আমার করা ২০২৪ এর সেরা ২৪ টি ফটোগ্রাফি|| পর্ব-১

in hive-120823 •  4 days ago 

প্রিয় কমিউনিটির সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। দেখতে দেখতে ২০২৪ টা কেমন দ্রুতই কেটে গেল তাইনা? কত স্মৃতি, কত হাসি-কান্নার মধ্য দিয়ে আমরা আরো একটি বছর পার করে ফেললাম, আর একদিন পরই নতুন আরেকটি বছর শুরু হবে। ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে এখন পুরাতন ক্যালেন্ডারটা দেয়াল থেকে নামিয়ে নিতে হবে। নতুন ক্যালেন্ডার পুরাতনের জায়গা দখল করে নিবে। সময় কতটা নিষ্টুর তা সময়ই বলে দিবে। আজকে আমি ২০২৪ এর এই সময় এ করা আমার সেরা ২৪ টি ফটোগ্রাফি দিয়ে ব্লগটি সাজিয়েছি। প্রতিটি ছবি একেবারেই সাধারণ, তারপরেও যদি আপনাদের সময় হয় একবার ছবি গুলোতে চোখ বুলিয়ে নিবেন, কোন কোন ছবি আপনার ভালো লেগেছে জানাবেন

📸 ফোটোগ্রাফি নং:- ০১ 📸
DSC_0563.JPG

এই ছবিটি ২০২৪ এর একেবারে শেষের দিককার। আমার বাগান বিলাস, হ্যাঁ নিজ হাতে অনেক লালন পালন করে অবশেষে ফুল এসেছে, রাঙিয়ে দিয়েছে বছরের শেষটা, এ যেন এক টুকরো জান্নাত। ছবিটি আমার নিকন ক্যামেরায় ধারণ করা।

📸 ফোটোগ্রাফি নং:- ০২ 📸
DSC_0887.jpg

এই ছবিটাও আমার অত্যন্ত পছন্দের। সূর্য কে ল্যাম্পপোস্টের লাইট বানানোর ক্ষুদ্র প্রয়াস। Device-Nikon

📸 ফোটোগ্রাফি নং:- ০৩ 📸
20240403_082700.jpg

হৃদয় নাড়া দেবার মতন একটি ছবি। অধিক শোকে মানুষ যে পাগল হয়ে যায় তারই প্রতিচ্ছবি। মোবাইলে ধারণকৃত

📸 ফোটোগ্রাফি নং:- ০৪ 📸
20241108_174221.jpg

সূর্যস্তের যত ছবি তুলেছি এবছর, এর মধ্যে এই ছবিটি আমার কাছে সবথেকে প্রিয়। মোবাইল ক্যামেরায় ধারণ করা।

📸 ফোটোগ্রাফি নং:- ০৫ 📸
DSC_0467.jpg

ঢেড়স ফুল যে এত সুন্দর হয় তা এই ছবি না ক্যাপচার করলে জানতে পারতাম না। Device: Nikon

📸 ফোটোগ্রাফি নং:- ০৬ 📸
DSC_0045.jpg

পায়রা দেখলে নিজেকে এখনো সেই পাগল প্রেমিক মনে হয়। আহা কি সুন্দর দিন ছিল, প্রেম সুন্দর প্রকাশিত হবার আগ অব্দি। নিকন ক্যামেরায় ধারণ করা।

📸 ফোটোগ্রাফি নং:- ০৭ 📸
20240225_172455.jpg
একটি বিখ্যাত রাস্তা। ১ কিলোমিটার এর বেশি রাস্তা জুড়ে দুপাশে সাড়িবদ্ধ তালগাছ। গ্রামে গেলেই একবার হলেও এই রাস্তা ঘুরে আসি। ঘঘুডাংগা, নওগাঁ। মোবাইলে ধারণকৃত
📸 ফোটোগ্রাফি নং:- ০৮ 📸
DSC_0460.JPG
আমার কাছে সেরা মডেল সে, মেহেক আমার মেয়ে। মাশাল্লাহ বলতে ভুলবেন না।
📸 ফোটোগ্রাফি নং:- ০৯ 📸
DSC_0058.jpg
ফড়িং, ছোটবেলায় হেলিকপ্টার বলতাম, না বুঝে এর লেজে অনেকবার সূতা পেচিয়ে দিয়েছি, এখন বুঝি এটা মোটেও উচিত ছিলনা।
📸 ফোটোগ্রাফি নং:- ১০ 📸
20240504_182957.jpg
ঢাকার যমুনা শপিং মলের এই ছবিটা না বুঝেই তুলেছিলাম। তবে এটা আমার খুব ভালো লেগেছে, চমৎকার নির্মাণশৈলী। শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে।
📸 ফোটোগ্রাফি নং:- ১১ 📸
DSC_0432.JPG
আমার ছাদ বাগানে আমার হাতে লাগানো গাছের লাউ বলেই হয়তো এই ছবিটা আমার প্রিয়।
📸 ফোটোগ্রাফি নং:- ১২ 📸
20240601_182439.jpg
এই ছবিটা মেয়ে আর গিন্নিকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে ক্যাপচার করা। ২০২৪ এর সেরা ট্রিট ছিল।
📸দেখতে দেখতে ২০২৪ এ আমার করা সেরা ছবির ১২ টি দেখে ফেললাম। আমি ২৪ টি ফটোগ্রাফি কে ২ টি পর্বে ভাগ করে ব্লগটি সাজিয়েছি, যার প্রথম পর্বে ছিল এই ১২ টি ছবি। বাকি ১২ টি ছবি আমি আগামীকাল ২য় পর্বে দেখাবো। দেখার আমন্ত্রন জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি। 📸
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার দ্বিতীয় ফটোগ্রাফি আর ৬ নম্বরের করো ফটোগ্রাফিটি ভীষণ ভালো লেগেছে। এছাড়া প্রত্যেকটি ফটোগ্রাফি, খুব সুন্দর হয়েছে। আপনার মেয়ের ছবিটি ভীষণ সুন্দর লাগছে ।সকলের জীবনে তার সন্তানরা সবার আগে। তাই আপনার মেয়ের ফটোগ্রাফি টি সবার আগে আমার ও ভীষণ ভালো লেগেছে। আপনার মেয়ের নাম কি ভীষণ সুন্দর। কালকের পোস্টে বাদবাকি বারোটি ফটোগ্রাফি দেখার অপেক্ষায় রইলাম।

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। এত সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। দেখে অনেক ভালো লাগলো ভাই, অনেক সুন্দর ভাবে আপনি ছবি উঠাতে পারেন। বিশেষ করে আমার ১ নং ২ নং ৬ নং এই ছবিগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। ভালো থাকবেন ,সুস্থ থাকবেন।

Loading...

এত সুন্দর একটা ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য প্রথমেই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মন ভরে গেল। আপনার তোলা ছবিগুলোর মধ্যে বিশেষ করে সাত নম্বর ফটোগ্রাফিটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি মনে করি নওগাঁ জেলার এরকম দৃশ্য বাংলাদেশের আর কোন জেলায় নেই। পরবর্তী বাকি ১২টি ফটোগ্রাফি দেখার জন্য অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।

ধন্যবাদ আপনাকে, হ্যা এটা সত্য যে এত গুলো তালগাছ একই রাস্তায় বাংলাদেশে আর নেই, আর এই কারণেই এই যায়গাটা এত জনপ্রিয়। আমার ও খুব পছন্দের একটা জায়গা। ধন্যবাদ।

অসাধারণ ছবি এবং চমৎকার বর্ণনা! প্রতিটি ছবিতেই যেন জীবনের একটা বিশেষ মুহূর্ত ধরা পড়েছে। আপনার বাগানের ফুল থেকে শুরু করে সূর্যাস্তের সৌন্দর্য, মেয়ে মেহেকের মিষ্টি মুহূর্ত থেকে স্মৃতিময় রাস্তা সবকিছুই হৃদয় ছুঁয়ে যায়। বিশেষ করে ঢেঁড়স ফুল আর ফড়িংয়ের ছবিগুলো যেন শৈশবের কথা মনে করিয়ে দিল। ধন্যবাদ আমাদের এই সৌন্দর্য উপভোগের সুযোগ করে দেওয়ার জন্য।

আসলেই আমরা এই ২০২৪ সালে কত কিছু হারিয়েছি কত কিছু পেয়েছি সবকিছু মিলিয়েই আমাদের এই সালটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল হাজার চেষ্টা করলেও কিন্তু ওই সালের একটা সেকেন্ড আমরা ফিরিয়ে আনতে পারব না তবে ২০২৪ সালের আপনার শ্রেষ্ঠ ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ হয়েছে যেটা দেখে মুগ্ধ হয়ে গেলাম পরবর্তী পর্ব দেখার অপেক্ষায় রইলাম অবশ্যই ভালো থাকবেন।