বাড়ির ছাদে লাগানো গাঁদা ফুলের ফটোগ্রাফি |
---|
বন্ধুরা,
সবাই কেমন আছেন ? আশা করি সকলে ভালই আছেন। আজ ও আমি আপনাদের মাঝে আমার দিনলিপি শেয়ার করার জন্য উপস্থিত হলাম। তো বন্ধুরা, এখন চলে যাই আমার দিনলিপি শেয়ারের পর্বে।
আজকের সকাল |
---|
![]() |
---|
আজ ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে ফ্রেশ হয়ে ছেলেকে নিয়ে বাজারে দিকে রওনা হলাম টাটকা শাকসবজি কিনব বলে।আমি সচরাচর সবজি বাজার কিংবা মাছ বাজারে যাই না। মাঝেমধ্যে সবজি বাজারে যাই, কিন্তু মাছ বাজারে কখনো যাওয়া হয় না। কেননা বাড়িতেই সবজিওয়ালা সবজি নিয়ে আসে ও মাছওয়ালা মাছ নিয়ে আসে । ওদের থেকেই সবকিছু কেনা হয় । তাছাড়া আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর আজ অব্দি আমি কখনো মাছ বাজারে যাইনি ,কারণ আমার লজ্জা অনুভব হয়।
যাইহোক, ছেলেকে নিয়ে বাজারে গেলাম, ভাবলাম যে ওর এখন স্কুল বন্ধ ও এখন ছুটি কাটাচ্ছে।ওকে নিয়ে বাজার করলে ও শিখতে পারবে কিভাবে বাজার করতে হয় ।এখনই তো ওদের শেখার এবং জানার বয়স। আমি ওকে না শেখালে ও শিখবে কিভাবে,জানবে কিভাবে! তাভেবে ওকে নিয়ে বাজারে গিয়েছিলাম।শিশুরা হচ্ছে কাদামাটির মত ওদেরকে এখন যা আকার দেওয়া হবে সে আকারেই তৈরি হবে। আমি মনে করি ,ছোটদেরকে ছোট থেকে দায়িত্ববোধ শেখানোটা পরিবারের সকলের দায়িত্ব ।বিশেষ করে বাবা মায়েদের । এখন এই আধুনিক যুগের বাবা মায়েরা সন্তানদেরকে অতিরিক্ত আদর দিয়ে মাথায় তুলে রাখে। যেটা ভবিষ্যতে পরিণতি খুব খারাপ হয়ে দাঁড়ায়। শিশুদেরকে ছোট থেকেই পরিশ্রম করতে শেখাতে হয় ।নইলে ওরা আগামী দিনগুলোতে পরিশ্রম করতে অক্ষম হয়ে পরবে।
বর্তমান সময়ে একটা জিনিস খুব বেশি লক্ষ্য করা যায়,তা হল- বাবা-মায়েরা সন্তানদের স্কুলে নিয়ে যাওয়ার সময় সন্তানের স্কুল ব্যাগটি তারা তাদের নিজের কাঁধে বহন করে নিয়ে যায় ।বাবা মায়েদের এই অন্ধ স্নেহের কারণে নিজের অজান্তেই সন্তানের ক্ষতি করছে। এই বয়স থেকেই তো তাদেরকে বহন করতে শিখাতে হবে, বাবা মায়েদের অন্ধ স্নেহের কারণে এই বিষয়টি বাবা-মায়েরা খেয়ালই করতে পারেনা !যাই হোক, বাজারে যে গিয়েছিলাম, সেই ফটো তুলতে মনে নেই । যার কারণে বাজারের ফটো শেয়ার করতে পারলাম না । বাড়ি আসার পথে মাছওয়ালার কাছ থেকে কিছু পাবদা মাছ কিনে নিয়ে আসলাম। মাছগুলো খুব টাটকা ছিল তাই কিনে নিয়ে আসলাম।
বাজার থেকে এসে সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্নার আয়োজন করতে চলে গেলাম রান্না ঘরে।
দুপুর |
---|
আজ দুপুরের জন্য মাংস ওছোট ছোট আলু দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করেছি। শীতের সিজনে শীতের আলো দিয়ে পাবদা মাছের ঝোল খুব দারুন লাগে। শীতকালে আমরা যেকোনো খাবার খেয়ে খুব স্বস্তি অনুভব করি, যেটা আমরা গরমকালে পাই না।
সন্ধ্যা |
---|
এখন তো ছোট দিন ,দুপুরের খাবার শেষ করতে করতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসে। যাই হোক ,সন্ধ্যা বেলা সন্ধ্যা পূজা শেষ করে টিফিনের জন্য সবজি দিয়ে নিরামিষ নুডুলস তৈরি করেছি। তারপর সবাই মিলে নুডুলস খেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার দিনলিপি। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন। শুভরাত্রি।
আপনার পোস্টটি পড়ে, একটা বিষয় আমি লক্ষ্য করলাম। আপনি আপনার সন্তানকে জীবনে যুদ্ধ করে বেঁচে থাকার জন্য, অনেক বাস্তব কিছু শেখাচ্ছেন, যা পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে।
আপনার এই উপরের কথার সাথে আমি সহমত করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আপনার একটি দিনের কার্যক্রম আমাদের মাঝে তুলে ধরার জন্য। আজকে আপনি সকালে বাজারে গিয়েছিলেন সবজি টাটকা নিয়ে আসার জন্য এবং আপনি মাছ নিয়ে এসেছেন যাইহোক আপনার ধারণ করা আপনার ছাদের ফুলের ফটোগ্রাফি টা অনেক সুন্দর ছিলো শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit