The August#2 contest by @sduttaskitchen| My creation.

in hive-120823 •  4 months ago 

আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছে। আমিও ভালো আছি। আজকে আমি এই প্রথমবার কমিউনিটি কনটেস্ট অংশগ্রহণ করতে চলেছি।

কনটেস্ট এর টপিক দেখে ভাবলাম আমিও একটু চেষ্টা করে দেখি। আমি খুব ভালো আঁকতে পারি না ।অনেকদিন পর আজকে আঁকতে বসলাম। ভাবছিলাম পারবো না।অনেক চেষ্টা করে এঁকেছি। অনেক টা সময় লেগেছে।ছবি আঁকতে আমি খুব একটা ভালোবাসি না। অনেক দিন থেকেই আমার খুব ইচ্ছে ছিল কনটেস্ট অংশগ্রহণ করবার। যেহেতু ছবি আঁকার অভ্যাস নেই। তাই ভেবে পাচ্ছিলাম না কি আঁকবো। এখন শরৎকাল চলছে। কাশফুল আমার খুব ভালো লাগে। শরৎকাল মানেই পূজোর মৌসুম। সামনেই দুর্গাপূজা ।তাই ভাবলাম দুর্গাপূজার কিছু তুলে ধরি। আমি আজকে এঁকেছি একজন ঢাকি ঢাক বাজাচ্ছে। পিছনে কাশফুল ফুটে রয়েছে ।আর আকাশে শরৎ এর পেঁজা তুলোর মত মেঘ ভেসে বেড়াচ্ছে।

আমি এখানে শুধু রং পেন্সিল ব্যবহার করেছি। যেহেতু মাঝে মাঝে ছবি আঁকা হয় না ।তাই বরের অনেক দিনের পুরনো রং দিয়েই আজকে ছবি আঁকতে বসেছিলাম। গোলাপি রং আর হলুদ রং আমার খুব পছন্দের একটা রং। সবাই বলে আমাকে নাকি হলুদ আর গোলাপি রঙের জামা, কাপড় পড়ে দেখতে খুব সুন্দর লাগে। আমি এখানে গোলাপি রঙ টাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন আমি গোলাপি রঙটা বেশি হাইলাইট করেছি। ঢাকির পরনে গোলাপি রঙের ধুতি আর জামা।

আমি এমনি রং ছাড়া ফেব্রিক ,জল রঙ , এসব কিছুই করতে পারিনা। আমি ছবিটা মন থেকে এঁকেছি। জানিনা আপনাদের কেমন লাগবে। তবে এতদিন পর ছবি আঁকতে পেরে আমার খুব ভালো লেগেছে। ছবিটা বাড়ির সকলের খুব পছন্দ হয়েছে। শাশুড়ি তো ভীষণ খুশি হয়েছে। বৌমা এতদিন পর ছবি আঁকছে দেখে। আমাকে তো বলছিল মাঝে মাঝে এভাবে ছবি আঁকতে পারো। চলুন তাহলে স্টেপ বাই স্টেপ শুরু করি কিভাবে ছবি এঁকেছি।

IMG20240822165336.jpg

প্রথম ধাপ

প্রথমে আমি একটা ড্রয়িং খাতা , রং নিয়েছি। আর সাথে রুল আর রাবার।

IMG20240822171805.jpg

দ্বিতীয় ধাপ

এরপরে পেন্সিল দিয়ে আমি মানুষটাকে খানিকটা একে নিয়েছি।

IMG20240822172351.jpg

তৃতীয় ধাপ

খানিকটা আকার পর আমি ঢাক টাকে এঁকে নিয়েছি।

IMG20240822174508.jpg

চতুর্থ ধাপ

এরপরে আমি ঢাকি টার পা বাদে পুরো টা একেবারে একে নিয়েছি।

IMG20240822175227.jpg

পঞ্চম ধাপ

এরপর পুরো ঢাকি টাকে আঁকা সম্পূর্ণ হয়ে গেছে।

IMG20240822175804.jpg

ষষ্ঠ ধাপ

এবারে আমি ঢাকিটার পিছনে কিছু অংশ কাশফুল এঁকেছি। আর পিছনে যেমন গ্রাম্য পরিবেশ হয়। সেই রকমই তুলে ধরার চেষ্টা করেছি। আমার রুল পেন্সিল দিয়ে ছবি আঁকা সম্পূর্ণ হয়ে গেছে।

IMG20240822180416.jpg

সপ্তম ধাপ

এরপরে আমি ঢাকি টার জামাটাকে গোলাপি রঙ দিয়ে ভরাট করে নিয়েছি। যেহেতু আমার গোলাপি রং খুব পছন্দের একটা রং। তাই গোলাপি রঙটা তুলে ধরা চেষ্টা করেছি। এখানে আমি শুধু রং পেন্সিল ব্যবহার করেছি। জামাটা সম্পূর্ণ করার পর কাঁধে ঢাকের দড়ির অংশ টা আকাশি রং দিয়েছি।

IMG20240822181942.jpg

অষ্টম ধাপ

এবারে নিচের ঘাস গুলো সবুজ রং দিয়েছি। ঘাসের পিছনটা খানিকটা হলুদ রঙের সেট দিয়েছি। এছাড়াও ঢাকির কোমরে গামছা টা হলুদ রঙের দিয়েছি। হলুদ রং ও আমার প্রিয়।

IMG20240822183710.jpg

নবম ধাপ

পিছনে রং গুলো আমি আমার পছন্দ মত দিয়েছি। একটা গ্রাম্য পরিবেশ তুলে ধরার চেষ্টা করেছি।

IMG20240822194521.jpg

দশম ধাপ

কাশফুল গুলোকে আমি সাদা রং দিয়েছি। কাশফুল সাদা রঙের দেখতে বেশ ভালো লাগে।

IMG_20240822_203308.jpg

তৈরি

সমস্ত রং সম্পূর্ণ করার পর আমার ছবি তৈরি গেছে।

ছবিটা দেখে আমার তো পুজো পুজো মনে হচ্ছে। এরকম ঢাকের আওয়াজ শুনলেই মনে হয় পুজো আর বেশি দেরি নেই। ঢাকের আওয়াজ শুনতে আমার খুব ভালো লাগে। আশা করছি পুরো ছবিটাই আপনাদের কাছে ছবির মাধ্যমে তুলে ধরতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই দিদিকে। এত সহজ একটা টপিক রাখার জন্য। এইরকম সহজ টপিকের ওপর আমি আবার অংশগ্রহণ করার চেষ্টা করব। আমার মনে হয় সকলেরই এই টপিকের ওপর অংশগ্রহণ করা উচিত। আমি তিনজনকে অনুরোধ করব এই টপিকের উপর অংশগ্রহণ করবার জন্য @baizid123,@mdsahin111,@rubina203.

ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

দিদি প্রথম আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমিও আপনার মত কিছুই আঁকতে পারি না তবে চেষ্টা করব অংশগ্রহণ করার।

আপনি শুরুতেই বলছেন যে খুব একটা ভালো আঁকতে পারে না তবে আপনার আঁকা ছবি দেখে কিন্তু মনে হচ্ছে না যে আপনি আঁকতে পারেন না। প্রফেশনাল আটিস রা যেভাবে অঙ্কন করে ঠিক আপনি সেভাবেই ঢলকের ঢোল বাজনাটা ফুটিয়ে তুলছেন।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাল থাকবেন।

অনেক চেষ্টার পর ছবিটা সম্পূর্ণ করেছিলাম। ছবিটা ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।

It's beautiful congratulations 👏👏

Thank you

আপনার আঁকা ছবিটি দেখে মনে পড়লো,পুজোর আর খুব বেশি দিন সময় নেই। আসলে ব্যক্তিগত জীবনে এতো বেশি সমস্যার মধ্যে রয়েছি যে, পুজোর আনন্দ অনুভব করার অবকাশটুকুও পাই না। তবে আপনার এই ছবি আঁকা দেখে মনে পড়লো পুজো প্রায় চলেই এসেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। ভালো থাকবেন।

ধন্যবাদ দিদি আমার পোস্টটিতে এত ভালো কমেন্ট করার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ কনটেস্টে অংশগ্রহন করার জন্য।আপনার আঁকা ছবিটি মনে করিয়ে দিল ,পুজো আসতে আর বেশি দিন বাকি নেই!দিদি, আপনার আঁকা ছবিটি সত্যিই খুব সুন্দর হয়েছে !এই ধরনের ছবি আমার খুব ভালো লাগে। আমার না !দুর্গাপূজার ঢাকের শব্দ অনেক ভালো লাগে!
আপনার অংকনটি সুন্দরভাবে উপস্থাপনার জন্য আপনাকে ধন্যবাদ।

আমার পোস্টটিতে এতগুলো কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।