Better life with steem || The Diary Game || 26th September, 2024 ||

in hive-120823 •  2 months ago 

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি

20240926_075522.jpg

Cover Photo


২৬ সেপ্টেম্বর ২০২৪, নানা কারণে আজকের এই দিনটি স্যোসাল মিডিয়ায় বহুল আলোচিত। একদিনেই কেউ নাকি মিলিয়নিয়ার আবার কেউ বিলিয়নিয়ার হবার স্বপ্ন দেখছে। স্বপ্ন কতটুকু সত্য হবে না সবারই জানা, আলেয়ার পেছনে তবু সবাই ছুটছে। তবে আমাকে ছুটতে হচ্ছে জীবিকার তাগিদে। তাইতো সাঝ সকালে ঊঠেই অফিসে যাবার জন্য প্রস্তুতি নেয়া।

20240926_075224.jpg

সকালের নাস্তা

মেয়ের স্বাস্থ্যের একটু উন্নতি হয়েছে আগের থেকে সে একটু সুস্থ। তাইতো আজকে সকালে আবার নাস্তা জুটলো আমার কপালে। সকাল সকাল গিন্নী আজকে লুচি আর সেমাই রান্না করেছে। নাস্তা খেয়ে সোজা অফিসের পথে রওনা হলাম। সারা রাতেই গুড়িগুড়ি বৃষ্টি৷ হলেও সাড়ে সাতটার দিকে তা বন্ধ হল। বাইক নিয়ে ৮ টার পর বের হলাম, কিন্তু মাঝপথে আবারো বৃষ্টি এলে বাইক রাস্তায় রেখে নতুনবাজারে একটি দোকানে আশ্রয় নিলাম।

20240926_084646.jpg

অফিস যাবার পথে বৃষ্টির বাধা

প্রায় এক ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টি, অফিসে প্রায় ৪০ মিনিট পরে পৌছোলাম। সপ্তাহের শেষদিনে সব সময় ই একটু কাজের চাপ বেশি থাকে, এই দিনেও ব্যতিক্রম ছিল না। কাজ শেষ করে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ শেষে কলীগরা মিলে গেলাম গুলশান ১ এর এপেক্স ফ্ল্যাগশিপ শোরুমে।

20240926_155934.jpg

আজকে ২৬ সেপ্টেম্বর এপেক্সের ফাউন্ডার ডে উপলক্ষে সকল প্রডাক্টে ২৬% ফ্ল্যাট ডিস্কাউন্ট ছিল। আমরা সবাই কমবেশি কিছু না কিছু কিনলাম। খুব সুন্দর ভাবে সাজানো গুছানো এই শোরুম। এক পাশে ফুটওয়্যার প্রডাক্ট, আরেক পাশে এপারেল প্রডাক্ট।

20240926_134743.jpg
20240926_134749.jpg

আমরা পুরো শোরুম ঘুরে ঘুরে পছন্দের জিনিস খুজতে লাগলাম। কেউ নিল জুতা, কেউ বেল্ট আবার কেউ শার্ট-প্যান্ট। এমন অফার বছরে এই একদিন ই পাওয়া যায়, যদিও এই পোস্ট যখন লিখছি তখন জানতে পারলাম এই অফার ২৭ তারিখেও চলবে।

20240926_134804.jpg
20240926_134544.jpg20240926_134533.jpg
20240926_095110.jpg

নিজের জন্যে কেনা শার্ট

আমি নিজের জন্যে একটা শার্ট কিনলাম, দাম নিল ৬০০ টাকা। কেনাকাটা শেষ করে আবারো অফিসে ফিরলাম। বকিটা সময় কাজের মধ্যেই কেটে গেল।

বাসায় ফেরার পথে উত্তরবাড্ডাতে পেলাম প্রায় এক ঘন্টার জ্যাম। ঢাকা শহরে হটাৎ করেই এত পরিমাণ জ্যাম বেড়েছে যে বলে বোঝানো যাবে না। এখনো ট্রাফিক পুলিশ ব্যবস্থা ঠিক হয় নি, আল্লাহর ওয়াস্তে চলিলাম অবস্থা।

20240926_193004.jpg

জ্যামে আটকে থাকা যেন খুব স্বাভাবিক

জ্যাম ঠেলে বাসায় ফিরতে ফিরতে প্রায় ৮ টা বেজে গেল। ফেরার পথে মেয়ের জন্যে ডালিম আর মাল্টা কিনে বাসায় ফিরলাম।

20240926_121840.jpg

বাসায় এসে ফ্রেশ হয়ে মেয়েকে নেবুলাইজড করে দিয়ে তার প্রিয় ইলিশ মাছ দিয়ে ভাত খাইয়ে দিলাম। এর পর নিজেরাও খেয়ে গিন্নিকে আমার কেনা শার্ট দেখালাম। মেয়েরা শপিং করতে ভালোবাসে, তাকে কথা দিলাম মেয়ে সুস্থ হলে তাদেরকে নিয়ে শপিং এ বের হবো। মেয়ে পারলে এই রাতেই শপিং এ বের হবে এমন অবস্থা। অনেক বুঝিয়ে তাকে ঘুম পাড়িয় দিলাম, সাথে আজকের দিনের ইতি টানলাম।


Post Details

CameraSamsung M31
LocationDhaka,Bangladesh

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...