প্রিয় কমিউনিটির সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। দেখতে দেখতে ২০২৪ টা কেমন দ্রুতই কেটে গেল তাইনা? কত স্মৃতি, কত হাসি-কান্নার মধ্য দিয়ে আমরা আরো একটি বছর পার করে ফেললাম, আর একদিন পরই নতুন আরেকটি বছর শুরু হবে। ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে এখন পুরাতন ক্যালেন্ডারটা দেয়াল থেকে নামিয়ে নিতে হবে। নতুন ক্যালেন্ডার পুরাতনের জায়গা দখল করে নিবে। সময় কতটা নিষ্টুর তা সময়ই বলে দিবে। আজকে আমি ২০২৪ এর এই সময় এ করা আমার সেরা ২৪ টি ফটোগ্রাফি দিয়ে ব্লগটি সাজিয়েছি। প্রতিটি ছবি একেবারেই সাধারণ, তারপরেও যদি আপনাদের সময় হয় একবার ছবি গুলোতে চোখ বুলিয়ে নিবেন, কোন কোন ছবি আপনার ভালো লেগেছে জানাবেন
এই ছবিটি ২০২৪ এর একেবারে শেষের দিককার। আমার বাগান বিলাস, হ্যাঁ নিজ হাতে অনেক লালন পালন করে অবশেষে ফুল এসেছে, রাঙিয়ে দিয়েছে বছরের শেষটা, এ যেন এক টুকরো জান্নাত। ছবিটি আমার নিকন ক্যামেরায় ধারণ করা।
এই ছবিটাও আমার অত্যন্ত পছন্দের। সূর্য কে ল্যাম্পপোস্টের লাইট বানানোর ক্ষুদ্র প্রয়াস। Device-Nikon
হৃদয় নাড়া দেবার মতন একটি ছবি। অধিক শোকে মানুষ যে পাগল হয়ে যায় তারই প্রতিচ্ছবি। মোবাইলে ধারণকৃত
সূর্যস্তের যত ছবি তুলেছি এবছর, এর মধ্যে এই ছবিটি আমার কাছে সবথেকে প্রিয়। মোবাইল ক্যামেরায় ধারণ করা।
ঢেড়স ফুল যে এত সুন্দর হয় তা এই ছবি না ক্যাপচার করলে জানতে পারতাম না। Device: Nikon
পায়রা দেখলে নিজেকে এখনো সেই পাগল প্রেমিক মনে হয়। আহা কি সুন্দর দিন ছিল, প্রেম সুন্দর প্রকাশিত হবার আগ অব্দি। নিকন ক্যামেরায় ধারণ করা।
আমার দ্বিতীয় ফটোগ্রাফি আর ৬ নম্বরের করো ফটোগ্রাফিটি ভীষণ ভালো লেগেছে। এছাড়া প্রত্যেকটি ফটোগ্রাফি, খুব সুন্দর হয়েছে। আপনার মেয়ের ছবিটি ভীষণ সুন্দর লাগছে ।সকলের জীবনে তার সন্তানরা সবার আগে। তাই আপনার মেয়ের ফটোগ্রাফি টি সবার আগে আমার ও ভীষণ ভালো লেগেছে। আপনার মেয়ের নাম কি ভীষণ সুন্দর। কালকের পোস্টে বাদবাকি বারোটি ফটোগ্রাফি দেখার অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। এত সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। দেখে অনেক ভালো লাগলো ভাই, অনেক সুন্দর ভাবে আপনি ছবি উঠাতে পারেন। বিশেষ করে আমার ১ নং ২ নং ৬ নং এই ছবিগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। ভালো থাকবেন ,সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর একটা ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য প্রথমেই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মন ভরে গেল। আপনার তোলা ছবিগুলোর মধ্যে বিশেষ করে সাত নম্বর ফটোগ্রাফিটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি মনে করি নওগাঁ জেলার এরকম দৃশ্য বাংলাদেশের আর কোন জেলায় নেই। পরবর্তী বাকি ১২টি ফটোগ্রাফি দেখার জন্য অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে, হ্যা এটা সত্য যে এত গুলো তালগাছ একই রাস্তায় বাংলাদেশে আর নেই, আর এই কারণেই এই যায়গাটা এত জনপ্রিয়। আমার ও খুব পছন্দের একটা জায়গা। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ ছবি এবং চমৎকার বর্ণনা! প্রতিটি ছবিতেই যেন জীবনের একটা বিশেষ মুহূর্ত ধরা পড়েছে। আপনার বাগানের ফুল থেকে শুরু করে সূর্যাস্তের সৌন্দর্য, মেয়ে মেহেকের মিষ্টি মুহূর্ত থেকে স্মৃতিময় রাস্তা সবকিছুই হৃদয় ছুঁয়ে যায়। বিশেষ করে ঢেঁড়স ফুল আর ফড়িংয়ের ছবিগুলো যেন শৈশবের কথা মনে করিয়ে দিল। ধন্যবাদ আমাদের এই সৌন্দর্য উপভোগের সুযোগ করে দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আমরা এই ২০২৪ সালে কত কিছু হারিয়েছি কত কিছু পেয়েছি সবকিছু মিলিয়েই আমাদের এই সালটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল হাজার চেষ্টা করলেও কিন্তু ওই সালের একটা সেকেন্ড আমরা ফিরিয়ে আনতে পারব না তবে ২০২৪ সালের আপনার শ্রেষ্ঠ ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ হয়েছে যেটা দেখে মুগ্ধ হয়ে গেলাম পরবর্তী পর্ব দেখার অপেক্ষায় রইলাম অবশ্যই ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit