The diary game ||Better Life with Steem|| 10.12.2024

in hive-120823 •  3 months ago  (edited)

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের মত নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। আজকে শেয়ার করবো ১০ তারিখের কাটানো দিনালিপি। তো চলুন শুরু করা যাক।

20241211_103851.jpg

Cover Photo

কয়েকদিন ধরে সকাল বেলা শীত বেড়েছে, আজকে সকাল বেলা ঘুম থেকে ঊঠে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখি কিছুই দেখা যাচ্চছেনা। চারিদিকে কুয়াশাচ্ছন্ন অন্ধকার। মনে হচ্ছে কেবল ভোর হলো। কিন্তু ঘড়িতে সময় প্রায় ৭ টা।

20241210_072350.jpg

শীতের সকাল

এমন কুয়াশাচ্ছন্ন সকাল বেলা কম্বল মুড়িয়ে ঘুমানোর জন্য আদর্শ, যদিও আমাদের মত মানুষদের জন্য ছুটির দিন ছাড়া এমন সকাল কখনই সুখকর নয়। এমন কুয়াশাভেজা সকাল বেলা দেখতে পেয়ে মোবাইলের ক্যামেরায় বেশ কিছু ছবি ক্যাপচার করে রাখলাম।

ফ্রেশ হয়ে অফিসে বেরুবো মনে হলো আয়রণ করা শার্ট শেষ। দ্রুত কোন রকম একটা শার্ট আয়রণ করে নিলাম।

20241210_073436.jpg

হালকা নাস্তা সেড়ে নিয়ে ছুটলাম অফিসের পথে। অফিস পথে সকাল বেলা গুলশান লেকের পাশে বেশ কিছু ভ্রাম্যমান মাছের দোকান বসে। আমার কলীগ সেখান থেকে এক কেজি বোয়াল মাছ কিনলো। দাম নিল কেজি প্রতি মাত্র ৩৫০ টাকা। অথচো এই মাছ সন্ধ্যেবেলা বাজারের দোকান থেকে কিনতে গেলে লাগতো ৪৫০ টাকা।

20241210_083744.jpg
20241210_083739.jpg

অফিসে গিয়ে যথারীতি কাজের মধ্যে ডুবে থাকা, তবে আজকে অফিসে বস না থাকায় একটু রিল্যাক্স। ওফিসের ফাইল পত্র রাখার জন্য কিছু বক্স দেয়া হয়েছে আমাদের, অথচো এই ডিজিটাল যুগে উচিৎ ছিল সব ডকুমেন্টের স্ক্যান কপি করে পেপারলেস করে ফেলা। কিন্তু বাজেট স্বল্পতার কারণে সেটা আর হয় না।

20241210_175411.jpg

অফিসের ডকুমেন্ট রাখার বক্স


তবে আর খুব বেশি দিন বাকি নয়, যেদিন দেখবো অফিস গুলোতে কোন পেপার থাকবে না, সব সফট কপি দিয়ে কাজ চলবে। এতে করে পেপার বানাতে এত এত গাছ আর কাটতে হবে না, অফিসও থাকবে কাগজের স্তূপ মুক্ত। পরিবেশের ভারসাম্য বজায় থাকবে।

দুপুরে লাঞ্চের পর ছাদে গিয়ে দেখি ব্যাটমিন্টন খেলার আয়োজন চলছে। গতবারের মত এবছরেও টুরনামেন্ট হবে, এবারো অংশ নেয়ার ইচ্ছে আছে আমার। অবশ্যই সে সময় আপনাদের আপডেট জানাব।

অফিস শেষে বাসায় ফেরার পথে টুকটাক আজার থাকেই। আজকে মেয়ের জন্যে এক বক্স সুপার ক্লে, সাথে বার্মিজ কমলার একটা ব্যাগ নিলাম। দাম পড়লো ২২০ টাকা। মেহেকের এগুলো খুব পছন্দের।

20241210_201455.jpg

বাসায় গিয়ে ফ্রেশ হয়ে দেখলাম গিন্নি রান্না করছে, ছাদে লাগানো মিষ্টী কুমড়োর ফুল হয়েছিল, সেগুলো মেয়ে তুলে নিয়ে এসেছে, আজকে সেই মিষ্টী কুমড়ো ফুলের মচমচে ভাজা সাথে কুমড়ানি ভাজা হচ্ছে। একদিন এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো।

20241210_210809.jpg

গরম ভাতের সাথে কুমড়া ফুল ভাজা আর ইলিশ মাছ, সব মিলিয়ে দারুণ খাবার। ইলিশ মাছ রান্না হলে মেহেকের একটু পর পর খিদে লাগে, আজকেও রাতে তার খিদে পেয়ে গেল। তাকে খাইয়ে দিয়ে আমরাঅ খেলাম। সব মিলিয়ে আরো একটি সুন্দর দিন অতিবাহিত হলো।


Post Details

CameraSamsung M31
Photographer@mukitsalafi
LocationDhaka, Bangladesh
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...