Steem engagement challenge-S12/W5|"I want to change my three habits."

in hive-120823 •  last year 
Hello everyone

সবার প্রথমেই জানাচ্ছি যে, এই সুন্দর এবং আকর্ষণীয় প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে পেরে খুব আনন্দিত। প্রথমে আমাদের এডমিন ম্যাম কে জানাই অনেক অনেক ধন্যবাদ। শুধু ধন্যবাদ কথাটা জানালে কম হবে। কারণ ম্যাম প্রতিবারই আমাদের জন্য এমন সব আকর্ষণীয় এবং শিক্ষনীয় বিষয় বস্তুর উপর ভিত্তি করে প্রশ্নের সমন্বয়ে প্রতিযোগিতার আয়োজন করে যা আমাদের হৃদয়ের ঘুমন্ত কথাগুলো এই প্রতিযোগিতার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জাগ্রত হয়। এক কথায় বলা ছেলে পুনর্জীবিত হয়। যাইহোক ,এখন চলে যাই প্রশ্ন উত্তরের পালায়।

আমি সুযোগ পেলে নিম্নে উল্লেখিত তিনটি অভ্যাস পরিবর্তন করতে চাই:

মানুষকে বিশ্বাস করা।

মানুষের সাথে খারাপ ব্যবহার না করতে পারা।

উচিত কথা বলা।

প্রথম প্রশ্ন:-

If you get the opportunity to change your three habits, what are they? and why?

jesus-christ-898330_1280.jpg
pixabay

প্রথমে পরিবর্তন করতে চাই:

মানুষকে খুব সহজে বিশ্বাস করাটা। আমি যাদেরকে বিশ্বাস করেছি তারাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমার এই অন্ধবিশ্বাস একবার নয় বহুবার আমাকে ঠকিয়েছে এ অন্ধবিশ্বাস আমাকে তিলে তিলে কষ্ট দিয়েছে এবং এখনো দিচ্ছে বিশ্বাস করে উপকার করতে গিয়ে প্রতিবার অপমানিত হতে হয়েছে। মনের আঘাতের কষ্টগুলো চোখের অশ্রু হয়ে ঝরছে। শরীরের আঘাতগুলো চোখে দেখা যায় কিন্তু মনের আঘাতগুলো দৃষ্টির অগোচরে থাকে। এই দৃষ্টির অগোচরে থাকা স্পর্শহীন অদৃশ্য বস্তুটি মানুষকে তিলে তিলে শেষ করে দেওয়ার অসীম ক্ষমতা রাখে। এটা যন্ত্রণা অত্যন্ত ভয়ঙ্কর। তাই সুযোগ পেলে আমি আমার এই সহজে বিশ্বাস করারঅভ্যাসটি পরিবর্তন করতে চাই।

man-4203784_1280.jpg

pixabay

দ্বিতীয়ত যে বিষয়টি পরিবর্তন করতে চাই:

মানুষের সাথে খুব সহজে খারাপ ব্যবহার না করতে পারা। মানুষের সাথে খুব সহজে খারাপ ব্যবহার না করতে পারার কারণে আমি প্রতি পদে পদে আর্থিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমার পরিবারের কাছের মানুষগুলো জানে আমি আর্থিক সমস্যার মধ্যে আছি তারপরও আমার ঘাড়ের উপর বসে বসে আমার ক্ষতি করছে। আমারে বলতে না পারার সুযোগকে কাজে লাগিয়ে ওরা ওদের স্বার্থের প্রয়োজনে আমার সাথে ছলনা করে আমার অনেক আর্থিক ক্ষতি করেছে। আজ আমি যে পরিস্থিতিতে আছি এর জন্যদায়ী এই স্বার্থপর মানুষগুলো। আজ আমি সবকিছু জেনে বুঝেও কিছু বলতে পারিনা। কারণ আমি খারাপ ব্যবহার করতে পারছি না।যদিও খারাপ ব্যবহার করাটা খুব খারাপ। কিন্তু তারপরও আমি বলব মাঝে মাঝে সময় বিশেষ এবং ব্যক্তি বিশেষ খারাপ ব্যবহার করতে হয় নইলে এরা ঘাড়ে বসে নিজের ক্ষতি করে দিয়ে যায়। নিজের ক্ষতিটাকে তো আর অন্য কেউ আটকাতে আসবেনা !তাই নিজেকে খারাপ ব্যবহার করে নিজের ক্ষতিটাকে আটকাতে হয়।
তাই আমি সুযোগ পেলে এই অভ্যেসটি পরিবর্তন করতে চাই।তবে খারাপ ব্যবহারটা সবার জন্য নয় ব্যক্তি বিশেষ।

তৃতীয় যে অভ্যাসটি পরিবর্তন করতে চাই:

সত্য মিথ্যার এই সমাজে মিথ্যে এবং ছলনার প্রাধান্যই বেশি দেয়। সত্য এবং উচিত কথার প্রাধান্য পাওয়াটা বর্তমান সমাজে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। সত্যি বললেন ঘৃণার পাত্র হতে হয়। উচিত কথা বললে অপমানিত হতে হয়। উচিত এবং সত্য কথা বলার জন্য আমি আমার পরিবারের মানুষ গুলোর কাছে অপ্রিয় হয়ে দাঁড়িয়েছি ।বর্তমানে আমরা এমন একটা সমাজে বাস করছি যেখানে সত্য এবং উচিত বললে শত্রুতা তৈরি হয়। সত্য এবং উচিত বলে আত্মতৃপ্তি পাওয়া যায় কিন্তু সমাজ এবং পরিবারের সাথে স্বস্তিতে বাস করা যায় না। মানুষের কাছে অপ্রিয় হয়ে বাচ্চাটা স্বস্তিকর নয়। তাই সুযোগ পেলে আমি আমার এই অভ্যেসটি পরিবর্তন করতে চাই। তবে একটা কথা অস্বীকার করা যাবে না সেটি হল, সময় এবং ক্ষেত্র বিশেষ উচিত এবং সত্য বলা চলে না। নিজেকেও বিভ্রান্তিতে পড়তে হয় অন্য কেউ বিভ্রান্ত করা হয়। এ বিষয়ে কথা বলতে গেলে কথা শেষ হবে না তাই এখানেই এ বিষয়টা সমাপ্ত করছি।

দ্বিতীয় প্রশ্ন:-

How those changing habits can influence your lifestyle and improve your relationships in the personal and professional field? Describe.

german-virtues-3587229_1280.jpg

pixabay

দ্বিতীয় প্রশ্নের কিছু উত্তর প্রথম প্রশ্নের উত্তরে উল্লেখ করা হয়েছে।

উপরে উল্লেখিত বিষয়গুলো যদি আরো আগেই পরিবর্তন করতে পারতাম তাহলে আজ আমি যে সমস্যারসম্মুখীন , তাহলে আজ এই সমস্যার সম্মুখীন হতাম না।

সত্যি কথা বলতে কি বিশ্বাস না থাকলে সুসম্পর্কের টিকে থাকে না আমি চেয়েছি পরিবারের সকলকে নিয়ে মিলেমিশে থাকতে। কিন্তু তারা আমাকে প্রয়োজনে ব্যবহার করেছে যখন প্রয়োজন ফুরিয়ে গেছে তখন তারা দূরে চলে গেছে। এমনটা ঘটেছে একমাত্র ভুল মানুষকে বিশ্বাসের কারণে। আমি যদি যাকে তাকে বিশ্বাস করার অভ্যাস পরিবর্তন করতে পারি তাহলে আমি আমার জীবনকে উন্নত করতে পারব। নিজেকে মানসিক আঘাত থেকে বিরত রাখতে পারব। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তাদেরকে বিশ্বাস করব, যারা আমার ভালো চায়। যারা আমাকে ভালবাসে ।যারা আমার বিপদের দিনে আমার পাশে থাকবে।

আমি বিশ্বাস করি, নিজেকে যদি পরিবর্তন করতে পারি তাহলে আমার জীবন উন্নত হবেই
একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। কারণ জীবন কখনো এক ধারায় প্রবাহমান নয়।

তৃতীয় প্রশ্ন:-

Do you believe before indicating other mistakes; we should work on our drawbacks? Justify your point.

sunset-1807524_1280.jpg
pixabay

হ্যাঁ ,তাই হওয়া উচিত। সবার আগে নিজেকে শুধরিয়ে নেওয়া উচিত। নিজের পিঠে ভুলের বুঝা নিয়ে অন্যের ভুল ধরাটা উচিত নয়। অন্যের সমালোচনা করাটি অনৈতিক কাজ। মানুষ মাত্রই ভুল করে। নির্ভুল কোন মানুষ নেই। তাই আমি মনে করি অন্যের ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করাটাই অপরাধ। মানুষ মাত্রই যেহেতু ভুল হয়। তাহলে একে অপরকে নিয়ে কিসের এত সমালোচনা?

আমাদের সমাজে বহু লোক আছে যারা অন্যের সমালোচনা করতে অনেক ভালোবাসে এবং সমালোচনা শুনতেও ভালোবাসে এরা একবারও নিজের দিকে তাকিয়ে দেখে না নিজের ভুল আছে কিনা যারা বেশি ভুল করে তারাই অন্যের ভুল ধরার পিছনে পড়ে থাকে। এগুলো তাদের পক্ষেই সম্ভব যারা নিকৃষ্ট মনের মানুষ।

আমার আশেপাশে এই ধরনের লোকের কোন অভাব নেই। আমি সব সময় এদের থেকে দূরে থাকার চেষ্টা করি। বনের পশুরাই শুধু হিংস্র নয় ।আমাদের সমাজে মানুষরূপী বহু হিংস্র পশু রয়েছে ।এরা সমালোচনা আর মিথ্যে অপবাদ দিয়ে মানুষকে সহজে আঘাত করতে পারে। যাইহোক এসব নিয়ে আর কথা বাড়াতে চাইনা।

আমি সবশেষে একটি কথা বলতে চাই, মানুষ মাত্রই যেহেতু ভুল। তাহলে আমরা প্রত্যেকেই তো মানুষ, ভুল ত্রুটি নিয়ে আমরা সবাই জীবনে পথ চলছি। তাই আমরা প্রত্যেকেই অন্যকে নিয়ে সমালোচনা থেকে বিরত থাকবো।

প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি এই প্রতিযোগিতায় তিনজনকে আমন্ত্রণ জানাতে চাই,@muktaseo,@hasnahenaএবং @rubina203আপু কে।,

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hola amigo 👋
Me alegra leer que estás en lo cierto cuando dices que no es moralmente correcto criticar a otros porque todos somos imperfectos y aunque nos demos cuenta de un error de otra persona primero debemos examinarnos nosotros mismos.

Saludos éxitos y bendiciones para ti

Loading...