নমস্কার বন্ধুরা। কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন।
প্রথমেই কমিউনিটিকে এত সুন্দর একটা কনটেস্ট দেওয়ার জন্য ধন্যবাদ জানাই ।আমি তো কনটেস্টটা দেখেই আমি খুব খুশি হয়েছি। এইরকম প্রতিযোগিতা দেখে আমার ও অংশগ্রহণ করতে খুব ইচ্ছে করলো। এই কনটেস্টের সাবজেক্ট হলো ঘুরতে যাওয়া নিয়ে, আর আমি ঘুরতে যেতে ভীষণ পছন্দ করি । আজ পর্যন্ত কোথাও আমার ঘুরতে যাওয়া হয়নি। কৃষ্ণনগরের আশেপাশে যত জায়গায় ঘুরে বেড়িয়েছি ঈশার সাথে ঘুরেছি।
আমার বর বাইরে ঘুরতে যেতে একদমই পছন্দ করে না। তাই আমাদের সেভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়ে ওঠেনি। তাও এই কনটেস্টে অংশগ্রহণ করতে পেরে আমি কল্পনায় একটু ঘুরতে পারবো। কারণ ঈশার সাথে আমাকে একা একা বাইরে কোথাও যেতে দেবে না। এমনকি ঈশার বাড়ির লোকও ঈশাকে ছাড়বে না। দেশের যা পরিস্থিতি দুটো মেয়ে একা একা যাওয়া উচিত ও নয়।
1. If you win, with whom would you love to enjoy the trip? The rationale behind!
আপনারা সকলে তো বুঝতে পেরেছেন আমি কাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বারবার উল্লেখ করতে চাইছি। সেটা আর কেউ না সেটা হলো ঈশা @isha.ish। আমি ঈশাকে ঘুরতে যাওয়ার জন্য বেছে নিয়েছি। কারণ আমার বর নিজে তো কোথাও যাবে না ।আর আমাকে কোথাও বেড়াতে গিয়ে যেতেই চায়না। ঈশা ঘুরতে খুব ভালোবাসে। তাই আমি ওর সঙ্গেই বাইরে ঘুরতে যেতে চাই।
আমার বর ছাড়া বাড়িতে শ্বশুর, শাশুড়ি দুজনেই বয়স্ক। তাই তারা সেভাবে আমাকে ঘুরতে নিয়ে যেতে পারবে না। আর বাকি সদস্য যারা রয়েছে ।তারা সকলেই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তাই তাদের পক্ষেও আমাকে বেড়াতে নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠেনা। সবসময়ই বাইরে কোথাও ঘুরতে গেলে এমন একজনকে প্রয়োজন হয় ।যাতে আমার সবকিছুই তার সাথে শেয়ার করতে পারি। তার সাথে ঘুরতে গিয়ে যেন আমাকে কোন অসুবিধায় না পড়তে হয় ।এরকম মানুষকেই সব সময় বেছে নিতে হয়। তাই আমার বাইরে ঘুরতে যাওয়ার জন্য ঈশাই সঠিক মানুষ। আসলে ঈশা এখনকার যুগের মেয়েদের মতোই সবকিছু ফাস্ট। আমি ওর মতো সব কাজ দ্রুত করতে পারিনা ।ওর মত সবকিছু বুঝে উঠতেও পারি না।ও বেশ আমাকে বোঝে।
2.Share the place where you treasure to dwell with your steemit friend. Reasons behind your selection.
আমি ঘুরতে যাওয়ার জন্য কাছে পিঠে দীঘা কে বেছে নিতে চাই। কারণ দীঘাতে দেখার মত অনেক জিনিস রয়েছে। আর আমার ছোট থেকেই সমুদ্র খুব ভালো লাগে। দীঘা আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে।দু একদিনের মধ্যেই ঘুরে চলে আসা যাবে। দীঘার পাশেই রয়েছে মন্দারমনি ।সেটা তো আরো ভালো জায়গা। তবে সবকিছুই শুনেছি চোখে দেখিনি। এইরকম নিরিবিলি জায়গাতে যেতেখুব ভালো লাগে।
দিঘাতে এত পর্যটকের ভিড় হয়। তাই সরকার থেকে দীঘাতে আরো সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে ।যাতে সব মানুষেরই নজর কাড়ে। দীঘা আমাদের বাড়ি থেকে প্রায়ই ছ ঘন্টা রাস্তা। তবে যদি আমরা নিজস্ব গাড়ি ভাড়া করে যাই। ট্রেনে যাতায়াত করতে কতটা সময় লাগে তা আমার জানা নেই। তবে খুব বেশি সময় না পেলেও দুদিনের ছুটি নিয়ে দীঘাতে ঘুরতে যাওয়া খুবই সুবিধা। লিখতে লিখতেই আমার সত্যিই ইচ্ছে করছে ।আমি আর ঈশা যদি ছুটে দিঘাতে চলে যেতে পারতাম ।কতই না ভালো হতো। সত্যিই যদি দীঘাতে যাওয়ার প্ল্যানটা শুরু হয়ে যেত। তাহলে আমরা দুজনেই হয়তো অনলাইনে অনেক জামাকাপড় কেনার প্ল্যান করে ফেলতাম। আলমারি ঘাটলে বেড়াতে যাওয়ার জন্য কেনা প্রচুর জামা কাপড় পাওয়া যাবে। কিন্তু কোথাও ঘুরতে যাওয়া হয়না বলে সেগুলো পড়া হয়নি।
3.Share some significant sides of travelling.
আমি শুনেছি সমুদ্র সৈকতে নাকি প্রচুর মাছ পাওয়া যায়। যদিও ঈশা মাছ খেতে ভালোবাসে না। কিন্তু আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি। ঈশা পমফ্রেট মাছ খেতে খুব ভালোবাসে ।দিঘায় পমফ্রেট মাছ হল খুবই বিখ্যাত ।পমফ্রেট হল সামুদ্রিক মাছ। তাই আমরা দুজন প্রথমেই গিয়ে দিঘাতে মাছ খাওয়ার ইচ্ছে আছে।
আমি ঈশার সাথে ওল্ড দিঘা ও নিউ দীঘা দুই জায়গাতেই ঘুরতে যেতে চাই।আমি যেন এখনই স্পষ্ট আমার কল্পনায় দেখতে পাচ্ছি, ঘুম থেকে উঠেই বাল কণির দরজা খুলতেই সামনে সমুদ্র। তারপর ঈশার সাথে আমি সমুদ্র স্নান করতে যাচ্ছি। যদিও ও জল দেখে খুব ভয় পায়। আর আমিও পাই। তাও আমরা সমুদ্রের বেশি দূরে যাব না। সমুদ্র তীরবর্তী অঞ্চলের খুব কাছ থেকে এই সমুদ্রের ঢেউ এর স্নান করবো। আর দূর থেকেই সমুদ্র সৈকত উপভোগ করবো।
তারপর দুপুরবেলায় সামুদ্রিক মাছের স্বাদ নেব। বিকেল বেলার দিকে হয়তো দীঘার আশেপাশের বিচ গুলোতে ঘুরতে যাব। যেমন আমি শুনেছি তাজপুর নামক জায়গায় লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। ঈশা অনেক বার দিঘাতে গিয়েছে। ওর ঘরে দিঘার অনেক ছবিও আছে।
সুন্দর সুন্দর ছবিগুলি দেখে আমারও মনে হয়। ওই রকম জায়গায় গিয়ে আমি ওই রকম ছবি তুলি। তারপর বিকেলে সমুদ্রের ধারে কত দোকান নিয়ে বসে ওখানকার দোকানদারেরা। তাদের সামুদ্রিক জিনিস দিয়ে কত দারুন দারুন অরনামেন্টস এবং উপহার দেওয়ার মতো জিনিস ওরা বিক্রি করে। যারা যারা দীঘায় ঘুরতে গেছে তারাও আমাকে অনেকবার অনেক কিছু এনে দিয়েছে। আমারও খুব ইচ্ছা করে দীঘার ওই মার্কেট গুলো ঘুরতে যাওয়ার।
এর সাথেই সমুদ্রের হাওয়া সবথেকে বেশি আমাকে সমুদ্রের দিকে টেনে নিয়ে যায়। দিঘার সমুদ্রের তীরবর্তী অঞ্চলে জায়গাগুলিতে অর্থাৎ যেখানে বিচ সেখানে মানুষদের বসার জন্য অনেক সুন্দর করে জায়গা করে রাখা আছে। ঈশার সাথে বসে অনেক ধরনের গল্প করতে করতে আমি সেই পরিবেশ অনুভব করতে চাই। সত্যিই খুব ইচ্ছা করে, ব্যস্তপূর্ণ জীবনের মাঝখানে দুদিনের ছুটি নিয়ে এইরকম একা একা প্রিয় কোন মানুষের সাথে বেরিয়ে যেতে।
এই কনটেস্টে অংশগ্রহণ করতে পেরে আমি নিজের অনুভূতিগুলো হয়তো কেমন করে যেন সবকিছুই বলে ফেললাম। লিখতে লিখতে খুব কষ্ট হচ্ছে। সত্যিই যদি যেতে পারতাম। তবে যেদিন যাব আপনাদের জন্য অবশ্যই অনেক অনেক ছবি তুলে নিয়ে আসব। আর এই প্লাটফর্মে শেয়ার করব।
এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আমি তিনজনকে অনুরোধ জানাচ্ছি @isha.ish,@pinki.chak,@sampabiswas.
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 2/6) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit