Incredible India monthly contest of July#1|Enjoy the life.

in hive-120823 •  5 months ago 

সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় কমিউনিটি কর্তৃক আয়োজিত জুলাই মাসের প্রথম কন্টেস্টের এবারের বিষয় Enjoy the life

আমরা অনেকেই আছি যারা বাস্তবতার কথা চিন্তা করতে করতে জীবনকে উপভোগ করা ভুলে গিয়েছি, সবাই তার নিজ নিজ জীবন নিয়ে এতটাই সিরিয়াস যে, ক্যারিয়ার ছাড়া অন্যদিকে তাকাবার যেন সময় নেই, এমন একটা সময়ে এরকম বিষয়বস্তু নির্বাচন করার জন্যে ধন্যবাদ জানাই। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমি @sampabiswas @mahmud552 @rakibal বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য।

Events Instagram Post in Black Neon Yellow Corporate Clean Style (1).jpg
Image Edited in canva

How can we enjoy our lives?


আমাদের প্রত্যেকের জীবন অনেক বেশি সুন্দর, তবে অনেকেরই এই জীবন নিয়ে অভিযোগের শেষ নেই, অনেকেই বলে তার জীবনটা অন্যদের মত সুন্দর নয়। আসলে আমরা যখন অন্যের জীবনের সাথে নিজের জীবনের মিল খুজতে যাবো তখনই ভূলটা করে বসবো।

জীবনের আনন্দ উপভোগ করতে প্রিয়জনদের সাথে সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে একসাথে খাওয়া, গল্প করা এবং আনন্দময় মুহূর্ত ভাগ করে নেয়া উচিত।

কেউ যদি চায় তার প্রতিটি মুহূর্তকেই উপভোগ করতে পারে, আপনি যদি কোন ক্যানসার রোগীকে কাছ থেকে দেখেন, যে কিনা তার মরণের সম্ভাব্য সময় জেনে যায়, তাহলে দেখবেন তার কাছে প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টা কতটা গুরুত্বপূর্ণ। আমরাও যদি সেভাবে ভাবি তাহলে প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চাইবো। সেটা হতে পারে আমি যখন খেতে বসেছি তখন পেটের ক্ষিদার কথা না চিন্তা করে অতুলনীয় স্বাদের কথা চিন্তা করে খাচ্ছি।

হুটহাট সকাল বেলা খালি পায়ে হেটে বেড়াতে পারি, অসহায় কাউকে সাহায্য করতে পারি। আবার যদি আপনি কখনো রক্ত দান করেন, দেখবেন রক্ত দেবার পর যখন শুনবেন রোগীটি সুস্থ হয়েছে, আলাদা একটা ভালো লাগা কাজ করবে।

যে কাজ গুলো মনের ভেতর থেকে বার বার করতে মনে চাইবে, আপনাকে প্রশান্তি দিবে বুঝবেন সেই কাজ আপনি উপভোগ করছেন, সেই কাজ গুলো করার মাধ্যমে আপনি আপনার জীবনকে উপভোগ করতে পারেন।



Do you think it's essential to enjoy our lives besides performing responsibilities? Justify your point!


family-2313195_1280.jpg

Pixabay

দায়িত্ব নেয়ার ব্যাপারটা আমাদের প্রত্যেকের জীবনেই আসে, কারো ক্ষেত্রে সেই সময়টা ছোটবেলায় আসে কারো বা বড় হয়ে। তবে দায়িত্ব পালন করার পাশাপাশি জীবনকে উপভোগ করাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।

আমরা কাজ করতে করতে অনেক সময় হাপিয়ে ঊঠি, পরিবারের জন্যেই তো আমরা কাজ করি, রোজগার করি। তাদেরকে ভালো রাখা আমাদের দায়িত্ব। কিন্তু সেটা করতে গিয়ে যদি কাজ নিয়েই সারাদিন পড়ে থাকি তাহলে তার রেশ কিন্তু আমার আপনার পরিবারের মানুষগুলোর উপরেই এসে পড়ে।

দেখা গেল অফিসের কাজের প্রেসারে আপনার মাথা গরম, সেই রাগ আপনি মেটালেন পরিবারের উপর, ফলে তাদের সাথে ভুল বোঝাবুঝি হলো। এটা কিন্তু মোটেও ঠিক নয়।

মানসিক ভাবে ভালো থাকতে হলে আপনাকে দৈনন্দিন কাজের মধ্যেই ছোট ছোট আনন্দ খুজে নিতে হবে। জীবনের আনন্দ উপভোগ করা আমাদের সার্বিক সুখ এবং স্বাস্থ্যের জন্য অনেক বেশি জরুরি। এটা আমাদের দায়িত্বের পাশাপাশি আমাদের জীবনকেও ভারসাম্যপূর্ণ করে তোলে। এছাড়া অর্থবহ জীবন গড়তেও এই আনন্দগুলো আমাদের সহায়তা করে।



Do you believe thinking about self-enjoyment is selfishness? Explain your answer.


না, এটা কখনোই স্বার্থপরতা নয়, আমাদের নিজের জীবনকে উপভোগের চিন্তা করা কখনোই স্বার্থপরতা নয়। আমরা যদি নিজেকে ভালোবাসতে না পারি, নিজের জীবনকে উপভোগ করতে না জানি তাহলে অন্য কাউকেও ভালোবসাতে পারবো না, অন্য কারোর সুখের অনুভূতির কারণও তো হতে পারবো না।

Last time when you enjoy the most? Share the story with us.


শেষবার এমন উপভোগ করেছি গেল ঈদে। ঈদের ছুটিটা এবার বেশ লম্বা হওয়ায় বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী, নওগাঁ এই তিন জেলাতে সময় পার করেছি। এর মাঝে নওগাঁয় কাটানো একটি দিনের কথা না বললেই নয়।

অনেক দিন বাদে সবাই মিলে দিঘিতে গোসল করা, অনেকদিন বলছি কেন? প্রায় এক যুগ তো হবেই।

20240607_184355.jpg

গ্রামে কাটানো দিন সব সময়ই সেরা, নিজেকে রিফ্রেশ করার সবথেকে ভালো যায়গা। বাগান থেকে কাচা আম পেরে খাওয়া, তালের শাশ কেটে খাওয়া রাতের বেলা হাস দিয়ে পিকনিক খাওয়া, সব মিলিয়ে এই দিনটি সেরা একটা দিন ছিল আমার কাছে। এমন দিন বছরে অন্তত এক বার করে আমার জীবনে আসুক, এটাই চাওয়া।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

প্রথমেই আপনার জন্য শুভ কামনা, আপনি জুলাই মাসের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, এই প্রতিযোগিতার প্রশ্নগুলোর উত্তর আপনি খুব সুন্দর ভাবে দিয়েছেন, বিশেষ করে এই ঈদে লম্বা ছুটিতে খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন। ধন্যবাদ সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। ভাল থাকবেন।

আপ্নাকেও অনেক অনেক ধন্যবাদ প্রতিযোগিতায় আমার করা পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। আসলে আমি আমার মত করে প্রশ্ন গুলোর উত্তর দেয়ার চেষ্টা করছি। আশা করি আপ্নিও এই প্রতিযোগিতায় অংশ নিবেন। শুভকামনা।

একদম ঠিক যে ,জীবনের আনন্দ উপভোগ করতে প্রিয়জনদের সাথে সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ এবং পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে একসাথে খাওয়া,গল্প করা ও আনন্দময় মুহূর্ত ভাগ করে নেয়া উচিত।
আপনার সাথে আমিও একমত যে ,নিজের জীবনকে উপভোগ করা স্বার্থপরতা না। ঈদের সময় দীঘিতে গোসল করার সময় আনন্দ আপনার ছবিতেও ধরা পরেছে।

Life might be sometime miserable. We must cherish the important of happiness in our life. And strive to do what makes us happy.