বসন্তের ছোঁয়ায় আমার বাগানের কিছু ফুল

in hive-120823 •  22 days ago  (edited)

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

দেখতে দেখতে আমরা বসন্তের শেষের দোর গোড়ায় চলে এসেছি ।আর কিছুদিন পর বসন্তকাল শেষ হয়ে যাবে। বসন্তকালে চারিদিকে রংবেরঙের ফুল ফুটে দেখা যায়। রাস্তায় বেরোলেই কিংবা কারোর বাড়িতে গেলে সব জায়গাতেই বিভিন্ন রকমের ফুল ফুটতে দেখা যাচ্ছে। তবে বসন্তের ছোঁয়ায় চারিদিকে ফুলে ভরে উঠেছে।আজকে আমি শেয়ার করব আমার বাড়ি বাগানের কিছু ফুল। ফুল আমরা সকলেই ভীষণ পছন্দ করি। ফুল পছন্দ করে না এমন কোন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আমি যেমন ফুল গাছ লাগাতে ভালবাসি। তেমনি পরিচর্যা করতেও ভীষণ ভালোবাসি। দুই বেলা যত্ন সহকারে গাছগুলোকে লালন পালন করে বড় করে তুলি। আমি যে কোন গাছ লাগালে সব গাছ লেগে যায়। আসলে আমাদের বাগানের মাটি খুব ভালো।আজকে আমার বাগানের বেশ কিছু ফুল আপনাদের মাঝে শেয়ার করছি। আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের সবজি গাছ ও রয়েছে।

IMG_20250404_225857.jpg

প্রথমেই শেয়ার করছি, গন্ধরাজ ফুলের কথা। গন্ধরাজ ফুল সাদা রঙের হয় ।এই ফুল থেকে খুব সুন্দর সুগন্ধ বের হয়। ফুল গাছটা আমি পাড়ায় যারা ফুলের চারা বিক্রি করতে আসে তাদের কাছ থেকে কিনেছিলাম। গাছটা খুবই ছোট অনেকদিন যত্নের পর গাছে একটা দুটো করে ফুল হতো। কিন্তু এই বছরের আমি হঠাৎই গাছটাকে কেটে ফেলি। আমার মনেই ছিল না যে এই সময় গন্ধরাজ গাছে ফুল হয়। কেটে ফেলার বেশ কিছুদিন পর দেখছি একটা ছোট্ট ডাল ছিল সেই ডালে ভর্তি কুড়ি এসেছে। তখন দেখে ভীষণ কষ্ট হচ্ছিল ।যদি বড় ডালটা না কেটে ফেলতাম তাহলে হয়তো আরো বেশ কয়েকটা গন্ধরাজ ফুল ফুটতো। যাইহোক এর জন্য আমাকে সকলের কাছে বকা শুনতে হয়েছে। কারণ আমার বাড়িতে আমি যে কোন কাজ করলে আমাকে কেউ বাধা দেয় না ।কিন্তু ফুল গাছ কেটে ফেলেছি নিজের খারাপ লাগছিল ।তাই বড়ো রা ভালোর জন্যই সকলে একটু বকে ছিল।

IMG20240731134619.jpg

এবার বলি বাড়ির জবা ফুলের কথা। আমাদের বাড়িতে বেশ অনেক কয় রকমের জবা ফুল গাছ ছিল। কিন্তু কোনো কারণ বশত বাড়িতে তুলসী মন্দির আরো বিভিন্ন জিনিস তৈরি করাতে গাছগুলো কাটা পড়ে গেছে। এখন আপাতত লাল রঙের পঞ্চ মুখী জবা রয়েছে। এই জবা গুলো দেখতে অপূর্ব লাগে। শুধু বসন্ত কাল বলেই নয় বারো মাস জবা গাছে ফুল ফোটে, কোন সময়ই দেখা যায় না যে গাছে ফুল নেই। তাই এই গাছটা কাটার একদমই সুযোগ হয়ে ওঠে না। ফুলের রংটা ভীষণ সুন্দর লাগে, দূর থেকে দেখতে আরো ভালো লাগে।

IMG_20250404_230052.jpg

এরপরে বলি বেলী আর জুঁই ফুলের কথা। এই ফুল দুটো আমার ভীষণ পছন্দের। যেমন সুন্দর দেখতে তার তেমনি সুন্দর গন্ধ। কোন অনুষ্ঠানে যাওয়ার আগে বেলি কিংবা জুঁই ফুলের মালা মাথায় দিতে আমি একদমই ভুলি না। খুব শখ করে বাড়িতেই গাছ দুটো আমি লাগিয়েছিলাম। কিন্তু বহুদিন পরিচর্যা করার পর গাছ দুটোতে এই বসন্তের সময় গাছে ফুল ফুটতে দেখা যায়। এই বছরও গাছে বেশ কয়েকটা ফুলের কুঁড়ি এসেছিল ।মাঝে মাঝেই একটা দুটো করে গাছে ফুল ফুটতে ও দেখা যায়। কিন্তু জুঁই ফুল এর গাছ একটু লতানো ধরনের।আগের বছরে দুই একটা ফুল ফুটতে দেখেছিলাম ।কিন্তু এ বছরে এখনো পর্যন্ত জুঁই ফুলের দেখা পাওয়া যায়নি।

IMG_20250404_230233.jpg

এছাড়াও রয়েছে খুব সুন্দর নয়নতারা ফুলের গাছ। এছাড়াও টগর ফুল, সাদা ফুল আরো বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে । সেইসব ফুল আবারও অন্য কোন পোস্টে শেয়ার করে নেব। তবে এখন অনেক গাছ আর নেই। হয়তো বর্ষার জল পেলে আবারো বের হবে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের সবজির গাছ ।সেগুলো অন্য কোন পোস্টে শেয়ার করে নেব। তবে খুব ইচ্ছে ছিল এ বছরে সূর্যমুখী ফুল গাছ লাগানোর ।কিন্তু শীতকাল চলে যাবার পর আমার মনে পড়েছিল ।তবে পরেরবার ইচ্ছে আছে সূর্যমুখী ফুল গাছ লাগানোর।গত বছরেও বেশ কয়েকটি সূর্যমুখী গাছ লাগিয়েছিলাম।


আজ এইখানেই শেষ করছি। আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

বসন্ত আসলে চারপাশে বিভিন্ন ধরনের ফুলের উপর দেখা যায় বসন্তের ছোঁয়ায় আপনার বাগানের বেশ কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন যদিও বসন্তকাল চলে গেছে বর্তমান সময়ে গ্রীষ্মকাল চলছে তারপরেও বিভিন্ন জায়গায় ফুল দেখা যাচ্ছে যাইহোক অসংখ্য ধন্যবাদ বসন্তকালের কিছু ফটোগ্রাফি আপনার বাগানের কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।