Betterlife with steem ||The diary game|| 08August, 2024

in hive-120823 •  4 months ago  (edited)

IMG-20231006-WA0004.jpg

''বাড়ির ছাদে লাগানো ফুলের ফটোগ্রাফি''
৫ই আগস্ট বেলা তিনটার পর থেকে বাংলাদেশের শুরু হয়েছে ধ্বংসযজ্ঞের নতুন আরেক অধ্যায়।
৫ই আগস্ট আমাদের দেশের প্রধানমন্ত্রী পদক্ষেপের পর থেকে দেশের বিভিন্ন স্থানে ও বিভিন্ন এলাকার বাসাবাড়িতে ভাঙচুরও লুটপাট শুরু করেছে ।এবং অগ্নিকাণ্ড ঘটাচ্ছে।

৫ই আগস্ট রাত আটটার দিকে আমাদের এলাকার দুটি বাড়িতে সন্ত্রাসীরা আগুন লাগিয়ে দিয়েছে। আমার জীবনে এই প্রথম নিজের চোখের সামনে অগ্নিকাণ্ড দেখলাম ।এই ঘটনা দেখে আমি ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছি ।সত্যি কথা বলতে ওই মুহূর্তে আমার যে কেমন লেগেছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়।

অগ্নিকাণ্ড শুরু হওয়ার কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে গেল বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ। সেদিন সারাটা রাত ছেলেকে নিয়ে অন্ধকারের মধ্যে ভয় ,আতঙ্ক আর হতাশার মধ্য দিয়ে জেগে কাটিয়েছি ।জীবনের এই প্রথম এমন একটি ভয়াবহ রাত কাটালাম। আগামী দিনগুলোতে আরো যে কি ঘটতে চলেছে জানিনা !

image.png

''আমার দিনটি যেভাবে কেটেছে''

দেশের বর্তমান ভয়াবহ পরিস্থিতি দেখে মনটা সব সময় খারাপ থাকে কিন্তুজীবনতো আর থেমে থাকে না!জীবনের নিয়মে জীবন চলতেই থাকে । মন ভালো না থাকলে ও সংসারের সব দিকেই খেয়াল রাখতে হয়, সব কাজ করতে হয় ।

20240807_155248.jpg

যাই হোক ,ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদ থেকে গিয়ে পূজোর ফুল তুলে নিয়ে আসলাম ছাদ থেকে এসে সকালের নাস্তা তৈরি করতে লে গেলাম আজ নাস্তার জন্য রুটি আর আলুর দম তৈরি করেছি নাস্তা তৈরি করার পর ছেলেকে ঘুম থেকে উঠালাম আজ কাল ছেলে সকাল বেলা সময় মত ঘুম থেকে উঠতে চায় না দেশের খারাপ পরিস্থিতির কারণে দীর্ঘদিন যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
তাই স্কুল বন্ধ থাকার কারণে সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না ।

ছেলে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হল। ফ্রেশ হওয়ার পর ওকে সকালে নাস্তা খেতে দিলাম ।আমিও খেয়ে নিলাম ছেলে।

image.png

দুপুর

20240807_155345.jpg

''দুপুরেরখাবার ''

মনের অসুস্থতার প্রভাব কিন্তু শরীরের ওপরও প্রভাব ফেলে ।তাই আজকাল শরীর ও মন দুটোই ভালো যাচ্ছে না। তাই আজ দুপুরের জন্য বেশি কিছু রান্না করিনি।আজ পেঁয়াজ দিয়ে তেলাপিয়া মাছের ভুনা ও চালতা দিয়ে টক ডাল রান্না করেছি।

image.png

সন্ধ্যা

সন্ধ্যার দিকে সন্ধ্যা পূজা শেষ করে ছেলেকে নিয়ে পড়তে বসলামর ছেলে লেখাপড়া শেষ করার পর রাতের খাবার খাইয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে আমি ল্যাপটপ নিয়ে বসলাম। আমাদের এলাকায় অগ্নিকাণ্ড ঘটে যাওয়ার পর কিছুদিন ইন্টারনেট সংযোগ ছিল না ।আজ ইন্টারনেট সংযোগ দিল ।প্রথমে ইউটিউবে ঢুকলাম নিউজ দেখার জন্য।একের পর এক নিউজ দেখতে দেখতে রাত প্রায় আড়াইটা বেজে গেছে।ওই মুহূর্তে হঠাৎ করে শুনতে পেলাম কেউ একজন মাইকিং করে বলছে এলাকায় কোন এক বাড়িতে ডাকাত এসেছে। তাই সবাইকে সাবধানে থাকবে। ওই কথা শুনে ভয়ে মনে হচ্ছিল যেন হাত পা ঠান্ডা হয়ে আসছিল।

কিছুক্ষণ পর ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তিনটা বাজে ।রাত তিনটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এই সময়টাকে বলা হয় ব্রহ্মমুহূর্ত।আমাদের সকল ধর্মের মানুষই এই মুহূর্তের তাৎপর্য সম্পর্কে অবগত। পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থে উল্লেখ আছে যে,এই ব্রহ্মমুহূর্তটি হচ্ছে ধ্যান,প্রার্থনা, ও পরমাতার দিব্য শক্তিকে অনুভব করার এবংতার সাথে যুক্ত হওয়ার উপযুক্ত সময়।তাই ওই সময় কিছুটা সময়ের জন্য প্রার্থনায় বসে ছিলাম ।প্রার্থনা শেষ করে কিছু সময়ের জন্য বিছানায় শুয়েছিলাম । সূর্য উদয় হতে আর বেশি একটা সময় বাকি ছিল না।

এই ছিল গত হয়ে যাওয়া আমার একটি দিনের দিনলিপি।আজ এখানে শেষ করছি ,সবাই ভাল থাকবেন ,সুস্থ থাকবেন, এবং পরিবারের পাশে থাকবেন।

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনার ফুল গুলো খুবই সুন্দর ছিল। তবে আপনার সারাদিনের কার্যক্রম খুবই সুন্দর ভাবে কেটেছে।আপনার খাবারগুলো খুব সুন্দর ছিল। বাড়ির ছাদে ফুল গাছ লাগানো খুবই সুন্দর একটি কাজ।সুন্দর লেখা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।