![]() |
---|
হ্যালো বন্ধুরা,
আজকে আবারো নতুন একটি দিনের দিনালিপি শেয়্র করতে চলে এলাম। আপ্নারা হয়তো সবাই অবগত আছেন বংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে। সারা দেশে ব্যাপক হারে সন্দেহভাজন মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সবাই একটু সাবধানে চলাচল করবেন।
আজকে থেকে আবারো সকাল ৯ টা থেকে অফিস শুরু। আগের সপ্তাহে সকাল ১০ টা থেকে অফিস করছি, তাই আজকে একটু আগে আগে বের হতে হবে অফিসের উদ্দেশ্যে।
![]() |
---|
সকালের নাস্তায় নুডলস খেয়ে ৮ টার দিকে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তা একদম ফাঁকা ছিল। তবে আমেরিকান এম্বাসির সামনে প্রচুর সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, তাই আমাকে অনেকটা পথ ঘুরে অফিসে যেতে হল।
![]() |
---|
আমার ব্যবহৃত স্মার্ট ফোন প্রায় অকেজো। তাই আবারো ফিচার ফোন খুজে বের করা। এই ফোনটা আমার অনেক পছন্দের। অনেদিন ধরে অব্যবহৃত ছিল। আজকে আবারো চালু করলাম। এটাই এখন আমার বিপদের সম্বল।
সারাদিন অফিসে প্রচুর কাজ করতে হলো। আমরা যারা প্রাইভেট সেক্টরে জব করি তারা সারাক্ষণই একটা আতংকের মধ্যে থাকি। এর উপর ছাত্ররা আবারো আন্দোলনের ডাক দিয়েছে। এভাবে চললে সামনের মাসের স্যালারি পাব কিনা ঠিক নেই। প্রতিষ্ঠান এর ব্যবসা বন্ধ হলে বা মন্দা গেলে তার দায় সবার আগে যেন কর্মীদের উপরে এসে পরে। অনেকের চাকুরী চলে যায়।
অফিস শেষ করে বসায় ফেরার পথে অনেক দিন বাদে আকাশটা মন ভরে দেখলাম। বাইক থামিয়ে পুব আকাশের রংধনুর রঙ এর খেলা মন ভরে দেখলাম।
![]() |
---|
![]() |
---|
বাংলাদেশের মুক্ত আকাশ দেখতে সবাই চায়। খোদার কাছে প্রার্থনা করি দ্রুতই যেন বাংলার আকাশে জমে থাকা ঘন কালো মেঘ দূর হয়ে যায়, আবারো আমরা যেন শান্তিতে বাচতে পারি।
বাসায় ফেরার পথে একটা মোড়ে দেখলাম ছোট মাছ বিক্রি হচ্ছে। আমি হাফ কেজি পুটি মাছ কিনলাম, দাম নিল ১২০ টাকা। মাছ গুলো সম্ভবত আশেপাশের কোন বিলের হবে। দেখতে একদম টাটকা।
![]() |
---|
বাসায় গিয়ে ফ্রেশ হয়ে মেহেক কে নিয়ে আবারো বেরিয়ে পরলাম। খেলার মাঠে কিছু সময় পার করে আবারো বাড়িতে ফিরলাম। ঢাকা এসে সে একদম বন্দী, তাই তাকে নিয়ে বাহিরে বের হওয়া।
![]() |
---|
রাতে গিন্নি পুটি মাছ আর কচুর লতি রান্না করলো,টাটকা মাছ খাবার আলাদা একটা মজা আছে, যা ফ্রিজে রাখলে পাওয়া যাবে না।
রাতে সবাই মিলে মজা করে রাতের খাবার খেয়ে পাকা আম কেটে খেলাম। মেয়ে আম খাবে না, সে খাবে ড্রাগন, কিন্তু বাসায় না থাকায় তাকে কথা দিলাম আগামীকাল অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবো। বাকিটা সময় মেয়েকে গল্প শুনিয়ে পার করলাম, মেয়ের আগে কখন আমি ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই।
Camera | Samsung M31 |
---|---|
Location | Dhaka,Bangladesh |
আমরা সবাই চাই সেই সোনালী বাংলার মুক্ত আকাশ আবার উঠুক ।সকল দাঙ্গা বন্ধ হোক, আবার প্রতিটি মানুষ তার নিজের কর্মস্থলে স্বাধীনভাবে কাজ করুক।
আমার প্রথম ফোন হল নোকিয়া। যাই বলুন না কেন, এই ফোনটি ব্যবহার করা অনেক সহজ এবং এই ফোন গুলো অনেক দিন ভালো থাকে ।মাছ গুলো দেখে অনেক তাজা মনে হচ্ছে ।ছোট তাজা মাছ খেতে অনেকেই সুস্বাদু, কিন্তু এগুলো পরিষ্কার করা কিন্তু অনেক ঝামেলার।
কচুর লতি এবং এই ছোট মাছ দুটো খাবার আমার অনেক প্রিয় । প্রাইভেট সেক্টরে চাকরি করলে হয়তোবা স্যালারি বেশি পাওয়া যায় কিন্তু অনেক সময় চাকরি নিয়ে আশঙ্কায় থাকে যে , আগামীকাল আমার চাকরি থাকবে তো?
আশা করি এই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আপনার চাকরিও ঠিকঠাক থাকবে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সারাদিনের কাজকর্ম শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আকাশে রামধনুটা দেখতে খুব সুন্দর লাগছে ।আসলে এখন রামধনু আকাশে দেখা যায় না। পুটি মাছ খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী ।কিন্তু আমাদের মাছ বাচার ভয়ে খাওয়ায় হয় না। টাটকা মাছ খেতে সত্যি খুব সুস্বাদু লাগে। আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা এটা একদ্ম ঠিক বলেছেন, আমিও মেলাদিন পর রংধনু দেখলাম, শুনেছি শরতের বিকেলে হালকা বৃষ্টি হলেই আকাশে আগে নাকি রংধনু দেখা যেত, কিন্তু এখন আমার বিকেল তো কাটে অফিসের চার দেয়ালে, তাই আকাশ দেখাই হয়ে ঊঠে না, সেখানে রঙ্গধনু তো দূরের কথা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit