চিকেন মোমো তৈরির সহজ রেসিপি

in hive-120823 •  3 months ago 
Add a subheading (3).png
Made by Canva

Hello,

Everyone,

সকলের দিনগুলো কেমন কাটছে? নিশ্চয়ই ভালো কাটছে !জানি আমাদের সকলের বর্তমান সময় গুলো বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে কেটে যাচ্ছে , তারপরও আমরা সকলে চাচ্ছি ভালো থাকতে ও সুস্থ থাকতে। দু”দিন ধরে বৃষ্টি হচ্ছে ।এই বৃষ্টি যেমন পরিবেশটাকে শান্ত করে দিয়েছে ।আশা করি ঈশ্বর আমাদের দেশসহ সকল দেশের সমস্যা সমাধান করে দিবেন । সাধারণ জনগণ ভালোভাবে বাঁচতে পারবে।

IMG20240820201609.jpg

মোমো খেতে আমিও খুব পছন্দ করি । সকল প্রকার চাইনিজ খাবার ততটা পছন্দ করিনা তবে কিছু কিছু চাইনিজ খাবার ভালো লাগে ।তার ভিতরে মোমো হল অন্যতম ।মোমো ,চিকেন সুপ, থাই সুপ,অনথন এগুলো আমার খুবই প্রিয়।বাহিরে বৃষ্টি পরছে এখন ইচ্ছে করছে গরম গরম মোমো খেতে কিন্তু আমি এর আগে কখনো মোমো তৈরি করিনি ।বাহিরে যাবো তাও এখন সম্ভব নয় কারণ বাইরে বৃষ্টি পরতেছে ।

বাসায় তৈরি করার চেষ্টা করেছি চিকেন মোমো। সত্যি মোমো তৈরি করাটা ততটা কঠিন না ।একদম সহজ এবং কম সময় হয়ে যায়। এটা সহজে সকলে তৈরি করতে পারবেন। তবে চলুন আপনাদের সাথে আজ আমি চিকেন মোমো তৈরির সহজ রেসিপি শেয়ার করছি।

চিকেন মোমো তৈরি করতে আমি যা যা উপকরণ ব্যবহার করেছি

IMG20240820182658.jpg
চিকেন কিমা১কাপ
ময়দা১কাপ
আদা বাটা১/৪ চা চামচ
রসুন বাটা১/৪ চা চামচ
পেঁয়াজ কিউব করে কাটা১ চামচ
গরম পানিপরিমান মত
তেল১ টেবিল চামচ
লবণসাদ মতো
ধুনিয়া পাতা কুচি১ চা চামচ
কাঁচামরিচচারটা
জিরা গুড়া১/৪ চা চামচ
আলু সিদ্ধমাঝারি ১ টি

প্রণালি:

ধাপ :- ১
IMG20240820182900.jpgIMG20240820183311.jpg
মোমোর খামি তৈরি:

ময়দার সাথে স্বাদমতো লবণ ও এক চামচ সাদা তেল ভালো করে মেখে নিতে হবে। অল্প অল্প করে গরম পানি দিয়ে ভালো করে খামি তৈরি করব। মোমোর খামিটা রুটি থেকে একটু শক্ত হবে। ভালো করে ময়ান করতে নিতে হবে। ময়ান যত ভালো হবে মোমো তত তুলতুলে হবে ।এবার ১০ মিনিট ঢেকে রাখবো

ধাপ : -২
IMG20240820191517.jpgIMG20240820191743.jpg
মোমোর পুর তৈর :

প্রথমে কিছু হার ছাড়া মুরগির মাংস নিলাম এবং এটি ব্যালেন্ডারে কিমা করে নিয়েছি। চাইলে আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন। এবার চুলায় প্যান বসিয়ে দেব। প্যানে এক টেবিল চামচ সাদা তেল দিব ।তেল গরম হলে তাতে কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে কিছু সময় ভালো করে নেড়ে নেব ।

IMG20240820192353.jpgIMG20240820192450.jpg

পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন এর ভিতরে লবণ দেবো তাতে পেঁয়াজ আরো নরম হবে ।এবার চিকেন কিমা দিয়ে ভালো করে নেড়ে নেব। তার ভিতরে রসুন বাটা ,আদাবাটা, কাঁচা মরিচ দিবো । কিছু সময় নেড়ে নেব। এখানে আমি কোন হলুদ কিনবো মরিচের গুঁড়া ব্যবহার করিনি । জিরার গুড়া ব্যবহার করেছি এবং আলু সিদ্ধ দিয়ে ভালোকরে নেড়েচেড়ে দিব । নামানোর সময় কিছু ধুনিয়া পাতা কুচি দিয়ে আর কিছু সময় নেড়েচেড়ে নামিয়ে নিলাম ।পুর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলাম।

ধাপ :- ৩
IMG20240820193633.jpgIMG20240820194843.jpg
মোমো তৈরি

ময়দার খামিটা আরেকটু হাত দিয়ে ভালো করে ময়ান করে নেব এবং ছোট ছোট করে বল তৈরি করে নিব তাতে আমার প্রতিটি মোমোর আকৃতি একি হবে এবং কতগুলো মোমো তৈরি হবে তা বোঝা যাবে। প্রতিটি বল ছোট ছোট রুটি করে বেলে নিব । ভিতরে পুর দিয়ে পছন্দ মতো ডিজাইন তৈরি করে নেব। এখানে বলে রাখি আমি মোমোর ডিজাইন ততটা ভালো পারি না তবে চেষ্টা করেছি ।

IMG20240820200016.jpgIMG20240820200353.jpg

সবগুলো মোমো তৈরি করে নিলাম এবার মোমো স্টিমারে তৈরি করা খুবই সহজ। যেহেতু আমার মোমো স্টিমার ছিল না তাই আমি একটি পাতিলে পানি বসিয়ে দেই এবং তার উপরে একটি স্টিলের ঝাজরি বসিয়ে দেই । ঝাজরিতে তেল ব্রাশ করে দেই তাতে মোমো লেগে থাকবে না ।এমন পরিমাণ পানি দিতে হবে যেন পানি ফুটে ওঠার সময় ঝাজরি সাথে না লেগে যায়।

IMG20240820201353.jpgIMG20240820201356.jpg

প্রতিটি মোমো সুন্দরভাবে ঝাজরিতে সাজিয়ে দিলাম এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ।এভাবে ১০ থেকে ১৫ মিনিট ভাবে সিদ্ধ করতে হবে ।১৫ মিনিট পরে ঢাকনা সরিয়ে দিলাম এবং আমার মোমো তৈরি হয়ে গেল ।তুলতুলে নরম এবং সুস্বাদু মোমো বাসায় তৈরি করে নিলাম। গরম গরম মোমোর সাথে সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন। মোমো গুলো খেতে অনেক সুস্বাদু হয়েছিল ।

IMG20240820201411.jpg

বাসায় তৈরি করা প্রতিটি খাবারই স্বাস্থ্য সম্মত এবং সুস্বাদু হয়ে থাকে । এখানে অনেক টাকা বেচে যাবে। বাচ্চারা মায়ের হাতে খাবার খুবই পছন্দ করে ।মাঝে মাঝে চাইলে আপনারা বাসায় ভাবে তৈরি করে নিতে পারি ।আজ এখানেই বিদায় নিচ্ছি । নতুন কোন রেসিপি নিয়ে আবার আসব ।


◦•●◉✿ শুভ রাত্রি✿◉●•◦

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WD38ZqUeRnVUECQkCUtERy26TtJgXchPPruCuG4aYFBuTAMzpZcSvvMhve24nx82PpqjRpciui4qTvoaVEYW.png

Device Description
Smartphoneoppo
Smartphone Modeloppo A83(2018)
Photographer@muktaseo
Thank You So Much For Reading My Blog📖

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
TEAM 1

Congratulations!

THE QUEST TEAM has supported your post. We support quality posts, good comments anywhere, and any tags


post.PNG

Curated by : @sduttaskitchen

Thank you, Mam @sduttaskitchen.

Even though I don't know what this food is, it looks really delicious.

Loading...

মম খুবই পছন্দের একটি খাবার আমার। মম তৈরি করতে অনেক ভীষণ পছন্দ করি। বিশেষ করে যখন মম সেভ দেওয়া হয়। তবে আপনার পোস্টটি করে খুব ভালো লাগলো,শুধু সুন্দর ছবি নায় খুব সুন্দর ভাবের ধাপে ধাপে উপকরণ উপস্থাপন করেছেন।

মোমো খেতে আমি ভীষণ পছন্দ করি। মোমো তৈরির ছবি ও উপকরণসহ সমস্ত কিছু খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ছবিসহ সুন্দরভাবে প্রত্যেকটা ধাপে ধাপে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

প্রথমত মোমো, তার উপর আবার চিকেন মোমো, এটা আমার ভীষণ ভীষণ ভীষন পছন্দের একটি রেসিপি। আপনার তৈরি মোমো গুলো দেখতে ভীষণ লোভনীয় হয়েছে। তাছাড়া আপনি খুবই সুন্দরভাবে এই রেসিপির প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন, এই ধাপগুলো দেখে অতি সহজেই যে কেউ মোমো তৈরি করতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

ওয়াও খুব সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করলেন। যে মোমো তৈরি করতে না পারে আপনার রেসিপিটি দেখে খুব সুন্দর ভাবে ও সহজ করে তৈরি করতে পারবে। আমি একদমই মোমো তৈরি করতে পারতাম না কিন্তু আপনার এই রেসিপিটা দেখে কিছুটা শিখতে পারলাম। ধন্যবাদ খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করলেন।।