র‍্যান্ডম ফটোগ্রাফির সৌন্দর্য।।ফুল, পায়রা ও সূর্যাস্তের গল্প

in hive-120823 •  22 days ago 

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই। ব্লগের টাইটেল দেখেই হয়তো বুঝে ফেলেছেন আজকে আমি ফটোগ্রাফি ব্লগ নিয়ে হাজির হয়েছি। এই ব্লগটি আমি আজকে সাজিয়েছি ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি দিয়ে। আশা করি পুরো ব্লগটি আপনারা এনজয় করবেন।

DSC_0518.JPG

নয়নতারা ফুল আমার খুব ই প্রিয় একটি ফুল। সারাবছর ই কম বেশি এই ফুলফুটতে দেখা যায়। চোখের সামনে এই ফুল ফুটে থাকবে আর আমি তার ফটোগ্রাফি করবোনা এমনটাখুব কম ই হয়। নয়নতারাকে ক্যামেরায় ধারণ করলে এর রূপ যেন আরো বেড়ে যায়। চলুন আরো কয়েকটি ফটোগ্রাফি আপনাদের দেখাই।

DSC_0520.JPG
DSC_0517.JPG

নয়তারা ফুলের ফটোগ্রাফি

DSC_0519.JPG

এখন আপনাদের দেখাবো লাউ গাছ ও এর ফুলের ফটোগ্রাফি। যখন ছোট ছিলাম লাউ এর ডগাকে সাপ বানিয়ে বন্ধুদের ভয় দেখাতাম। আজও মনে পড়ে লাউ গাছ ডগা কেটে চুপিসারে বন্ধুদের কানের কাছে নিয়ে গিয়ে ভয় পাইয়ে দেয়ার মুহূর্ত গুলো। লাউ এর ডগা সামনা সামনি দেখতে যতটা সুন্দর তা ক্যামেরায় ম্যাক্রো মোডে ধারণ করলে আরো সুন্দর লাগে। চলুন দেখাই।

DSC_0490.JPG
DSC_0502.JPG

লাউডগার ম্যাক্রো ফটোগ্রাফি

এতক্ষণ তো লাউ এর ডগার সৌন্দর্য উপভোগ করলেন, এখন চলুন লাউ ফুলের কিছু ফটোগ্রাফি দেখাই। লাউ গাছে ছোট লাউ সহ যে ফুল ফোটে সেগুলোকে মহিলা ফুল বলে। চলুন দেখে আসি।

DSC_0543.JPG
DSC_0542.JPG

লাউ ফুলের ফটোগ্রাফি

এতক্ষণ তো ফুলের ছবি দেখালাম। চলুন এবার ফুল ছেড়ে ভিন্কিন কিছু দেখাই। এখন দেখাবো পায়রার ফটোগ্রাফি। পায়রা যদি খাচায় বন্দী না থাকে তাহলে তাদের যেন বেশি সুন্দর লাগে। আমার ছাদ থেকে পড়ন্ত বিকেলে প্রায়শই পায়রাদের ওড়াউড়ি উপভোগ করি। জোড়ায় জোড়ায় বসে পায়রারা মনে হয় সুখ দুখের গল্প বলে। আবার অনেক সময় লক্ষ্য করবেন দুইটা পায়রা গল্প।করলে ৩য়ু পায়রাটি গুটিসুটি মেরে বসে থাকে, অনেকটা অভিমানি ভংগিতে। পায়রাদের মধ্যে যে প্রেম তা যে কতটা নিখাদ তা দেখতে হলে আপনাকে বিকেল বেলা ছাদে যেতে হবে।

DSC_0510.JPG

DSC_0515.JPG

ফ্রেমেবন্দি মুক্ত পায়রা

বিকেলে ছাদে যাবেন আরো একটি কারণে। বলুন তো কি কারণ? সূর্যাস্ত দেখা। শীতকালে সন্ধ্যা নামার আগেই সূর্য মামা ডুবে যাবার প্রস্তুতি নেয়। এই মুহূর্তে সূর্য দেখতে ডিমের কুসমের মত হয়ে যায়। এমন সূর্য সমুদ্র সৈকতে আর এই শীতকালেই শুধু দেখতে পাওয়া যায়।তবে সমুদ্রে গেলে আপনার পকেট ফাকা হবে আর ছাদে দাড়ালে বিনে পয়সায় সুন্দর সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। চলুন এমন একটি ফটোগ্রাফি দেখাই।

DSC_0585.JPG

সূর্যাস্ত এর সুন্দর ফটোগ্রাফি

আমি প্রায়শই বিশেষ করে ছুটির দিনে বিকেল বেলা ছাদে গিয়ে এই সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করি।

তো, এই ছিল আমার আজকের করা র‍্যানডম কিছু ফটোগ্রাফি দিয়ে সাজানো এলব্যাম। কেমন হয়েছে আজকের ফটোগ্রাফি গুলো, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপ্ভ্লনাদের মতামত, ফটোগ্রাফি টিপস আমাকে আরো এমন সুন্দর ব্লগ লিখতে উৎসাহ দিবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই

Post Details

CameraNikon D5500
CategoryPhotography
Photographer@mukitsalafi
LocationDhaka,Bangladesh
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। নয়নতারা ফুলের সৌন্দর্য এবং লাউ গাছের ম্যাক্রো শটগুলো অসাধারণ। পায়রাদের মুহূর্তগুলোও খুব সুন্দরভাবে ধরা পড়েছে, আর সূর্যাস্তের ছবি একেবারে কবিতার মতো। প্রকৃতির এত সুন্দর দৃশ্য ক্যামেরায় তুলে ধরা সত্যিই প্রশংসনীয়। আপনার কাজগুলো দেখলে সত্যিই মনে হয়, আরো বেশি শিখতে হবে। ধন্যবাদ এই সুন্দর পোস্ট শেয়ার করার জন্য!

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ভাই বিশেষ করে আমার কাছে ভালো লেগেছে কবুতরের ফটোগ্রাফি গুলো। সবচেয়ে ভালো লেগেছে ,কবুতরগুলো বামে বসে ছিল সূর্য অস্ত যাচ্ছে। যা অনেক চমৎকার একটি দৃশ্য ছিল। কেননা আমি কবুতর পালন করি তো, তাই কবুতরের ছবিগুলি আমার কাছে অনেক ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

বেশ অনেক দিন পরে আপনার ফটোগ্রাফি আবার চোখে পড়ল যেটা দেখে কিছুটা ভালো লাগছে,, প্রত্যেকটা ফটোগ্রাফি সুন্দর তবে আমার কাছে লাউয়ের ডগা টাই বেশি পছন্দ হয়েছে,, আর কবুতর গুলোর কথা নাই বলে এক কথায় অসাধারণ,,।

আশা করছি এরকম দুর্দান্ত ফটোগ্রাফি আরো শেয়ার করবেন,,।

Loading...

আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে !আপনার হাতের প্রশংসা না করলেই নয় ।বিশেষ করে লাউয়ের ডগা ও সূর্য অস্ত যাওয়ার দৃশ্যের ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে!
লাউয়ের ডগার ফটোগ্রাফি গুলো দেখে আমার শৈশবের কিছু স্মৃতি মনে পড়ে গেল । শীতকালে লাউয়ের ডগার উপরে যে শিশির বিন্দু পড়ে থাকে তা দেখতে অসম্ভব সুন্দর লাগে । আপনার শৈল্পিক গুণ আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকবেন ।

অনেক অনেক ধন্যবাদ। এটা জেনে ভালো লাগলো যে আমার ফটোগ্রাফি দেখে আপনার ছোটবেলার কথা মনে পড়েছে। আমি চেষ্টা করবো আরো সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার। ভালো থাকবেন।

কিছু কিছু ফটোগ্রাফি আমাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয় যেমন আজকে যখন আপনার লাউয়ের ডগার ফটোগ্রাফি দেখলাম তখন ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল আসলে আপনার মত করে আমি নিজেও করতাম লাউ এর ডগা সাপ বানিয়ে সবাইকে ভয় দেখাতাম যেটা অনেক বেশি আনন্দ উপভোগ করতাম মুক্ত পায়রা গুলো যেমন আকাশের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে তারা যদি একটু ছুটি পেত তাহলে নিজের মনের আনন্দে অনেকটা সময় ব্যয় করতো আর সূর্যের ফটোগ্রাফি নয় যেটা অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

দাদা আপনার ফটোগ্রাফি সত্যিই অসাধারণ। আপনার ফটোগ্রাফি যতো দেখছি ততো ফটোগ্রাফির মায়ায় পড়ে যাচ্ছি। আমার কাছে পারসোনালি লাউ ফুলের ছবিটা বেশ ভালো লেগেছে। এছাড়াও সূর্য অস্তের ছবিটি মন কাড়ার মতো।

ভালো থাকবেন দাদা। আপনার ফটোগ্রাফি পোস্টটা দেখে খুব ভালো লাগলো।

ফটোগ্রাফি দেখলেই মন জুড়িয়ে যায় বিশেষ করে কবুতরের ফটোগ্রাফি অসম্ভব সুন্দর ছিল ভাই।। এছাড়া নয়নতারার ফুলের ফটোগ্রাফিও সুন্দর হয়েছে।। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ভালো থাকবেন।।

আপনার তোলা ফটোগ্রাফিগুলো সব সময়ই অসাধারণ হয়ে থাকে । আজও আপনি ফটোগ্রাফি মূলক পোস্ট নিয়ে হাজির হয়েছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি সুন্দর লাগছে তবে সূর্যাস্তের মুহুর্তটা খুব সুন্দরভাবে ক্যামেরা বন্দী করেছেন।