সবাইকে সালাম,শুভেচ্ছা ও ভালবাসা জানিয়ে শুরু করছি।
বছরে শুরুতে নানা ধরণের ব্যস্ততার কারণে বেশ কিছুদিন সব কিছু থেকে দূরে ছিলাম। সেই অর্থে ২০২৫ সালে অর্থাৎ নতুন বছরে আজকেই প্রথম লিখতে বসা। যদিও নতুন বছরের শুরুটা অনেক ভালোভাবে করতে চেয়েছিলাম, কিন্তু তা আর হয়ে ওঠে নি। আজকে শুরু করছি নতুন বছরের প্রথম দিনটির ডায়েরি শেয়ার করার মাধ্যমে।
১লা জানুয়ারি ২০২৫, নতুন আরো একটি বছরকে আমরা বরণ করে নিয়েছি। সকাল সকাল অফিসে গিয়ে সারপ্রাইজ হিসেবে পেলাম নতুন বছরের শুভেচ্ছা, চকলেট আর সুন্দর একটা পানির পট আর একটা চাবির রিং। অফিস থেকে সবাইকে এই গিফট গুলো দেয়া হয়েছে নববর্ষ উপলক্ষে। গিফট পেতে সব সময়ই অনেক ভালো লাগে, আর যদি সাথে চকলেট আর এত সুন্দর পানির পট পাওয়া যায় তাহলে তো সেটা সোনায় সোহাগা।
সারা অফিস জুড়েই একটা আমেজ, সবাই সবার সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় শেষে কাজ শুরু করলাম। প্রথম দিন তেমন কোন কাজ নেই, সারাদিন ব্যাপী নানা প্রোগ্রামের আয়োজন রয়েছে অফিসে। কাজের ফাকে একবার ছাদে গিয়ে দেখি এলাহী কান্ড, সুন্দর করে পুরো অফিসের ছাদে লাইটিং করা হয়েছে, খেলাধূলার আয়োজন করা হয়েছে।
দুপুরে স্পেশাল লাঞ্চ ছিল। খাবার খেয়ে নামাজ পড়ে আমরা সবাই মিলে ফটোশ্যূট করলাম। বিকেলের দিকে শুরু হলো মূল অনুষ্টান। প্রথমে অফিসের ইনহাউজ শিল্পিরা গান পরিবেশন করলো, এর পর ব্যান্ডদল পারফর্ম করলো। সন্ধ্যাবেলা পুরো ছাদ এর লাইটিং দেখতে দারুণ লাগছিল, সাথে সুন্দর গানের পরিবেশনা। তবে সব থেকে মজা হয়েছে বাস্কেটবল খেলায়। পাশাপাশি ডার্ট গেইম টাও অনেক মজার হয়েছে।
তবে সবথেকে আকর্ষণীয় ছিল বারবিকিউ পার্টি। চিকেন বারবিকিউ সাথে বাটার নান এর মজার স্বাদ যেন এখনো মুখে লেগে আছে।
অনুষ্টান শেষ হলো রাত ৯ টায়। এদিকে আমি ২ তারিখ ছুটিতে থাকবো, মামাতো ভাই এর বিয়ে। তাই অনুষ্টান শেষ করে অফিসের গাড়ী নিয়ে সোজা চলে গেলাম কমলাপুর। আমার ট্রেন ছিল ১১ টা ৩০ , যদিও ট্রেন লেইট করায় ১ তারিখের যাত্রা শুরু করলাম ২ তারিখে।
উত্তরবঙ্গ যাবো বলে সেরকম ভাবে প্রস্তুতি নিয়ে বের হলাম, জানি যে সেখানে হিমালয়ের ঠান্ডা আমার জন্য অপেক্ষা করছে। বছরের প্রথম দিনে ছুটি নিয়ে এমন ট্রেন যাত্রা এর আগে মনে হয়না করেছি, সে দিক থেকে ১ তারিখের রাতটা আমার জন্য স্মরনীয় হয়েই থাকবে।
২-৪ তারিখ অব্দি টানা তিন দিন ছুটি, পুরোটা সময় বিয়ের অনুষ্টানে কাটিয়েছি, সেই অভিজ্ঞতা অন্য একদিন শেয়ার করবো। সেই অব্দি সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মত এখানেই বিদায়।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ যে সকল বিষয় চেষ্টা করে আসলে কিন্তু সেটা কখনোই হয়ে ওঠে না আপনিও আপনার নতুন দিনটা অনেক বেশি সুন্দর ভাবেই কাটাতে চেয়েছেন তবে পরিবারের সাথে কাটিয়েছেন এর চাইতে বড় কথা আর কিছুই হতে পারে না আপনার অফিসে নতুন বছরকে ঘিরে অনেক সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উত্তরবঙ্গে আমাদের এখানের সাইডে ঠান্ডার পরিমাণটা অনেক বেশি তাই আপনি সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিয়েছেন নিশ্চয়ই আপনি আপনার মামাতো ভাইয়ের বিয়ে তো অনেক বেশি আনন্দ করেছেন ধন্যবাদ আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম আপনি ব্যস্ততার মধ্য দিয়ে দিনটি কাটিয়েছেন। এছাড়াও জানতে পারলাম আপনি আপনার অফিস এর প্রোগ্রাম ও যোগ দান করেছিলেন। অফিসের প্রোগ্রামের আয়োজনটি খুব ভলো ছিল। সত্যি বছরের শুরুতে অফিস থেকে এই রকম সারপ্রাইজ পেলে কাজের গতি অনেকটা বেড়ে যায়।
আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit