নিজের যোগ্যতা নিজে অর্জন করে নিতে হয়।

in hive-120823 •  last year 

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভাল আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমি আপনাদের সামনে আজকে একটি বিষয় নিয়ে কথা বলব আজকের বিষয়টি হলো। নিজের যোগ্যতা নিজে অর্জন করে নিতে হয়।

আমাদের হয়তো কেউ যোগ্যতা অর্জন করে দেবে না সেটা আমাদেরকে নিজেদেরই অর্জন করে নিতে হবে, কেননা নিজের যোগ্যতা কেউ নিজে ছাড়া আর কেউ অর্জন করতে পারে না, আপনি যদি একটি কাজে সফলতা অর্জন করেন সেটা হবে আপনার নিজেরই সফলতা সেটা অন্য কারো সফলতা হবে না।

entrepreneur-593371_1280.jpg
Src
আপনি যখন একটি কাজে সফলতা অর্জন করবেন তখন মানুষ আপনাকেই সবাই চিনবে এবং সবাই আপনাকেই দেখবে যখন আপনি বাদে অন্য কেউ আপনার কাজে সহযোগিতা করে সফলতা এনে দেবে তখন কেউ আপনাকে চিনবে না এর কারণে নিজেকে চেনানোর জন্য নিজেকে কঠোর পরিশ্রম করে কাজে সফলতা আনতে হবে তাহলে অবশ্যই নিজের কিছু করতে পারবেন।

যখনই আপনি নিজে কাজ করে সফলতা অর্জন করবেন তখন মানুষের মুখে আপনি নিজেই শুনবেন যে সে নিজের যোগ্যতায় কিছু করে দেখিয়েছে সে অন্য কারোর কিছু দেখে করে নাই সে তার নিজের মাথা এবং বুদ্ধি দিয়েই করেছে।

কারণ যে কোন কাজ করতে গেলে আগে নিজেকে যোগ্যভাবে উপস্থাপনা করতে হবে মানুষের কাছে তাহলে আপনি মানুষের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারবেন, নিজের যোগ্যতা এমন একটা জিনিস যেটা টাকা দিয়ে কখনো কেনা যায় না এটা সবসময়ের জন্য নিজের জ্ঞান এবং বুদ্ধি থেকেই অর্জন করতে হয়।

আমি যদি লোকের কাজ দেখে সে কাজটি করেন তাহলে কখনোই আপনি সেটা নিজের যোগ্যতাই করেছেন বলে প্রমাণ করতে পারবেন না যখন আপনি নিজের বুদ্ধিতে কাজ করবেন তখন আপনার আশেপাশের মানুষই আপনাকে বলবে যে তুমি তোমার নিজের যোগ্যতায় এই কাজটি করেছে অবশ্যই এই কাজটা অনেক ভালো হয়েছে।

এর কারনে কারও কিছু না দেখে নিজের ভিতরে যেটা আছে সেটা দিয়েই কোন কাজ করলে সে কাজ খুব সহজভাবে হয়ে যায় কোন ঝামেলা ছাড়াই।

entrepreneur-593358_1280.jpg
Src

পৃথিবীতে হয়তো নিজের যোগ্যতায় অনেকেই অনেক কিছু করেছে আপনি ও তাদেরকে দেখে করতে পারেন কিন্তু তারা যেটা করেছে সেটা বাদে আপনি যদি অন্য কিছু করেন তাহলে সেটাই হবে আপনার নিজের যোগ্যতার প্রমাণ।

এরপর আমি মনে করি আমরা নিজেদের মনের ভিতরে যেটা আছে কিংবা আমাদের নিজেদের জ্ঞানও বুদ্ধি কাজে খাটিয়ে যে কাজটি করব সেটা অবশ্যই আমার নিজের যোগ্যতাই হবে।

তা আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি এ বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনার লিখনি এবং উপস্থাপনা সুন্দর। আসলেই আমাদের নিজের যোগ্যতা নিজের অর্জন করে নিতে হয় এতে করে আমাদের ভীত মজবুত হয় আমরা ভেতর থেকে সত্যিকার সাহস ও কর্মশক্তিতে শক্তিশালী হতে পারি যা আমাদের সফলতার পথ সুগম করে দেয়। আমাদের অন্যকে পুরোপুরো কপি না করে বরং তার কাজ থেকে অভিজ্ঞতা সংগ্রহ করে নিজের মতো করে করা উচিত এতে যদি সফল নাও হই তবুও আমাদের কিছুটা অভিজ্ঞতা সংগ্রহ হবে যা পরবর্তী সময়ে আমাদের সফলতার সাথে কাজ শেষ করতে সাহায্য করবে।

Thank you so much

সব সময় নিজের সাফল্য নিজেকেই অর্জন করে নিতে হয়। আর এর জন্য অবশ্যই চেষ্টা করতে হয় এবং সেই সাথে কঠোর পরিশ্রম করতে হয়। তবেই সফলতা অর্জন করা সম্ভব।

ধন্যবাদ আপনাকে খুবই সুন্দর একটা টপিক শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ আপনাকে

burnsteem25bangladesh দুইটা ট্যাগ মনে হয় একত্রিত হয়ে গেছে, একটু দেখে নিবেন।
আসলেই আমাদের নিজের যোগ্যতা নিজেই অর্জন করে নিতে হয় সময়ের সাথে সাথে, যোগ্যতা কখনোই কেনা যায় না আবার যোগ্যতা কোথাও বিক্রি হয় না, তাই পরিশ্রম ও মেধা খাটিয়ে নিজের যোগ্যতা অর্জন করতে হয়।
আর্টিকেলটি শিক্ষানীয় মূলক ছিল অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি আর্টিকেল আমাদের মাঝে উপস্থিত আনা করার জন্য।। ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল।