কেমন আছেন সবাই?? আশা করি ডিসেম্বরের ছুটি অনেক ভালো কাটছে সবার। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবারো একটি দিনের দিনালিপি শেয়ার করতে চলে এলাম, আশা করি বরাবরের মত আজকেও আপ্নারা সম্পূর্ণ ব্লগটি পড়বেন।
![]() |
---|
অন্যান্য ছুটির দিন গুলির মত আজকেও ঘুম থেকে ঊঠে মাঠে যাবার কথা ছিল,তবে মেয়ে ঊঠে বায়না ধরলো সেও যাবে। এদিকে বাহিরে প্রচুর ঠান্ডা। তাকে নিয়েও যেতে পারছিনা, আবার রেখে গেলে কান্নার ক্যাসেট ২ ঘন্টা চলবে। বাধ্য হয়ে আর খেলতে যাওয়া হলো না।
ছাদে গিয়ে গাছ থেকে ছোট একটা লাউ নিয়ে এলাম। এই লাউ দিয়ে গিন্নি সকাল সকাল খিচুড়ি রান্না করে দিল। সবাই মিলে অনেক মজা করে খিচুড়ি খেলাম।
![]() |
---|
নাস্তা শেষ করে আমরা ব্যাগ গুছানোয় ব্যাস্ত হলাম। ডিসেম্বরের ৫ দিনের টানা ছুটি চলছে। এর মাঝেই খালাতো বোনের বিয়েতে যাবো বগুড়া। আজকেই আপুর বাসায় যাবো, ওখান থেকে সবাই মিলে বগুড়া। মেয়ে তার সাজুগুজুর জিনিস গুছানোয় ব্যস্ত হয়ে পুরো বিছানা জুড়ে কাপড় এলোমেলো করে ফেললো।
![]() |
---|
ব্যাগ গুছিয়ে রওনা হলাম আপুর বাসায়। শুক্রবারের দিনেও রাস্তায় অনেক বেশি জ্যাম পেলাম। জ্যাম ঠেলে আপুর বাসায় যেতে যেতে জুমার নামাজ মিস হয়ে গেল। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে সবাই দুপুরের খাবার খেয়ে নিলাম একসাথে। মেয়ে খাওয়া শেষে ফুফাতো ভাই দের সাথে খেলতে শুরু করলো। সে মহাখুশি আপ্নজনদের পেয়ে।
![]() |
---|
বিকেলে ছাদে গেলাম। এখানে ছোট বাচ্চারা খেলছে। ছাদে দেখলাম অনেক ধরণের গাছ। কলমি শাক এর গাছে খুব সুন্দর ফুল দেখে সেটা নিয়ে ফটোগ্রাফি শুরু করলাম।
![]() |
---|
![]() |
---|
সন্ধ্যার পর দুলাভাই দোকান থেকে ভাপা পিঠা আর চিতই পিঠা নিয়ে এলো। শীতের আসল মজা এই দুই পিঠা। পিঠা ছাড়া শীত যেন অসম্পূর্ণ থেকে যায়।
![]() |
---|
পিঠা খেয়ে চলে গেলাম ছাদে। ব্যাডমিন্টন খেললাম টান ২ ঘন্টার মত। আজকে তেমন বাতাস না থাকায় খোলা ছাদেও ভালো খেলা চললো।
![]() |
---|
এখানে বাসার পাশে একটা স্কুল আছে। সেই স্কুলে রাজনৈতিক দলের জনসভা হচ্ছে। রাতের বেলা এদের মাইকের শব্দে রীতিমতো ঘুম হারাম। বাংলাদেশের সব রাজনৈতিক দলের এমন আচরণ আদৌ বন্ধ হবে না।
![]() |
---|
স্কুলের খোলা মাঠকে তারা নিজেদের সম্পদ মনে করে, আর রাতের বেলা মাইক বাজিয়ে আশেপাশের মানুষদের ঘুম।হারাম করে তারা তাদের ক্ষমতার জানান দেয়। এটাই অপমার বাংলাদেশের অতি পরিচিত দৃশ্য। দেশ সংস্কারের সাথে এগুলোও যদি সংস্কার হতো, কতই না ভালো হতো।
Device | Samsung Galaxy M31 |
---|---|
Photographer | @mukitsalafi |
Location | Dhaka |
Congratulations, your post has been curated by @dsc-r2cornell. You can use the tag #R2cornell. Also, find us on Discord
Felicitaciones, su publicación ha sido votada por @ dsc-r2cornell. Puedes usar el tag #R2cornell. También, nos puedes encontrar en Discord
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখন বেশিরভাগই রাজনৈতিক গবেষণা চলে স্কুল-কলেজে, এইটা সত্য ভাই,তার ভিতরে যদি গভীর রাত্রে মাইক বাজায় আসলে খুব বিরক্ত একটা বিষয়।
এইটা ঠিক বলেছেন আমিও খুব পছন্দ করি ভাপা পিঠ, ভাই আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম পাঁচ দিনের ছুটি পাইছেন। তাই ফ্যামিলির সাথে সময় দেন।ভালো থাকেন ,সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@simonnwigwe thanks a lot for your support
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতের সকালে সবজি খিচুড়ি খাওয়ার মজাই আলাদা আর সেটা যদি হয় নিজের গাছের লাউ দিয়ে তাহলে তো আরো সোনায় সোহাগা।
মেয়ে মানে মেয়েই, সে যত ছোটই হোক না কেন। আর মেয়ে বলেই এত ছোট বয়সেও সাজগোজের জিনিস নিয়ে ব্যস্ত হয়ে পরে।
শীতের সময় পিঠা না হলে শীত খানিকটা অসম্পূর্ণ থেকে যায়।আগেতো সবাই উঠে পরে পিঠা বানাতে ব্যস্ত থাকতো। এখন পিঠার দোকান হয়ে অনেক ভালো হয়েছে।মানুষের কস্ট অনেকটাই কমে গেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit