিনই শুরু হয় ঠাকুরপোজার ফুল তোলার মধ্য দিয়ে।পূজার ফুল তুলে নিয়ে আসার পর সকালবেলার দৈনন্দিন কাজগুলো সেরে নিলাম।

1733244686557.jpg

আজ অনেকদিন পর চা তৈরি করলাম। আমার চা খাওয়ার অভ্যাস নেই। এতদিন আমার শাশুড়ি মা আমার কাছে ছিল না। দেবরের বাসায় ছিল ।এখন আমার এখানে আছে তাই ওনার জন্য আজ চা তৈরি করলাম ।আমার শাশুড়ি মা দুধ চা খেতে খুব পছন্দ করেন কিন্তু এখন আমি ওনাকে দুধ চা করে দেই না ।এটা ওনার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই দুধ চা আমাদের সকলের জন্যই ক্ষতিকর ।তাই আজ আমি আমার শাশুড়ি মাকে দুধ চা না করে দিয়ে আদা চা করে দিয়েছি।

1733345021346.jpg
আজ সকালে নাস্তার জন্য ডিম দিয়ে ভাত ভাজি করেছি ।আমার প্রতিদিন রুটি তৈরি করতে ভালো লাগেনা ।আজ ভালো লাগছিল না রুটি তৈরি করতে, তাই আজ আর রুটি তৈরি করিনি। তাছাড়া এই ভাত ভাজি আমার ছেলে খুব পছন্দ করে। তাই ওকে ডিম দিয়ে ভাত ভাজি করে দিয়েছি। আমি আর আমার শাশুড়ি মা অন্য কিছু খেয়ে নিয়েছি।ছেলের পরীক্ষা চলছে। ছেলে নাস্তা না করেই পরীক্ষা দিতে গেছে। ঘুম থেকে ওঠার পর পর খাবার খেতে চায় না। আমরা কেউই ঘুম থেকে ওঠার পরপরখেতে পারি না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্কুলে চলে গেছে পরীক্ষা দেওয়ার জন্য।

image.png

দুপুর
20241204_185931(1).jpg

আজ আমি আমার প্রিয় খাবারগুলো তৈরি করেছি।কাচকি মাছ লাউপাতা দিয়ে বড়া তৈরি করেছি। লাউয়ের ডগা ও সরষে দিয়ে পাতুরি এবং শুটকি ভর্তা। এই শীতের দিনে যেকোনো ধরনের ভর্তাই খেতে খুব ভালো । সত্যি কথা বলতে , মাছ খেতে আমার তেমন ভালো লাগে না! আমার বেশিরভাগ নিরামিষ খাবার খেতে খুব ভালো লাগে । আর শীতের দিনে গরম গরম ভাতের সাথে যে কোন ভর্তা!

image.png

সন্ধ্যা
1733377237358.jpg

এখন দিন খুব ছোট হয়ে এসেছে দুপুরের খাবার খেতে খেতে প্রায় বিকেল হয়ে আসে। দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু বিশ্রাম নিতে নিতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসে । যাই হোক, সন্ধ্যা পূজা শেষ করে ছেলেকে পড়তে বসালাম । আজকালকার ছেলে মেয়েরা নিজের ইচ্ছায় লেখা পড়া করতেই চায় না ।ছেলের পরীক্ষা চলছে তাই ওকে কিছুটা সময় দিতে হয় । কাছে না থাকলে পড়তেই চায় না।

তো বন্ধুরা এভাবেই আমার জীবন থেকে একটি দিন গত হয়ে গেল। আজ এ পর্যন্তই শেষ করছি। সবাই ভাল থাকবেন। শুভরাত্রি।

Thank You So Much For Reading My Blog 📖
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...