সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমার মতো হয়তো আপনারাও অনেক বেশি খুশি, কেননা এডমিন ম্যাম @sduttaskitchen এবার আমাদের জন্যে দারুণ একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন।
সবুজ,গাছ পাগল একজন মানুষ হিসেবে এর থেকে ভালো প্রতিযোগিতার বিষয়বস্তু মনে হয় না আমার কাছে আর আছে। তাইতো আর দেরী না করে প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছি। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রথমেই আমি আমার প্রিয় বন্ধু @sabus @tasonya @farhanahossin কে আমন্ত্রণ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যে।
কথা না বাড়িয়ে সরাসরি প্রথম প্রশ্নের উত্তর খোজা যাক
|
---|
হাতের ফোনটা পাশে রেখে চোখ বন্ধ করে শ্বাস-প্রশ্বাস নেয়া বন্ধ করে মনে মনে ১ থেকে ৩০০ অব্দি গুনতে থাকুন। কি পারবেন? দম বন্ধ হয়ে আসছে না? মন ভরে এই যে শ্বাস নিচ্ছেন, যেটা না থাকলে আমার, আপনার কারোরই কোন অস্তিত্ব থাকবেনা, সেই মহা গুরুত্বপূর্ণ অক্সিজেন এর সরবরাহ হয় সবুজ গাছ গাছালি থেকে। বুঝতেই পারছেন সবুজ কতটা প্রয়োজন আমাদের বেচে থাকার জন্যে।
সবুজ মানেই প্রকৃতি, সবুজ মানেই শান্ত, সবুজ মানেই যেন চোখের প্রশান্তি। সবুজ রঙ এর যে কোন কিছুর দিকে আপনি যতক্ষণ তাকিয়ে থাকতে পারবেন অন্য রঙ এর দিকে ততোক্ষণ পারবেন না। মানে আপনার চোখও জানে সবুজ মানেই শান্তি।
সবুজ মানেই মানুষের বাচার মূলমন্ত্র। জন্মের পর থেকে এই সবুজের সাথে আমাদের সখ্যতা গড়ে ওঠে। এই সবুজ প্রকৃতিতেই মানুষ বেড়ে ওঠে, তাইতো আমাদেরকে বলা হয় প্রকৃতির সন্তান। আমাদের জীবনে সবুজের তাৎপর্য গুণে শেষ করা যাবেনা। কিন্তু এই প্রকৃতির সাথেই আমাদের নানা বৈরিতা।
সবাই ব্যস্ত সবুজ উজাড় করে নগরায়ন করতে, আর এর মূল উদ্দেশ্য টাকা উপার্জন। আমরা ভুলে গিয়েছি টাকা আমাদের জীবন বাচাবে না। করোনার সময় এটা সবাই উপলব্ধি করতে পেরেছি যে অক্সিজেনের দরকার কতটুকু। আর একটা মানুষের সারা বছরে যা অক্সিজেন লাগে তা টাকা দিয়ে কিনতে গেলেও রাজা ফকির হয়ে যাবে, সারা বছরের কথা না হয় বাদই দিলাম।
|
---|
ছোটবেলা থেকে গ্রামে বড় হয়ে ওঠা, তাই তখন সবুজের গুরুত্ব সেভাবে বুঝতাম না। জীবিকার তাগিদে ঢাকায় আসার পর বুঝতে পারি গ্রামের সবুজ প্রকৃতি কতটা ভালো শহরের আবহাওয়া থেকে। শহরে প্রতিনিয়ত সবুজ কেটে উজাড় করা হচ্ছে, অতিরিক্ত যানবাহন কলকারখানা প্রতিনিয়ত কার্বন নির্গত করছে, পৃষ্ঠার পর পৃষ্ঠার ছাপানো হচ্ছে আর এর সাথে সবুজের পরিমাণ কমছে।
আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমাদের চারপাশ কে সবুজ রাখতে হলে আমাদের পলিথিনের ব্যবহার কমাতে হবে, পাশাপাশি অযথা এসি, লাইট ফ্যান চালিয়ে এনার্জির অপচয় করা যাবেনা, কার্বন নিসৃত যেন কম হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অযথা একটা কাগজ ও নষ্ট করা যাবে না। সর্বোপরি আমরা যদি পরিবেশ বান্ধব জিনিস বেশি বেশি ব্যবহার করি তাহলেই আমরা আমাদের চারপাশকে সবুজ রাখতে পারবো। আর নিজেরা অবশ্যই বেশি বেশি বৃক্ষরোপন করবো।
|
---|
সবুজের গুরুত্ব বড়দের পাশাপাশি ছোটদেরকেও বুঝাতে হবে। কেননা আজকের শিশুরাই দুদিন পর বড় হয়ে সমাজের দায়িত্ব নিবে। তারাই আমাদের ভবিষ্যৎ। তাই প্রকৃতির প্রতি সদয় হবার শিক্ষাটা তাদের এখনই দেয়া উচিৎ। তারা যদি সবুজ ভালোবাসতে শুরু করে তাহলে পৃথিবীটাই অন্যরকম হয়ে যাবে।
সবুজের প্রয়োজনীয়তা আমাদের শিশুদের পাঠ্যবই এ অন্তর্ভুক্ত করতে হবে, পাশাপশি আমাদের পরিবার থেকে ছোটদের বৃক্ষরোপনের উপকারিতার শিক্ষা দিতে হবে। তাদেরকে এই কাজে উৎসাহিত করতে হবে।
ছোটদের নিয়ে বেশি বেশি সবজি বাজারে ঘুরতে হবে, কোন সবজিতে কি ভিটামিন আছে এবং কেন সেটা খেতে হবে তাকে সেটা বোঝাতে হবে। সে যেন নিজে থেকেই সবজি কিনে নিয়ে আস্তে চায় সেই শিক্ষা আমাদের দিতে হবে। সুযোগ থাকলে তাকে গ্রামে নিয়ে গিয়ে সবুজের মাঝে ছেড়ে দিন। দেখুন সে কি করে, কতটা খুশি হয়। সবুজের প্রতি তার উদারতা দেখে আপনি অবাক হয়ে যাবেন।
যে কোন এনার্জির অপচয় এর ব্যাপারে বাচ্চাদের সোচ্চার হবার শিক্ষা দিতে হবে, পাশাপাশি সবাইকে পরিবেশ বান্ধব মনোভাব পোষণের ধারণা দিতে হবে। বুঝাতে হবে প্রকৃতি যত সবুজ থাকবে আমরা ততো ভালো থাকবো। সবুজেই আমাদের বাচতে হবে,সবুজেই আমাদের চলতে হবে।
সবুজ ছাড়া আমাদের অস্তিত্বের কথা কল্পনাও করা যায় না। তাই আসুন প্রকৃতিকে সবুজ রাখতে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে এক যোগে কাজ করি। বৃক্ষনিধন কে না বলি। আসুন সবাই একসাথে সবুজে বাঁচি।
সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। সেই সাথে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।।
আপনি খুবই চমৎকারভাবে আজকের প্রতিযোগিতার পোস্ট লিখেছেন।। এটা সত্য যে গ্রামে থাকলে এরকম প্রাকৃতিক দৃশ্য মন ভরে দেখা যায় ।। আর গাছ আমাদের অক্সিজেন দেয় এটা আমরা জেনেও গাছের প্রতি আমাদের ভালোবাসা যেন নেই বললেই চলে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করি আপ্নিও এই প্রতিযোগিতায় অংশ নিবেন। আপনার নাম কিন্তু সবুজ৷ এই নামের প্রতি নাহলে কিন্তু অবিচার হবে যদি অংশ না নেন।
ধন্যবাদ আমার পোস্ট পড়ে এত সুন্দর মতামত দেয়ার জন্যে। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাবো প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য, খুব সুন্দর ভাবে তিনটি প্রশ্নের উত্তর বিশ্লেষণ করেছেন,, আর লেখার পাশাপাশি ছবিগুলো আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে।। আপনার প্রতিযোগিতার জন্য অনেক অনেক শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু প্রতিযোগিতার আমার করা পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ে এভাবে সুন্দর করে মতামত দেবার জন্যে। চেষ্টা করেছি যদিও আসলে আওব কিছু গুছিয়ে লিখতে পারি নি, তার পরেও যতদূর পারা যায় আরকি। ভালো থাকবেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রত্যেক টি ছবি অসাধারণ হয়েছে ৷ তার পাশাপাশি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য ৷
শুভকামনা রইলো আপনার জন্য ,, ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ দিনটি আপনার শুভ হোক ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই। গ্রামে যাই তুলি সব ছবি সুন্দর হয়। গ্রামের পরিবেশ টাই আসলে সুন্দর। বাস্তবে বেশি সুন্দর, তবে ক্যামেরা বন্দী করলেঅ তা সুন্দর দেখায়। শহরে এমন ছবি কল্পনা করা যায়। ভালো থাকবেন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনার পোস্ট এর মাধ্যমে আমি অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। আমাদের এতো সুন্দর কিছু ফটোগ্রাফি দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।আর আমাদের চারপাশে সবুজ এই দৃশ্য গুলো দেখতে সত্যিই অসাধারণ হয়। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রকম ফটোগ্রাফি আর ও দেখার জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই। অবশ্যই সাম্নের কন্টেস্ট গুলোতে অংশ নেয়ার চেষ্টা করবেন। কন্টেস্ট গুলো আমাদের কমিউনিটির প্রাণ, আমাদের অংশগ্রহণ মানেই কমিউনিটিতে উৎসবের আমেজ থাকা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ভাই চেষ্টা করবো। একদম সঠিক কথা বলেছেন ভাই আমাদের কমিউনিটির কনটেস্ট আমরাই যদি অংশগ্রহণ না করি তাহলে তো হয় না।আর তাই আমরা সকলেই চেষ্টা করবো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই। প্রতিযোগিতায় অংশ নিয়ে আমাদের কমিউনিটিকে আরো প্রাণ বন্ত করা আমাদের দায়িত্ব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit