সবাইকে আমার সালাম, ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এই পোস্টের মাধ্যমে প্রিয় কমিউনিটি কর্তৃক আয়োজিত মে মাসের প্রথম প্রতিযোগিতায় আমি আমার অংশগ্রহণ নিশ্চিত করছি।
👇
POST LINK
প্রতিযোগিতার বাধ্যবাধকতা অনুযায়ী আমি @dogara1 @kouba01 @jakaria121 ও @hasnahena বন্ধুদেরকে এই প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন শুরু করা যাক।
Edited in Canva |
---|
What is your preferred profession and why? |
---|
আমি সব সময় স্বাধীনতা চেয়েছিলাম, স্বাধীন ভাবে ঘুরবো, কাজ করবো, ঘুমাবো, এটাই আমার চাওয়া। তবে এই চাওয়ার সাথে পাওয়ার মধ্যে একটা ফারাক রয়ে গিয়েছে। অন্যের প্রতিষ্ঠানে চাকুরী করে নিজেকে স্বাধীন দাবী করাটা চরম বোকামি। তাই তো একজন স্বাধীনচেতা মানুষ হিসেবে আমার পেশা হিসেবে প্রথম পছন্দ ব্যাবসা। ব্যবসা একদিকে যেমন হালাল পেশা অন্যদিকে এখানে নিজের স্বাধীনতা সব থেকে বেশি পাওয়া যায়। আবার ঠিকঠাক মতো ব্যবসা করতে পারলে পার্থিব জীবনেও তার সুফল উপভোগ করা যায় সব থেকে বেশি।
নতুন কিছুর উদ্ভাবন এ সবার আগে এগিয়ে আসেন একজন ব্যবসায়ী। শুধু ব্যবসায়ী যে নিজের জন্যেই সব করেন তা কিন্তু নয়, প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠান কে কেন্দ্র করে তৈরি হয় অসংখ্য কর্মসংস্থান, ব্যবসায়ীরা তাদের নিজের পরিবারের হাল ধরার পাশাপাশি তার প্রতিষ্ঠানে চাকুরীরত সবার পরিবারের হাল ধরেন। ব্যবসায়ীরাই একটি দেশের অর্থনীতির প্রাণ, তাদের গড়া প্রতিষ্ঠান এ অন্য সব পেশাজীবি যেমন শিক্ষক থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক সবাই কাজ করে জীবিকা নির্বাহ করে। তাই তো আমি পেশা হিসেবে ব্যবসাকে সবার থেকে এগিয়ে রাখবো।
Are you satisfied with the profession you are recently attached to? Justify your answer. |
---|
যারা আমার পোস্ট নিয়োমিত পড়েন তারা হয়তো জানেন আমি বাংলাদেশের একটি কর্পোরেট অফিসে ফাইন্যান্স ডিপার্টমেন্টে এ কর্মরত আছি। আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক ঠাকমতো চলছে। এখন সন্তুষ্ট হবার কথা জিগেস করলে বলতে হয়, একজন মানুষ আদৌ কি কোনদিন সন্তুষ্ট হয়?
বাংলাদেশের স্বাধীনতা পদকপ্রাপ্ত একজন চিকিৎসক কে জিগেস করেছিলাম আপনার এত এত ক্ষ্যাতি, সম্মাননা, পুরস্কার, আপনি কি জীবনে সন্তুষ্ট। উত্তরে উনি বলেছিলেন এখনো না। এর মানে হচ্ছে আমরা জীবনে যখন একটা লক্ষ্যে পৌছাই তখন আমাদের নতুন আরেকটি লক্ষ্যের পেছনে ছুটে চলা শুরু হয়। আর চাকুরীর ক্ষেত্রে যদি আপনার অফিসের সব থেকে বড় বসকেও জিগেস করেন তিনি সন্তুষ্ট কি না, উপরে উপরে হ্যাঁ বললেও দেখবেন ভালো অপশন পেলে সেও চলে যাবে।
আশা করি এই প্রশ্নের উত্তর পাওয়া হয়ে গিয়েছে।
Do you believe job satisfaction is equally essential to earning? |
---|
এই প্রশ্নের উত্তর একবাক্যে দেয়া যায়, হ্যাঁ। কেননা শুধুমাত্র কাজে সন্তুষ্টি বা শুধু মাত্র ভালো মাইনে কখনোই কাম্য হওয়া উচিৎ নয়।
আপনি যদি শুধু সন্তুষ্টি চান তাহলে অনেক সেবামূলক কাজ আছে আপনি সেগুলতে নিয়োজিত থাকতে পারেন, যেমন স্বেচ্ছাসেবক হওয়া। তবে এটা দিয়ে কিন্তু আপনার সংসার চলবে না।
দিন শেষে পরোপকারে নিজেকে বিলিয়ে দিয়ে এসে দেখলেন আপনার সংসারের মাসিক বিদুৎ বিল, গ্যাস বিল, বাড়ি ভাড়া, ছেলে মেয়ের স্কুলের বেতন, চিকিৎসা খরচ এগুলোর কিছুই ম্যানেজ করতে পারেন নি, তাহলে ব্যাপারটা কেমন হবে?
আবার ভালো মাইনের আশায় সব কিছু ফেলে হটাৎ সিদ্ধান্ত নিলেন নতুন জবে ঢোকার, কিন্তু সেখানে গিয়ে মানসিক প্রেসারে পড়ে গেলেন, সেই অফিসের অশান্তি কিন্তু তখন আপনার পরিবার অব্দি একা একা পায়ে হেটে চলে আসবে, কারণ দিন শেষে আপনি একজন বদমেজাজি বাবা বা স্বামী হয়ে বাসায় ফিরবেন।
তাই আমার মনে হয় জবের ক্ষেত্রে সন্তুষ্টি সমানভাবে দরকার।
What is your dream profession that you would like to pursue? |
---|
আমার স্বপ্নের পেশা একজন Certified Chartered Accountant হওয়া।৷ এটা আমার সেই ছোটবেলা স্বপ্ন। আমি একজন নামকরা হিসাবরক্ষক হবো, এবং আমার একটা চেম্বার থাকবে। একটি দেশের সবথেকে গুরুত্বপূর্ণ বিভাগ অর্থ ও হিসাব রক্ষণ** বিভাগ। একজন চাটার্ড একাউনটেন্ট এই বিভাগের সব থেকে গুরুত্বপূর্ণ পদে থাকেন। তাদের হাত দিয়েই দেশের সকল প্রতিষ্ঠান এর বাৎসরিক আয়-ব্যায়ের হিসাব যাচাই বাচাই হয়, একদিকে এই পেশা যেমন স্বাধীন, তেমনি এর চাহিদা বিশ্বাব্যাপি। আমি আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ছুটে চলছি। আশা করি ২০৩০ সালের মধ্যেই আমি বাংলাদেশের একজন নিবন্ধিত হিসাবরক্ষক এর খেতাব অর্জন করবো, আমার এখন একটাই স্বপ্ন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লেখাটি মনোযোগ দিয়ে পড়ার জন্য। আশা করি যারা আমার লেখা পড়েছেন সবাই এই প্রতিযোগিতায় শীঘ্রই অংশ নিবেন। অনেক অনেক ভালো থাকবেন সবাই
Thanks for the invite
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মে মাসের কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
যাক আপনার পোস্ট পড়ে জানতে পারলাম আপনার পছন্দের পেশা হলো ব্যবসা।
আমারও ঠিক তাই মনে হয় ব্যবসা হল একদম স্বাধীন একটি কাজ। যেখানে কোন চাপ থাকবে না, ডিউটি থাকবে না, সবকিছু নিজের ইচ্ছাতেই হবে।
কনটেস্টের প্রতিটি প্রশ্নের উত্তর খুব সুন্দর ছিল। আপনার জন্য সব সময় শুভ কামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাধীন থাকতে চাইলে আসলে ব্যবসার উপর কিছু নেই, তবে চাকুরীর থেকে ব্যবসায় রিস্ক বেশি, তাই আমরা মনে চাইলেও চাকুরী ফেলে ব্যবসা শুরু করতে পারি না। তবে আমার ইচ্ছে আছে ব্যবসা করার। অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের দেশের বেশিরভাগ মানুষের মাঝেই একটি জিনিস খেয়াল করেছি তারা স্বাধীনভাবে কাজ করার তুলনায় চাকরীকেই এগিয়ে রাখে,বিশেষ করে সরকারি চাকর। ইদানিং দেখছি সবাই বিসিএস ক্যাডার হবার পেছনে ছুটছে। ঝুঁকি নিতে কেউ চায় ন।
আপনার ইচ্ছে ছিল স্বাধীন ভাবে কিছু করার এটা জেনে ভালো লাগলো। তবে মানুষ চাইলেই সবসময় সবকিছু হতে পারে না।
একদম ঠিক বলেছেন যে মানুষ কখনো হান্ড্রেট পার্সেন্ট খুশি হতে পারে না কোনোকিছু নিয়ে।
এটা আমার হাসবেন্ড এর মাঝেও খেয়াল করেছি।
আপনার সাথে আমিও একমত যে শুধুমাত্র বেতন বা সন্তুষ্টিই একমাত্র কাম্য হওয়া উচিত না ,কারণ শুধু সন্তুষ্টি নিয়ে যেমন চলে না আবার অনেক বেতন পেলাম কিন্তু তার প্রেশার সহ্য
করতে গিয়ে হিমশিম খেয়ে যেতে হলো, তাতেও চলে না।দুটোরই সমন্বয় থাকা উচিত।
আপনি প্রতিটা প্রশ্নের উত্তর খুব সুন্দর ভাবে দিয়েছেন। প্রতিযোগিতায় আপনার সফলতা কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সময় আমাদের অনিচ্ছা সত্তেও জীবিকা নির্বাহ করার জন্যে আমাদের চাকুরীকেই বেছে নিতে হয়। এর একটাই কারণ মাস শেষে নিশ্চিত বেতন। তবে আমার মত যারা স্বাধীন চেতা মানুষ তারা অবশ্যই ব্যাবসার পেছনে ছুটবে দুদিন আগে বা পরে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টটা খুব সুন্দর। আপনার মতো অনেকেই আছে নিজের পছন্দ মতো কাজ করতে ভালোবাসেন। সবাই চাকরি করা পছন্দ করে না। ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে। এই ভাবেই নিজের মতো কাজ করে যান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবাইকি হয়তো জীবিকা নিরবাহের জন্যে একটা পেশা বেছে নিয়ে কাজ করে, তবে অনেকেই দেখবে একটা পছন্দের পেশা কে লক্ষ্য বানিয়ে থাকেন, অনেকেই সেই লক্ষ্যে পোঁছাতে পারেন, অনেকে পারেন না। দোয়া করবেন যেন আমি আমার লক্ষ্যে পোঁছাতে পারি। অনেক অনেক ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার পছন্দের পেশা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আপনার পোষ্টের মাধ্যমে জানলাম।
এটি খুবই দায়িত্বপূর্ণ একটি পেশা। তবে ঠিকঠাক মতো কাজ করতে পারলে এ পেশার সফলতা অনেক বেশি। আপনি আপনার পেশাগত জীবনে দক্ষ ও সফল হন এই কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দোয়া করবেন যেন আমি আমার লক্ষ্যে যেতে পারি। যদিও এই পথ অনেক দূরের,সঠিক পথে থাকলে অবশ্যই একদিন সফলতা আসবে। ধন্যবাদ আপনাকে আমার পোস্ট এত মনযোগ সহকারে পড়ে এত সুন্দর মতামত দেবার জন্যে। অনেক অনেক শূভ কামনা আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit