Better Life With Steem | The Diary Game |16 January2025

in hive-120823 •  22 days ago 
IMG-20251006-WA0004.jpg
''বাড়ির ছাদে লাগানো ফুলের ফটোগ্রাফি''
সকাল
1737011381190.jpg

আজ সারাটা দিন খুব ব্যস্ত ছিলাম। মাঝে মাঝে মনে হয় ঘাটের তরীর বিশ্রাম আছে, জীবন তরীর যেন কোন বিশ্রাম নেই!কিছু কিছু মানুষের জীবন দায়িত্ব ও কর্তব্যের পিছনে ছুঁতে ছুটতে নিজের অস্তিত্বের কথা ভুলে যাই।আপনারা কিন্তু এই ভুলটি করবেন না !এটা করা উচিত নয়।সত্যি কথা বলতে কি! আমরা সবাই সবাইকে জ্ঞান দিতে জানি, কিন্তু সেই জ্ঞান নিজে অনুসরণ করতে পারিনা।অনেকদিন পর আজ সকালের দুধ দিয়ে চা তৈরি করেছি সাধারণত আমি চা খাই না মাঝেমধ্যে শাশুড়ি মায়ের জন্য তৈরি করা হয় তবে আজ তৈরি করেছি ছেলের টিচারের জন্য চা তৈরি করেছিলাম। তার সাথে আমার শাশুড়ি মা ও এক কাপ চা খেয়ে নিল। আজ তিন তলা থেকে নিচ তলা অনেকবার উঠানামা করেছি ঘরের কিছু বাজার দোকান থেকে কেনাকাটা করার জন্য।

1737011381196.jpg

আজ সকালে নাস্তার জন্য তৈরি করেছি নুডুলস। আজ সবাই নুডুলস দিয়ে সকালে নাস্তা সেরে নিয়েছি । সকালের নাস্তা শেষ করতে করতে ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার সময় হয়ে গেল । নাস্তা শেষ করে সাড়ে এগারোটার দিকে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। আজ কদিন যাবৎ রাস্তাঘাটে প্রচুর জ্যাম বাইরে যাতায়াত করা এখন অনেক কষ্টদায়ক হয়ে পড়েছে। আজ গাড়ি না পাওয়ায় অনেকটা পথ হেঁটে হেঁটে স্কুলে যেতে হয়েছে।হেঁটে হেঁটে স্কুলে যেতে অনেকটা সময় লেগে গেছে।স্কুলে প্রবেশ করে দেখে যে ক্লাস শুরু হয়ে গেছে। যাই হোক, ছেলেকে স্কুলে দিয়ে আমি শহরের দিকে চলে গেলাম কারণ ছেলের কিছু কেনাকাটার প্রয়োজন ছিল।

1737011381162.jpg
1737011381155.jpg

ছেলের জন্য নতুন মামপট ও টিফিন বক্স কিনেছি এবং পায়েস রান্না করার জন্য খেজুরের গুড় ও পাস্তা ও কিনেছি।আরো অন্যান্য কিছু টুকিটাকি কেনাকাটা ছিল ।এই কেনাকাটা গুলো সেরে বাসায় আসতে আসতে প্রায় বেলা ৩:০০ টা বেজে গেল ।বাসায় এসে ফ্রেশ হয়ে রান্না করতে চলে গেলাম ।আমিতো আর কারুর উপর ভরসা করতে পারি না, সব আমার একা হাতে সামলাতে হয়। একটা করতে গেলে অন্য আরেকটা কাজ পরে থাকে ।সংসারের সমস্ত কাজ একা একা সারতে সারতে দিন পেরিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসে।

রান্না শেষ করতে না করতেই আবার সময় হয়ে গেল ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার। কোন রকম একটু খাবার খেলাম খেয়ে আবার চলে গেলাম ছেলেকে স্কুল থেকে আনতে। সেই সকালের জ্যাম বিকেল পর্যন্ত ছিল । বিকালেও হেঁটে হেঁটে স্কুলে যেতে হয়েছে আবার ছেলেকে নিয়ে হেঁটে বাসায় আসতে হয়েছে। আজ আমি প্রচুর হেঁটেছি। শরীরে একদম এনার্জি পাচ্ছি না। পা দুটো ব্যথা হয়ে গেছে।

1737011381180.jpg

মা ও ছেলে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পরেছি। যাই হোক, বাসায় এসে বিশ্রাম করলাম। বিশ্রাম করে ফ্রেশ হলাম ।ফ্রেশ হয়ে ছেলেকে খাবার দিলাম। কিছু রান্না বাকি ছিল ।সে রান্নাগুলো ছেলেকে খাবার খাইয়ে দেয়ার পর রান্নাগুলো শেষ করলাম ।রান্না শেষ করে সন্ধ্যা পূজা দিলাম ।সন্ধ্যা পূজা শেষ করে আমি শুয়ে পরলাম ।আমার আর ভালো লাগছিল না। আমার মনে হয় জীবনে আমি এত হাটাহাটি করি নাই! আজ যে পরিমাণ হাটাহাটি করেছি।

তো বন্ধুরা এই ছিল আমার আজকের ব্যস্ততম একটি দিন। আজ এ পর্যন্তই শেষ করছি। আবার কথা হবে পরবর্তী পোস্টে। সবাই ভালো থাকবেন । সুস্থ থাকবেন । শুভরাত্রি।

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সত্যি আপনার দিনটি খুবই ব্যস্ত ও চ্যালেঞ্জিং ছিল, কিন্তু আপনি সবকিছু সুন্দরভাবে সামলেছেন। আপনার শক্তি এবং কর্তব্যপরায়ণতার জন্য সত্যিই প্রশংসনীয়। জীবনের ছোট ছোট কাজগুলোই একে অন্যকে মজবুত করে তোলে, এবং আপনার প্রতিদিনের অভিজ্ঞতাগুলি সত্যিই অনুপ্রেরণামূলক। আপনার সব কাজের মাঝে বিশ্রাম নেওয়াটাও খুব গুরুত্বপূর্ণ, আশা করি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ধন্যবাদ শেয়ার করার জন্য, আশা করি পরবর্তী পোস্টেও আমাদের সাথে আপনার দিন ভাগ করে নিবেন।

Loading...

প্রথমেই বলি ফুলের ছবিটা আমার অসাধারণ লাগছে। আজকে সারাদিনটা আপনি খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটিয়েছেন। বেশি হাঁটাহাঁটি করলে সকলেরই শরীরটা খুবই ক্লান্ত লাগে। আপনার সারাদিনের ব্যস্ততার শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্ট পরিদর্শন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

আমাদের দিনগুলো আমরা যত বেশি অতিবাহিত করতেছি তত বেশি আমরা ব্যস্ত হয়ে পড়তেছি আসলে সময়ের সাথে আমরা পাল্লা দিয়ে কোন কিছুই করতে পারছি না তবে আমাদেরকে অবশ্যই অনেক কিছু করতে হবে এই চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে।

নতুন বছর ছোট বাচ্চাদের সবকিছুই নতুন ভাবে চাই। আসলে আমার ছেলেদের জন্য ওই দিন আমি অনেক কিছুই কিনেছি ওদেরকে সময় দেয়া ওদের স্কুলে পৌঁছে দেয়ার সংসারের কাজ করা সব কিছু মিলিয়ে অনেক বেশি ঝামেলা পোহাতে হয় এটার নামই হয়তোবা সংসার জীবনের তরী আপনি যখন মৃত্যুবরণ করবেন ঐ দিন শেষ হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।

আমার পোস্ট পরিদর্শন এবং সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।