''বাড়ির ছাদে লাগানো ফুলের ফটোগ্রাফি'' |
---|
হ্যালো বন্ধুরা
কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার পোস্ট লেখা শুরু করছি।
সময়, সময় হচ্ছে এই পৃথিবীতে একটি অমূল্য সম্পদযা ।এই পৃথিবীর সমস্ত অর্থের বিনিময়েও এক সেকেন্ড সময় কেনা যাবে না।সময় এবং নদীর স্রোত কখনোই থেমে থাকে না।আমরা যারা সময়ের সঠিক ব্যবহার করছি না তাদের জীবন অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে। যে সময় চলে যাচ্ছে সেই সময় আর কখনোই ফিরিয়ে আনা যাবে না।
যখন আমরা নিজের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি নেই এবং জীবনের বিভিন্ন অধ্যায়ে পা দেই তখন আমরা সময়ের সঠিক মূল্য উপলব্ধি করতে পারি। যারা সময়ের সঠিক ব্যবহার করে না তারা জীবনের একটা সময় এসে দিশেহারা হয়ে যায়। তখন নিজেকে সঠিকভাবে গুছিয়ে নিতে চায় কিন্তু সময়ের অভাবে তা সম্ভব হয়ে ওঠে না। তাই সকলের উচিত সময় থাকতে সময়ের সঠিক ব্যবহার করা।আমাদের জীবনে যে কাজগুলো বরাদ্দ থাকে সে কাজগুলো যথাসময়ে যথাযথভাবে সম্পন্ন করতে হবে। প্রতিটা মুহূর্তকে যথাযথ মূল্য দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে আমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর , সুগঠিত ওসমৃদ্ধশালী হয়ে উঠবে।যাই হোক ,এখন আমি আমার দিনলিপিতে চলে যাই।
আমার দিনটি যেভাবে শুরু হয়েছে |
---|
আজ ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে ফ্রেশ হয়ে সরাসরি রান্না ঘরে চলে গেলাম।দুপুরের রান্না আজ সকালবেলায় শেষ করতে হবে ।আজ ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং হবে সেখানে যথাসময়ে উপস্থিত থাকতে হবেসকাল ১২.00 টার দিকে মিটিং শুরু হবে। আমাকে বেলা ১১ঃ০০ টার দিকে বাসা থেকে বের হতে হবে। তাই এগারোটার আগে সকালের নাস্তা ও দুপুরের রান্না শেষ করে ফেললাম। রাস্তায় প্রচুর জ্যাম পড়ে স্কুল থেকে এসে দুপুরে রান্না করার এনার্জি থাকবে না শরীরে। তাই দুপুরে রান্নাটা শেষ করে বাসা থেকে বের হলাম।
![]() |
---|
![]() |
---|
আজ সকালে নাস্তার জন্য তৈরি করেছি ছোলার ডাল ও সাদা রুটি ।আজ দুপুরের জন্য রান্না করেছি আদা ও পিঠালি দিয়ে কলাই শাক এবং আলু টমেটো দিয়ে তরকারি। আজ সোমবার তাই নিরামিষ রান্না করেছি । যাই হোক,সকালের রান্নাবান্না শেষ করে সবাই মিলে নাস্তা খেয়ে নিলাম। নাস্তা খাওয়ার কিছুক্ষণ পর স্নান করে রেডি হয়ে চলে গেলাম স্কুলে।
![]() |
---|
স্কুলে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বারোটা বেজে গেল । যথা সময় গিয়ে স্কুলে উপস্থিত হতে পেরেছি।স্কুলের প্রিন্সিপাল মেম বক্তৃতা দিচ্ছেন বাবা-মায়ের উদ্দেশ্যে ।বাবা মায়েরা কিভাবে সন্তানদের প্রতি সচেতন হবেন সে বিষয়ে তিনি বক্তৃতা দিচ্ছেন।
দুপুর |
---|
![]() |
---|
স্কুল থেকে বের হয়েছি দুপুর ১ঃ০০ টার দিকে স্কুল থেকে বের হয়ে আমি শপিং করতে গিয়েছিলাম । ছেলের কিছু ড্রেস কেনার প্রয়োজন ছিল । ছেলের ড্রেসের সাথে আমার ননদের ছোট বাবুটার জন্য ড্রেস কিনেছি।
শপিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে প্রায় অনেকটা দেরি হয়ে গিয়েছিল কারণ রাস্তার প্রচন্ড জ্যাম। আজকাল রাস্তাঘাটে চলাফেরা করা অনেক দুষ্কর হয়ে পড়েছে। সব সময় জ্যাম থাকে ছেলেকে নিয়ে যখন স্কুলে যায় খুব কষ্ট হয় । সময়মতো স্কুলে পৌঁছাতে পারি না এই যানজটের কারণে। যাই হোক, বাসায় ফিরে ফ্রেস হয়ে সবাইকে খাবার দিলাম । আমি না আসা পর্যন্ততো বাসায় কেউ খাবার খেতে পারে না । কারণ আমার শাশুড়ি মা অসুস্থ । উনি কোন কাজ করতে পারেনা উনি শুধু উনার নিজের চলাফেরাটাই করতে পারে এছাড়া অন্য আর কোন কাজ করতে পারে না।
![]() |
---|
খাওয়া-দাওয়া শেষ করে ননদের বাড়িতে পিঠে দেওয়ার জন্য কিছু পিঠা তৈরি করলাম ।এখন শীতকাল পিঠাপুলি খাওয়ার সিজন।আমার ননদ বেশি দূরে থাকে না। কাছাকাছিই থাকে তাই ভাবলাম ননদের বাড়িতে কিছু পিঠা ও পায়েস তৈরি করে পাঠাই ।যেই কথা সেই কাজ। পিঠে ও পায়েস তৈরি করতে বসে পরলাম। এগুলো তৈরি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে এলো ।এই পিঠাগুলো আগামীকাল বিকেলে ওদের বাসায় নিয়ে যাব । পিঠে তৈরি করা শেষ করে সন্ধ্যা পূজা দিলাম। সংসারের কাজ যেন শেষ হয় না ! পূজা দেওয়ার পর ঘরের আরো অন্যান্য কাজগুলো সেরে নিলাম।
বন্ধুরা ,এই ছিল আমার দিনলিপি। আজ এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন ।সুস্থ থাকবেন শুভরাত্রি । আবার কথা হবে আগামী পোস্টে।
এই পৃথিবীতে সময়ই একমাত্র জিনিস যে কখনোই কারোর জন্য বসে থাকে না। সময় আমাদের সবার কাছেই একটি অমূল্য সম্পদ। সময় একবার চলে গেলে তা আর কখনোই ফিরে আসে না। এজন্য আমাদের সবার উচিত সময়কে সঠিক ভাবে ব্যবহার করা। আপনার পোস্ট পড়ে জানতে পারলাম আপনি আপনার ননদের জন্য পিঠা তৈরি করেছেন। শীত কালে পিঠার থেকে উত্তম খাবার আর আছে কিনা আমার জানা নেই।
ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ভালো থাকবেন দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময় হচ্ছে আমাদের জীবনের সবচাইতে বড় একজন শিক্ষক যেই শিক্ষক আমাদেরকে এমন কিছু শিক্ষা দেয় যেটা গ্রহণ করার পর আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি তবে সময়টাকে যদি আপনি সঠিক ভাবে কাজে লাগাতে না পারেন তাহলে আপনার জীবন বাধ্য এটা একেবারেই বাস্তব।
আমাদের জীবনের কোন মূল্য নেই যদি আমাদের নিজেদের কাছে কিছু না থাকে আমি মনে করি নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করা উচিত অন্ততপক্ষে সমাজের মানুষ কিছু বলার আগে দশবার চিন্তা করবে আপনার দিনটা অনেক বেশি ব্যস্ততার মধ্যেই কেটে গেল।
ঢাকা শহরের যানজটের কথা আর বলবেন না এত পরিমানে অবস্থা খারাপ যে কয়েকদিনের মধ্যেই হাঁপিয়ে উঠেছিলাম স্কুল মাদ্রাসার কোন জায়গায় সঠিকভাবে পৌঁছানো যায় না কোন কাজ সঠিকভাবে করা যায় না সবকিছু মিডিয়া একেবারে নাজেহাল অবস্থা তবে আপনি আপনার ননদের বাড়িতে পিঠা পায়েস দেয়ার জন্য খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আপনার একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার দিনলিপি পড়তে বেশ ভালো লাগলো। আপনি যে সময়ের গুরুত্ব নিয়ে কথা বলেছেন, তা সত্যিই মজবুত একটি বার্তা। আপনার প্রতিদিনের কাজের অভ্যাস এবং সঠিক সময় ব্যবহারের প্রতি যে আগ্রহ প্রকাশ করেছেন, তা অনেকের জন্য অনুপ্রেরণা হতে পারে। ছেলের স্কুলের প্যারেন্টস মিটিং, রান্না, শপিং এবং পিঠা-পায়েস বানানোর চিত্রগুলো খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন। বিশেষ করে শাশুড়ির অসুস্থতা এবং সংসারের অন্যান্য দায়িত্বগুলোয় আপনার সহানুভূতি স্পষ্ট। আশা করি আপনার দিনগুলি সবসময় এমনই ভালো ও সুন্দরভাবে কাটুক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit