বন্ধুরা
সবাই কেমন আছেন ? আশা করি সকলে ভালই আছেন।আমাদের সকল ।গৃহিণীদের প্রতিদিনের রুটিন একই হয়ে থাকে।আমরা ভোরবেলা ঘুম থেকে উঠি ।ঘুম থেকে উঠে ভোরবেলা ঈশ্বরের নিকট প্রার্থনায় বসি ।কেউ কেউ বাইরে হাঁটতে বের হই। সবুজ প্রকৃতি দেখি যেন মন সতেজ হয়।
সকাল |
---|
পূজার ফুল |
---|
আমি প্রতিদিন আপনাদের সাথে আমার ফুল তোলার ফটোগ্রাফ শেয়ার করি । এই ফটোগ্রাফ গুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে ।এই স্টিমিট প্ল্যাটফর্মটা আমার ভালো লাগার একটা প্লাটফর্ম ।এখানে আমি আমার ভালো লাগা ।না লাগার কথাগুলো প্রাণ খুলে শেয়ার করতে পারি।
জানেন তো! সেই ছোটবেলা থেকেই ফুলের সাথে আমার ফুল তোলার একটি গভীর সম্পর্ক ।যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত মনে হয় আমি এই অভ্যেসকে ত্যাগ করতে পারবো না। সত্যি কথা বলতে কি! কিছু কিছু অভ্যেস আছে ,যে অভ্যেস গুলো প্রাণের সাথে গভীর সম্পর্ক থাকে.....!হাজারো চেষ্টা করেও এই সম্পর্কগুলো ত্যাগ করা যায় না।
হলুদ গাঁদা ফুলগুলোকে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে !আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু!
শীতের সকালে গরম গরম খিচুড়ির সাথে সবজি আর বেগুন ভাজি দারুন লাগে !আজ আমি সকালের নাস্তার জন্য খিচুড়ি রান্না করেছি তার সাথে সবজি ।বেগুন ছিল না তাই বেগুন ভাজি করতে পারিনি।আজ ছেলের পরীক্ষা শেষ। ছেলে বাসায় ফেরার পর আমরা একসাথে সবাই মিলে খিচুড়ি দিয়ে সকালে নাস্তাটা সেরে ফেলেছি ।
দুপুর |
---|
আজ মাঝদুপুরে আমার ছেলেরে বন্ধু বাসায় আসলো।পরীক্ষা শেষ ঢাকায় চলে যাবে। তাই ও বন্ধুর সাথে দেখা করতে আসছে ।বাড়ির কাছাকাছি পুরি সিঙ্গারার দোকান আছে ওই দোকান থেকে ওকে পুরি সিঙ্গারা এনে দিলাম ।এই মধ্য দুপুরে পুরি সিঙ্গারা খেতে ভালোই লাগে।ওদের সাথে কিছুক্ষণ কথা বললাম। কথা বলার পর আমি চলে গেলাম দুপুরের রান্নার আয়োজন করতে। আজ সোমবার তাই নিরামিষ রান্না করেছি। আজ আমি ফুলকপি দিয়ে তরকারি ও পালং শাক রান্না করেছি।
সংসারের সমস্ত কাজ একা হাতে সামলিয়ে রান্না শেষ করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে আছে। এখন শীতের দিন। দিন খুব ছোট তাই দুপুরের খাবার খেতে খেতে প্রায় বিকেল হয়ে যায়।দুপুরের খাবার শেষ করার কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে আছে। আবার শুরু হয় সন্ধ্যের কাজ।
এই হচ্ছে সংসার, যার নেই কোন সার। মনে হয় রাত যদি না থাকতো সারাক্ষণ শুধু কাজই থাকতো। জীবনের ৩৬৫ টা দিন একই ধারায় প্রবাহিত হচ্ছে । জীবন নামের রেলগাড়িটার কোন ক্ষান্ততা নেই।
বন্ধুরা,এই ছিল আমার দিনলিপি আজ এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন। শুভরাত্রি ।
আপনার পোস্টটা পড়ে বেশ ভালো লাগলো, আর হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা বলেছেন এ প্লাটফর্ম টা হচ্ছে ভিতরে থাকা না বলা কথা গুলো মন খুলে বলার মত জায়গা,,
শীতের সময় এরকম গরম গরম খিচুড়ি সেই সাথে বেগুন ভাজা অসাধারণ হয় খেতে ,, আমি তো অনেক পছন্দ করি। আজ আপনার ছেলের বন্ধু এসেছিল দেখা করতে বন্ধুগুলো এমনই হয় দূরে চলে যাওয়ার আগে যখন দেখা করতে আসে তখন কিন্তু খারাপ লাগে।।। যাইহোক সব মিলিয়ে খুব সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
it is great to know about your daily Routine. steemit is the great platform to share your life experience and get the reward..
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit