শিব নিবাসে যাওয়ার গল্প

in hive-120823 •  4 days ago 

আপনারা সকলে কেমন আছেন ?আশা করি ভালো আছেন। সুস্থ আছেন ।আমিও ভালো আছি ।সুস্থ আছি ।আজকে আমি আপনাদের কাছে একটা নতুন পোস্ট শেয়ার করব।

আমরা সারা বছরই মহাদেবের পুজো করে থাকি। কিন্তু হিন্দুরা শ্রাবণ মাসটাকে বিশেষ করে মহাদেবের মাস বলে মানে। অনেকে পুরো শ্রাবণ মাসে নিরামিষ খায়। আমরা প্রত্যেক সোমবারে শিবের মাথায় জল ঢালি। আমার বাড়ির কাছে আছে একটি শিব মন্দির। সেই শিব মন্দিরেই যায় জল ঢালতে। কিন্তু শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারে সেখানেই যায় পুজো দিতে। শেষের সোমবারে খুব ভিড় হয়। শ্রাবণ মাসে শেষের সোমবারের দিন হিন্দুরা প্রত্যেকে যায় শিব নিবাসে জল ঢালতে। বাড়ি থেকে নতুন জামা কাপড় পড়ে কৃষ্ণনগর থেকে নবদ্বীপে গঙ্গাস্নান করে পায়ে হেঁটে যাই শিব নিবাসে বাবার মাথায় জল ঢালতে।

IMG20230807161056.jpg

শিব নিবাসে ঠাকুরটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব লিঙ্গ। শিব ঠাকুরটি বিশাল আকৃতির। এখানকার মন্দিরটি বেশ পুরনো। আমাদের কৃষ্ণনগর থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত। যারা পায়ে হেঁটে এই মন্দিরে যাই পুজো দিতে ।তারা প্রত্যেকে কাঁধে বাঁক নিয়ে বাঁকের দুই দিকে গঙ্গা জলের পারে বেঁধে নিয়ে যায় ।বাবার মাথায় জল ঢালতে। আমি ছোটবেলায় একবার দিদার সাথে গিয়েছিলাম শিব নিবাসে।

IMG20230807162330.jpg

কিন্তু এবারে পাশের বাড়ি কাকু ,কাকিমা বলল শিব নিবাসে যাওয়ার জন্য। আমি তখনই পাশে শিব মন্দির থেকে জল ঢেলে বাড়ি আসলাম। বেড়াতে যেতে কে না ভালোবাসে ।তাতে আবার শিব মন্দির বলে কথা। আমি খুব শিব ঠাকুর ভক্ত। তাই কাকুর কথা শুনে আমি শাশুড়িকে জিজ্ঞাসা করলাম যাবার জন্য। শাশুড়ি শোনা মাত্রই বলল যাও ঘুরে এসো। শ্বাশুড়ি কোন সময় কোথাও যেতে বাধা দেয় না ।কিন্তু সেদিন ছিল আকাশ মেঘলা প্রায় রোজ মেঘ করত ।কিন্তু বৃষ্টি হত না। আমরা ভাবলাম যে সেদিন ও বৃষ্টি হবে না।

IMG20230807162111.jpg

আমরা বাড়ি থেকে বেরোনোর পর জানতে পারলাম। কাকার একটা ভাগ্নে আর দুই ছেলেও যাবে। সবাই যে যার বাইকে করে যাবে। আমরা মোট আটজন গিয়েছিলাম ।কিন্তু বাড়ি থেকে বের হতেই খানিকটা গিয়েই শুরু হয়ে গেল ঝমঝম করে বৃষ্টি ।আশেপাশে কোথাও দাঁড়ানো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। কিছুটা দূরে গিয়ে একটা বাড়ির গেটের নিচে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু বাড়ির লোক গুলো আমাদের বৃষ্টিতে ভিজতে দেখে ও ভিতরে আস্তে বললো না। যাই হোক সবার মানসিকতা তো এক হয় না।সেদিন বৃষ্টি ও থামছিল না। সামনে ড্রেন গুলো জল ভর্তি হয়ে রাস্তায় বয়ে যাচ্ছে।

IMG20230807162247.jpg

সেদিন ভেবেছিলাম আর হয়তো যাওয়া হবে না। যাইহোক বৃষ্টি একটু কমতেই আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম শিবনিবাস যাওয়ার উদ্দেশ্যে। তখনো অল্প অল্প বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে ভিজে ভিজেই বেরিয়ে পড়েছিলাম ।আবার খানিকটা দূরে গিয়ে জোরে বৃষ্টি পড়ছে দেখে একটা দোকানের নিচে সবাই মিলে দাঁড়িয়ে ছিলাম ।এই ভাবেই যেতে যেতে পৌঁছে গিয়েছিলাম শিব নিবাস। আমরা ছোটবেলায় যখন যেতাম তখন একটা নদীর উপর দিয়ে বাঁশের ব্রিজ পার হয়ে যেতে হতো। কিন্তু এখন অনেক উন্নত হয়ে গেছে। এখন পাকা ব্রিজ করে দিয়েছে। তাই শিবনিবাস যেতে রাস্তাতে কোনো অসুবিধা হয়নি।


কিন্তু শিব নিবাস পৌঁছে দেখলাম বৃষ্টির মধ্যেও প্রচন্ড ভিড়। পুজো দেবার জন্য লম্বা লাইন। আমরা তো রাস্তাতেই ভিজে গিয়েছি ।তাই কোন রকমে ওখান থেকে পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম। কারণ শিবনিবাস যেতেই অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আবার বাড়ি ফিরতে হবে।আজ এই পর্যন্তই থাক ।আশা করি আপনাদের ভালো লাগবে। পরের দিন আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

শিব নিবাসে ঠাকুরটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব লিঙ্গ।

  • এই তথ্যটি আমার জানা ছিল না, যেটা আপনার পোস্ট পড়ে জানতে পারলাম। শুধু জানতে পারলাম বললে ভুল হবে, আপনি একটি ছবিও শেয়ার করেছেন। সামনাসামনি কবে দেখার সুযোগ হবে জানি না, অন্ততপক্ষে ছবির মাধ্যমে মূর্তিটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

  • শ্রাবণ মাসে অনেকেই শিব ঠাকুরের পূজা করেন একথা জানি, আবার অনেকেই সারা মাস নিরামিষ আহার করেন। এমনকি আপনিও প্রতি সোমবার বাবার মাথায় জল ঢালেন। তবে এইবার সবকিছুর পরেও বাড়তি পাওনা হিসেবে আপনি শিবনিবাসে যাওয়ার সুযোগ পেয়েছিলেন এবং সেই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন, যেটা পড়ে সত্যিই ভালো লাগলো। ভালো থাকবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ । আমার পোস্টটি পড়ে এত ভালো একটা কমেন্ট করার জন্য। আমি বেশি ছবি তুলিনি ।তাই ভালো করে আপনাদের মাঝে ছবিগুলো শেয়ার করতে পারলাম না। আসলে শিব নিবাসে বারোমাস খুব ভিড় থাকে। অনেক সময় ভিড়ের কারণে ভিতরে ঢুকতে পারা যায় না।

খুব সুন্দরভাবে আমাদের মাঝে শিব নিবাসে যাওয়ার গল্প শেয়ার করলে।। আর শ্রাবণ মাসে মহাদেবের মাস বলা হয়।। আসলে সনাতন ধর্মের অনেক কিছুই আমরা জানালাম আপনাদের পোস্ট থেকে আমি অনেক কিছু জানতে পারি।। আর এই মন্দির অনেক বড় আর মানুষজন অনেক বেশি হয়ে থাকে শুনে ভালো লাগলো।। দোয়া রইল সকলের জন্য ঈশ্বর যেন সবার মঙ্গল করেন।

আপনি আজক শিব পুজো করার জন্য শিব নিবাসে যাওয়ার অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করেছেন। এখানকার শিবলিঙ্গ বৃহত্তম শিবলিঙ্গ এটা আমার জন্য নতুন একটা তথ্য জানা হলো।
বৃষ্টিতে ভেজার পরও আপনাদেরকে বাসায় ঢুকতে বলে নাই এই কথাটা শুনে লেগেছে আমার কাছে।
ভালো লাগলো আপনার কথা শুনে। ভবিষ্যতে এমন আরও চমৎকার চমৎকার পোস্ট আমাদের মাঝে তুলে ধরবেন এই অপেক্ষাতে রইলাম।