Wednesday 29 March 2023
আচ্ছালামো আলাইকুম।
আমি @mrnazrul আপনাদের বাংলাদেশী বন্ধু।
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি মহান আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
আলহামদুলিল্লাহ
আমিও সবার দোয়া নিয়ে মহান আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি।আমার জন্যও সবাই দোয়া করবেন, মহান আল্লাহ আমাকে ভালো থাকার তৌফিক দান করুন ,আমীন।
বসন্ত কালের শুরুর দিকে যে সব ফল গাছে, ফুল আসতে শুরু করে,সেসব গাছে এখন ফলের গুটি ও কচি কচি ফল শোভা পাচ্ছে।
এমনি এক বাসন্তী পরিস্থিতিতে, আমার বাড়িতে স্বেচ্ছায় গজিয়ে ওঠা আমের গাছটিও পিছনে পড়ে নাই। কয়েকদিন আগে কয়েকটি ডালে মুকুলের আনাগোনা দেখা গেলেও আজ তা ফলের গুটিতে পরিণত হয়ে ঝুলিয়ে ঝুলিয়ে শোভা পাচ্ছে।
বছর তিনেক আগের কথা। কোন এক মধুমাসে পাকা আমের স্বাদ নিয়ে ফেলিয়ে দেওয়া আটি থেকে আরও বেশ কয়েকটি গাছের সাথে এই গাছটি জন্মেছিল। অন্যান্য সকল গাছের মতো এই গাছটিও অনাদরে অবহেলায় আমার বারান্দার সামনে দল বেধে বড় হতে থাকে।
হাটি হাটি পা পা করে প্রায় তিনটি বছর পেরিয়ে সে যৌবনে পদার্পণ করলে প্রথম তার ডালের মাথায় হলুদ আভা রঙের মুকুল দেখা দিতে শুরু করে। আজ বসন্তের শেষের দিকে সেই হলুদ আভা রঙের মুকুল গুলো আজ গুটিতে পরিণত হইয়া আমের রূপ ধারণ করেছে।
ডালের মাথায় মাথায় কয়েকটি ঝোপায় আমগুলো কানের দুলের মত গাছের সাথে লটকিয়ে লটকিয়ে শোভা পাচ্ছে। গুটিগুলো এখনো অনেক ছোট থাকায় ঝুলিয়ে পড়তে আরো কয়েকদিন লাগবে বলে বোঝা যাচ্ছে।
পোস্টে প্রদর্শিত ছবিতে দেখা যাচ্ছে, বেশ কিছু গাছের সাথে এই আম গাছটি। আজ বিকাল তিনটার দিকে আমি যখন প্রতিদিনের মতো আমগাছটি দিকে খেয়াল করছিলাম ,সেসময় অন্যান্য আমের ডালে ঝোপার সাথে ,এই ঝোপাটি আমাকে বেশি করে আকৃষ্ট করে।
গাছের নিচে এলোমেলো কিছু টব ও ময়লা আবর্জনা থাকায়, এবং একই বয়সী একটি কদম গাছ সবাইরে পেরিয়ে উপরে উঠলে ,নিচের গাছগুলো এলোমেলো অবস্থায় ছায়াযুক্ত হয়ে পড়ে এবং বর্ধনে অনেকটাই ভাটা পড়ে যায়।
এলোমেলো গাছগুলির পশ্চিম পার্শ্ব ঘেঁষে দু'বছর আগে একটি ছোট্ট কলাগাছ লাগানো হলেও আজ তা একটি করার থোপে পরিনত হয়েছে। এ গাছগুলি কদম এবং কলা গাছের ছায়ায় নির্বিছিন্ন বর্ধন থেকে যে বঞ্চিত হচ্ছে তা বলাই বাহুল্য।
যাক সেসব কথা আজ আমি আপনাদের জন্য উপহার দিতে নিয়ে এসেছি আমার বারান্দার সামনে অবহেলা অনাদরে বেড়ে উঠা আমগাছটির প্রথম আম ধরার বেশ কিছু এলোমেলো ফটোগ্রাফি।
ফটোগ্রাফি গুলো কয়েক ঘন্টা আগে অর্থাৎ আজকেই বিকালে আমার মোবাইল ক্যামেরায় ধারণ করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এই পোস্ট লিখছি।
আমরা সবাই মনে করি যে নিজের হাতে কোন কিছু গড়ে তুলে তার ছবিসহ করে অনলাইনে প্রকাশ করার মজাই আলাদা।
শেষ সময় হাতের কাছে ঝুলে পড়া আমের ঝোপাটির কয়েকটি ছবি তুলতে আমিও যেন সেই তিন বছর পূর্বের আটি ফেলানোর বিষয়'টিতে আবার পুরো ভাবে পুনরায় চোখের সামনে দেখছি।
আশা করি আপনাদের ভালো লাগতে পারে। সেই সাথে সবুজ প্রকৃতির শ্রদ্ধা জানানোর দৃশ্যটি একেবারেই মনের গহীনে নাড়া দিতে পারে।
বন্ধুরা
এই ছিল আমার নিজ হাতে লাগানো আম গাছে আম ধরার ফটোগ্রাফি ও কিছু কথা।
Photographer | @mrnazrul |
---|---|
Capture | One by One |
Device | Handset |
Category | Nature Photography |
Location | Bangladesh |
We support quality posts anywhere and any tags.
Curated by : @loloy2020
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লাগানো গাছে প্রথম আম ধরেছে বিষয়টা জানতে পেরে অনেক বেশি খুশি হলাম এবার আসলে পর্যাপ্ত পরিমাণে আমের ফলন দেখা যাচ্ছে ইনশাল্লাহ এবার অনেকেই বেশি আম খেতে পারবে এটাই স্বাভাবিক।
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমানে আমের গাছের ফল ব্যাপক হারে দিয়েছে তবে আর কয়েকদিন পর দেখবেন হালকা বাতাস এবং বৃষ্টি তে অনেক ফল ঝড়ে যাবে ৷ তারপরও যেগুলো ফল থাকবে এগুলাই অনকেই খেতে পারবে ৷ যাই হোক ভাই আপনার আমের ফটোগ্রাফি গুলো খুবই ভালে লাগলো ৷ অপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর আমের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক ভাগ্যবান যে নিজের হাতে বাগানে আম গাছ লাগিয়েছিলেন এবছরে প্রথম আম ধরছে। এটা সত্যি খুশির খবর আপনি ধীরে ধীরে আরো বেশি করে ফলের গাছ লাগান। তাহলে আপনার বাগান দেখতে আরো সুন্দর লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি,গাছ লাগার আগ্রহ আমার ছোট বেলার।তবে আজকাল আর তেমন করে করা যায়না।তবে কিছু কিছু ক্ষেত্রে করতে হয়।ভাল বলেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit