Contest of July#1 by @sduttaskitchen| Which do you value more: Name or Fame?

in hive-120823 •  4 months ago 
সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। শ্রদ্ধেয় এডমিন ম্যাম @sduttaskitchen কর্তৃক আয়োজিত জুলাই মাসের প্রথম সপ্তাহের প্রতিযোগিতায় আমি আমার অংশগ্রহণ নিশ্চিত করতে চলেছি। শুরুতেই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী স আমি আমার @sayeedasultana @shuhad @rakibal বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য।
20240623_191200.jpg

Which do you value more: Name or Fame(choose anyone) and describe the reason behind your choice.


প্রথম প্রশ্নের উত্তরে বলবো আমি নাম কে খ্যাতির চেয়ে বেশি গুরুত্ব দিই।

নাম হল একজন মানুষের সুনাম ও মর্যাদা, যা সৎ ভাবে জীবন পরিচালনা, প্রচুর অধ্যবসায়, আদর্শ ও বিশ্বাসযোগ্যতার মাধ্যমে তিলে তিলে গড়ে ওঠে। মানুষ তার কাজের মাধ্যমেই এই নাম বা সুনাম অর্জন করে। এই নাম একবার অর্জন করা মানে মানুষের মনে আস্থা অর্জন করা, একই সাথে এটি একজনকে সম্মানিত করে সমাজ, দেশ তথা জাতির কাছে।

অন্যদিকে, খ্যাতি প্রায়ই সাময়িক এবং দ্রুত গতির হয়, যা অনেক সময় অহেতুক সাধারণ মানুষের চোখে জনপ্রিয়তা অর্জনের মাধ্যমে আসে। এটি বেশিরভাগ সময় তাত্ক্ষণিক জনপ্রিয়তার উপর ভিত্তি করে তৈরি হয়, যা সবসময় কারও প্রকৃত চরিত্রের সাথে সংগতিপূর্ণ নাও হতে পারে। বিশেষ করে এই ডিজিটাল যুগে যে কেউ যেকোন সময় ভাইরাল হয়ে যেতে পারে। এর জন্যে বিশেষ কোন অধ্যবসায়ের প্রয়োজন পড়ে না।

সুতরাং, একটি সুনামি নাম জীবনে দীর্ঘ মেয়াদি অধ্যবসায়ের ফলে সাফল্যের ভিত্তিতে তৈরি হয় যেখানে খ্যাতি অনেক সময় ক্ষণস্থায়ী হতে পারে।



What's the difference between Name and Fame? Describe.


paparazzi-6934821_1280.jpg

Pixabay

নাম এবং খ্যাতির মধ্যে পার্থক্য হলো:

  • নাম: একজনের সুনাম ও মর্যাদা, যা সে দীর্ঘদিনের অধ্যবসায়ের মাধ্যমে অর্জন করে, এর গভীরতা ব্যাপক। এটি সততা ও ভালো কাজের মাধ্যমে অর্জিত হয় এবং এটি অর্জন করা আমাদের সবারই লক্ষ্য থাকে।

  • খ্যাতি: জনসাধারণের চোখে পরিচিতি, যা সাময়িক ও দ্রুত অর্জিত হয়। এটি প্রায়শই জনপ্রিয়তা ও বাহ্যিক সাফল্যের উপর নির্ভরশীল। এটি কখন আসবে কিভাবে আসবে তা সে নিজেও অনেক সময় জানেনা। এটি চাকচিক্যময় কিন্তু সাময়িক। এর মাধ্যমে একজনের প্রকৃত চরিত্র বা বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায় না।

সুতরাং, নাম স্থায়ী ও মূল্যবান, খ্যাতি অনেক সময় সাময়িক, বাহ্যিক ও চাকচিক্যময়



Do you think Name and Fame are essential in our lives? Share your viewpoint.


নাম এবং খ্যাতি এই দুটি আমাদের জীবনের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত হলেও, তা আসলে জীবনের সাফল্য বা সুখের জন্য অপরিহার্য নয়।

প্রতিটি জিনিসেরই ভালো ও খারাপ দিক থাকে। যেমন একজন ভালো মানুষ যখন সমাজে নাম করে তখন সবার কাছে সে হয় আস্থাভাজন, এর ফলে সে যেমন সম্মান পায় তেমন এই সুনাম তার জীবনকে আরো বেশি সুন্দর করে তোলে। অনেক সময় সুনামের কারণে মানসিক চাপ ও অনুভূত হয় আবার ব্যর্থ হবার ভয়ও পেয়ে বসতে পারে। তারপরেও মানুষ সুনামি জীবন পছন্দ করে, কে না চায় মরণের পরেও ভালো কাজের মাধ্যমে মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকতে।

success-938346_1280.jpg

Pixabay

খ্যাতির বেলাতেও ভালো খারাপ দিক রয়েছে। অনেকেই খ্যাতি অর্জন করে ফেললে পেছনের অতীত ভুলে যায়, নিজের মধ্যে অহমিকা বোধ আসে। সে তখন শুধু খ্যাতির ঝলকানির মোহতে আটকে রাখে নিজেকে, যা পরবর্তীতে অনেক সময় বিড়ম্বনা ডেকে আনে। এই কারণেই হয়তো বলা হয় ক্ষ্যাতির বিড়ম্বনা। একবার খ্যাতি অর্জন করলে গোপনীয়তার ভয় পেয়ে বসে, শান্তি মত কোথাও বের হবার উপায় থাকে না। আর এই খ্যাতির ভার বইতে না পারলে অনেক সময় ধপাস করে পতন হয়ে যায়,এরকম অসংখ্য উদাহরণ আমাদের চারপাশে দেখতে পাওয়া যায়।

সুখী এবং পরিপূর্ণ জীবনের জন্য আত্মতৃপ্তি, সুন্দর সম্পর্ক, এবং সমাজে ভালো কিছু করার চেয়ে বেশি কিছু প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। নাম এবং খ্যাতি হতে পারে জীবনকে আরও রঙিন করার উপাদান।

What are the ways to achieve them?


নাম বা খ্যাতি অর্জনের জন্য সবার আগে আমাদের সৎ থাকাটা জরুরি। জীবনে অধ্যবসায়ী হলে ভালো কাজের মাধ্যমে দক্ষতা অর্জন করে ভালো সুনাম তৈরি করা যায়। মনে রাখতে হবে এটি একটি দীর্ঘমেয়াদি ফলাফল। হুটকরেই সুনাম অর্জিত হয় না।

arrows-2889040_1280.jpg

Pixabay

খ্যাতি অর্জন করার জন্য আমাদের এর পেছনে ছুটা উচিৎ নয়, বরং নিজ এলাকায় জনসংযোগ বৃদ্ধি করে, যেমন সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ বা অনলাইনে সক্রিয় উপস্থিতি বাড়িয়ে পরিচিতি বাড়ানো যায়। পাশাপাশি দাতব্য কাজ বা সমাজ সেবামূলক উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক অবদান রাখলে একটা সময় নাম ও খ্যাতি দুটিই অর্জন সহজ হয়ে যাবে।

আমরা যদি সৎ পথে থেকে ভালো লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাই, সাফল্য একদিন ধরা দিবে, আর সাফল্যের সাথে সাথে ধরা দিবে সুনাম ও খ্যাতি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

প্রথমেই আপনার জন্য শুভ কামনা আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, আপনি এই প্রতিযোগিতার সকল প্রশ্নের উত্তর সঠিক ভাবে দিয়েছেন, মানুষ অনেক কষ্ট করে নাম অর্জন করে, আর খ্যাতি খুব সহজে অর্জন হয় আবার দ্রুত চলে যায়। ধন্যবাদ সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

আসলে নাম অরজন করাটা কষ্টসাধ্য ব্যাপার। এর জন্যে প্রয়োজন পড়ে অধ্যবসায়ের। অথচো ক্ষ্যাতি ব্যাপাওরটা অনেকটা হুটহাট করে আসে। অনেকেই কিছু না করেও সেলিব্রিটি হয়ে যায়। খ্যাতিকে ধরে রাখা বেশি কঠিন। তাই আমি নামকে বেছে নিয়েছি।

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
নাম এবং খ্যাতি দুটোই ভিন্ন জিনিস আমার কাছে মনে হয়। কারণ একজন মানুষের সমাজ বা শহরে নিজ নামের একটা মর্যাদা আছে। সেটা অনেক কষ্ট করে সৎ পথে থেকে সেই মর্যাদা অর্জিত করতে হয়।
আর খ্যাতি হচ্ছে সাধারণ জনগণের জনপ্রিয়তা। একজন মানুষ কখন খ্যাতি অর্জন করতে পারে তা বলা মুশকিল। কিন্তু যদি একজন মানুষের মাঝে খ্যাতি আসে। কিন্তু সেটা আবার কখন চলে যাবে সেটার কোন নিশ্চয়তা নেই।
আপনার প্রতিটি প্রশ্নের উত্তর খুব সুন্দর ছিল ভাই।
আপনার জন্য সব সময় শুভকামনা রইল। ভালো থাকবেন।

অনেক ধন্যবাদ প্রিয় ভাই, আমার প্রতিযোগিতায় করা পোস্ট টি পড়ে সুন্দর মতামত প্রদান করার জব্য। আসলে এখন সবাই ক্ষ্যাতির পেছনে ছুটে, অনেকে সেটা লাভ করে কিন্তু তা বেশি দিন ধরে রাখতে পারে না। তাই আমি নামকে বেছে নিয়েছি। আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা রইলো।

আমি আপনাকে সবার আগে ধন্যবাদ জানাবো এই কনটেস্টে আপনি পার্টিসিপেট করেছেন তার জন্য, এবং কনটেস্টের প্রশ্নের উত্তরগুলো আপনি এত সুন্দর করে দিয়েছেন যে আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর কন্টেস্টের প্রশ্নের উত্তর আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপ্নাকেও অনেক অনেক ধন্যবাদ প্রতিযোগিতায় আনার করা পোস্ট টি এত সুন্দর করে পড়ে সুন্দর মন্তব্য করার জন্য। আমি চেষ্টা করেছি আমার মত করে প্রশ্ন গুলোর উত্তর দেয়ার। কতটুকু পেরেছি জানি না। ভালো থাকবেন সব সময়।

আপনি এই প্রতিযোগিতায় নাম ও খ্যাতির মাঝে নামকেই বেঁচে নিয়েছেন। আপনার সাথে আমিও একমত যে , নাম স্থায়ী ও মূল্যবান, খ্যাতি অনেক সময় সাময়িক, বাহ্যিক ও চাকচিক্যময়।
নাম বা খ্যাতি অর্জনের জন্য সবার আগে আমাদের সৎ থাকাটা জরুরি।
এই প্রতিযোগিতায় আমাকে মেনশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আসলে এখন সবাই ক্ষ্যাতির পেছনে ছুটে। এই কারণেই দেখবেন এই কেউ উপরে উৎোলে ডূডীণ বাডেঈ ঢোপাশ কোড়ে মাতিতে পড়ে। এমন অনেক হয়েছে। তাই আমি নামকে বেছে নিয়েছি। কারণ এটা যেমন হুঠাট লাভ করা যায় না, তেমনি সহজে হারানোর ও ভয় থাকে নাল।