Better Life with Steem|| The Diary Game||28th august 2024

in hive-120823 •  9 months ago  (edited)
"সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি"

অনেকদিন ধরে দিনালিপি শেয়ার করা হয় না, তাই ভাব্লাম আজকে লিখতে বসি। আসলে কর্মব্যস্ত দিনগুলি সবসময় প্রায় একই রকম ভাবে কেটে যায়, তাই অনেক সময় লিখতে গিয়ে দেখি, কি ব্যাপার এগুলো তো সব আগেই জানিয়েছি, নতুন করে আর কি লিখবো?

20240829_092715.jpg

Cover Photo

তবে গতকালের দিনটা একটু ভিন্ন ছিল। একদম ভোর বেলা ঘুম থেকে ঊঠেই সিএনজি করে এয়ারপোর্ট রেলস্টেশনে চলে গেলাম। সাথে ছিল শাসুড়ি মা আর ছোট শ্যালক। তাদেরকে ট্রেন তুলে দিয়ে আমি অফিসের পথে ছুটলাম। এই স্টেশনের নাম যখন বলি তখন অনেকেই মনে হয় হাসে, এ আবার কেমন নাম? এয়ারপোর্ট স্টেশন অথচো বিমানে তুলে না দিয়ে ট্রেনে ? এই স্টেশনের নাম নিয়ে নতুনরা একটু বিভ্রান্ত হলেও আমরা এটাতে অভ্যস্ত।

20240828_064023.jpg

ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন

বিমানবন্দরের সামনে থেকে বাসে চেপে আমি প্রথমে মহাখালী আমতলি তে চলে এলাম। নিচে নেমেই চোখ আটকে গেল মহাখালী ফ্লাইওভারে ছাত্রদের করা নকশা দেখে। পুরো ফ্লাইওভারটাই রঙ বেরং এর ফুল ও নকাশা দিয়ে আকা হয়েছে। দারুন লাগছে দেখতে।

20240828_074721.jpg
20240828_074728.jpg

মহাখালী ফ্লাইওভার নতুন সাজে সেজেছে

আমি মহাকাহালী থেকে বিআরটিসে বাসে চেপে গুলশান ১ চত্বরে চলে এলাম। বাসা থেকে নাস্তা করে বের হলেও কেন জানিনা খিদে লেগেছিল। আশেপাশে কোন খাবারের দোকান তখনও খুলে নি। সময় তখন কেবল ৮ টা। কি আর করার হাটতে শুরু করলাম, সিটি ব্যাংকের সামনে এসে একটা ভ্রাম্যমান সিংড়া সমুচার দোকান পেলাম।

20240828_080427.jpg

সেখান থেকে একটা সিংগাড়া আর সমুচা নিয়ে খেতে খেতে বিক্রেতার সাথে কথা হলো। কথা প্রসঙ্গে সে জানালো সে এগুলো দোকান থেকে কিনে রিসেল করে, ৭ টাকা দিয়ে পার পিছ কিনে ১০ টাকায় বিক্রি করে। প্রতিদিন ২০০ পিছ বিক্রি করে। লাভ থাকে ৬০০ টাকা। সকাল ৭ টা থেকে ১১ টা অব্দি সে বিক্রি করে। আমি হিসেব করে দেখলাম সে যদি মাসে ২৫ দিন বিক্রি করে তাহলেও তার মাসিক ইঙ্কাম গিয়ে দাঁড়ায় ১৫০০০ টাকায়। অথচো এদেশে অনেক শিক্ষিত মানুষের বেতন এর থেকে কম, বিনিময়ে নূন্যতমে ৮ ঘন্টা ডিউটি।

20240828_080420.jpg

ভ্রাম্যমাণ সিংগাড়া সমুচা বিক্রেতা

এসব ভাবতে ভাবতে অফিসে চলে এলাম, সারাদিন অফিসে ব্যস্ততার মধ্য দিয়ে কেটে গেল, বিকেল বেলা আমার ডাক পড়লো, ক্যাফেটেরিয়াতে জন্মদিনের অনুষ্ঠান ছিল। আমাদের কলীগদের যাদের জন্ম আগস্ট মাসে তাদের সবাইকে নিয়ে বড় কেক কাটা হলো।

20240828_171801.jpg
20240828_165701.jpg

সবার সাথে জন্মদিন উদযাপন

কেক কাটা শেষে আমাদের জন্মদিনের গিফট দেয়া হলো। গান, নাচ আড্ডা হলো। খুব সুন্দর সময় পার করলাম। যদিও আমার এটা সার্টিফিকেটের জন্মদিন। আমাদের দেশের বেশিরভাগ মানুষেরি দুটা করে জন্ম তারিখ আছে।

20240828_173908.jpg

র‍্যাপিং পেপারে মোড়ানো আমার জন্মদিনের উপহার

জন্মদিনের অনুষ্ঠান শেষ হতে হতেই অফিস ছুটি হয়ে গেল। গত রবিবার ছোটখাটো বাইক এক্সিডেন্ট করায় কাধে প্রচন্ড ব্যাথা পেয়েছিলাম, যার কারণে ডাক্তার মশাই বাইক চালানোইয় ১৫ দিনের নিষেধাজ্ঞা দিয়েছেন। জানিনা সেটা কতদিন শুনবো। আফাতোত লোকাল বাসে চেপে বাসা-অফিস যেতে হচ্ছে। আর ঢাকা শহরের লোকাল বাস মানে কি,তা যারা অফিস টাইমে বাসে যাতায়াত করে তারাই শুধু জানে। যাই হোক, সবাই সাবধানে চলাচল করবেন, ভালো থাকবেন। আজকের মত বিদায়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

"হ্যাপি জন্মদিন! 🎉🍰 May this special day bring you love, laughter, and all your favorite things! 😊 I'm so glad to hear that you got to enjoy a lovely celebration with cake, music, and dance. 🤩 And don't worry about the birthday certificate, we're celebrating you and the wonderful person you are! 💕 I hope you have an amazing time at work and can't wait to hear more about your adventures! 🌟 Don't forget to take care of yourself after that bike accident and enjoy some well-deserved rest. 😊 And remember, safety first on those local buses! 🚗💨 Wishing you a fantastic day and many more happy returns! 🎉👏"