সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।
কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আবারো একটি দিনের ডায়েরি শেয়ার করবো বলে লিখতে বসেছি। আজকে শেয়ার করবো ২৫শে ডিসেম্বর এর কাটানো দিনটির দিনালিপি।
![]() |
---|
২৫ ডিসেম্বর, খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উঠসবের দিন। এই দিন টি উপলক্ষে আমাদের অফিস ও একদিনের ছুটি, তাই সকাল বেলা হুম থেকে ঊঠে অফিসে যাবার আজ আর কোন তাড়া নেই। ভেবেছিলাম অনেক সকাল অব্দি ঘুমাবো, কিন্তু ভোর ৪টা বাজে আমার শালাবাবু কল দিয়ে ঘুম ভাংগালো। আজকে সে গ্রাম থেকে ঢাকায় এসেছে, এত ভোর বেলা কাউন্টার সব বন্ধ তাই ওকে বললাম বাসেই বসে থাকতে
![]() |
---|
ফজরের আজান হলে আমি এপসের মাধ্যমে সিএনজি কল করলাম। শালা বাবুকে সিএঞ্জি ড্রাইভারের নাম্বার দিয়ে পিক করালাম, সে বাসায় আসতে আসতে ৬ টা পার হয়ে গেল। সকাল সকাল গাট্টি গোট্টা নিয়ে দুজন মিলে টেনে বাসায় তুললাম। গ্রাম থেকে কেউ আসা মানেই অনেক কিছু নিয়ে আস্তে হবে, সেটা যত কষ্ট করেই হোক।
![]() |
---|
অফিস নেই মানেই আমাদের খেলা থাকবে। তবে আজকের খেলা একটু দেরিতে শুরু হবে। ঠান্ডার কারণে মাঠে আসতে সবাই ইদানীং দেরি করে, তাই আমাদের খেলা শুরুর সময় দেয়া ছিল সকাল ১০ টায়। ভেবেছিলাম আবারো ঘুমাবো, তবে আর ঘুম এলো না, গিন্নি দেখলাম খিচুরি রান্না বসিয়েছে। সকাল সকাল হাসের ডিম আর খিচুরি দিয়ে সকালের নাস্তা করলাম সবাই মিলে। গ্রাম থেকে আসার সময় শালাবাবু অনেক গুলো হাস মুরগীর দেশি ডিম নিয়ে এসেছে।
![]() |
---|
নাস্তা শেষে মেয়েকে নিয়ে চলে গেলাম মাঠে। এই মাঠে আর কয়েকদিন পর ফুটবল।টুর্নামেন্ট শুরু হবে, তাই মাঠ সংস্কার এর কাজ চলছে। আমরা মাঠের এক পাশে খেলা শুরু করলাম। মেয়ে তার বান্ধবীকে নিয়ে খেলছে। মাঠে নিয়ে আসা।মানেই তারা দুজনে মাটি আর বালু দিয়ে রান্নাপাতি খেলবে।
![]() |
---|
![]() |
---|
মাঠ থেকে ফিরে দুপুরে স্নান করিয়ে দিয়ে ঘুমিয়েছিলাম। সন্ধ্যার দিকে গিন্নিকে বললাম।চিতই পিঠা আর হাসের মাংস রান্না করতে, শীত চলে এলো কিন্তু খাওয়া হলো না দুজন মিলে চিতই আর হাস ভূনা করলাম। খেতে বসবো ঠিক সেই সময় কলিং বেলের শব্দ। দরজা খুলেই দেখি ছোট ভাই হাজির। মজা করে বললাম হাসের মাংসের গন্ধ পেয়ে ছুটে এলো নাকি।
![]() |
---|
সবাই মিলে অনেক মজা করে খেলাম। শীতের মজা যেন এই ঝাল হাসের মাংস ভূনাতেই লুকিয়ে থাকে। একদিকে খাবেন আর নাক,মাথা ঘেমে যাবে। সব মিলিয়ে আজকের সারাটা দিন খুব সুন্দর ছিল বিশেষ করে রাতের বেলা শালাবাবু, ছোট ভাই।মিলে।মেলাদিন পর আড্ডা হলো। দারুণ একটা দিন পার করলাম।
দারুণ একটি দিন কাটিয়েছেন দেখে ভালো লাগলো! গ্রাম থেকে আনা দেশি ডিম, মাঠে খেলা, আর চিতই পিঠা-হাঁসের মাংসের ঝাল ঝাল ভুনা সব কিছুতেই শীতের আমেজ যেন পরিপূর্ণ। পুরো বর্ণনাটি পড়ে মুগ্ধ হলাম। ধন্যবাদ সুন্দর একটি দিন ভাগ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ, শীত শুরু হলেও শহরে তেমন একটা প্রকোপ বোঝা যাচ্ছে না। শীত বোঝা না গেলেও শীতের খাবার পিঠা এগুলো তো মিস করা যাবে না। তাই ঝাল হাসের ভুনা দিয়ে চিতই পিঠা খাওয়ার আয়োজন। ধন্যবাদ আমার ডায়েরি পড়ে সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই ,এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। ঠিকই বলেছেন ভাই হাসের মাংস যদি ঝাল ঝাল করে না রান্না করা হয় তাহলে মাংসের মজাই চলে যায় । আর গ্রামের বাড়ি থেকে হাঁসের ডিম আনা এটা আলাদা একটা অনুভূতি। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো । ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসং্খ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে এত সুন্দর মন্তব্যের জন্য। শীত কাল মানে চিতই পিঠা আর হাসের ঝাল ভুনার কম্বিনেশন চাই চাই। শহরে দেশি ডিম বলে চাষের ডিম ধরিয়ে দেয়, তাই সাদ কিছুটা তারতম্য থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit