মুগ ডাল দিয়ে খাসির মাথা রান্নার সহজ রেসিপি

in hive-120823 •  14 days ago 
IMG20240909200715.jpg
মুগ ডাল দিয়ে খাসির মাথা রান্নার সহজ রেসিপি

Hello,

Everyone,

আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন । রান্না হল একটি শখের বিষয়। বর্তমান সময় মেয়েদের পাশাপাশি ছেলেরাও রান্না করতে খুবই আগ্রহি। আর রান্না যতটা মনোযোগ দিয়ে করা হয় রান্না তত সুস্বাদু হয়, এটা আমার বিশ্বাস।

আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন রান্না করা। রান্না হচ্ছে আমার কাছে একটি শিল্প। পরিবারের সকলের মন রক্ষা করতে মেয়েরা চেষ্টা করে নতুন নতুন খাবার তৈরি করতে, যা খেয়ে সবাই প্রশংসা করবে। আমিও এর ব্যতিক্রম নই ।

আমি আপনাদের সাথে শেয়ার করছি ” মুগ ডাল দিয়ে খাসির মাথা রান্নার সহজ রেসিপি” । বৃষ্টির দিনে খিচুড়ি ,ঘন ডাল, ইলিশ মাছ ভাজা এইসব খাবারগুলো খেতে ভালোই লাগে। এটি পরোটার সাথেও ভালো লাগে , গরম ভাত / পোলাও দিয়ে খাওয়া যায় । আমরা সাধারণত মাছের মাথা দিয়ে “মুড়িঘন্টা ”রান্না করি ।

খাসির মাংস দিয়েও রান্না করা হয়। আজ আমি রান্না করছি খাসির মাথা দিয়ে, সেটি খেতেও ভালো লাগে। তবে চলুন শুরু করে দেই আজকের রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ

IMG20240909165226.jpgIMG20240909165239.jpg
IMG20240909165406.jpgIMG20240909165410.jpg
IMG20240909165245.jpg
হাসির মাথাএকটি
মুগ ডাল২৫০ গ্রাম
পেঁয়াজএক বাটি
রসুন বাটাএক চামচ
আদা বাটাএক চামচ
জিরা গুড়াএক চামচ
ধুনিয়ার গুড়াএক চামচ
হলুদ গুঁড়াএক চামচ
মরির গুড়া১.৫০ চামচ
১০লবণপরিমাণ মতো
১১সরিষার তেলপরিমান মত
১২কাঁচা মরিচ৪-৫ টা
১৩তেজপাতাদুইটা
১৪দারচিনিদুই টুকরা
১৫এলাচচারটা
১৬লবঙ্গ৪-৫ টা
১৭গরম মসলা গুড়াএক চামচ
১৮ঘিএক চামচ

রন্ধন প্রণালী

ধাপ ১
IMG20240909171653.jpg

মুগ ডাল ভাঁজে নিলাম। সরিষার তেল দিয়ে ভেজে নিলে মুগ ডালের কাঁচা গন্ধ থাকে না । উষ্ণ গরম পানিতে মুগ ডাল কিছু সময় ভিজিয়ে রাখবো।

ধাপ ২
IMG20240909165753.jpg

খাসি মাথাটি ভালো করে পরিষ্কার করে নিতে হবে । ১ চামচ লেবুর রস ও উষ্ণ গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ।তাতে খাসির মাংসের গন্ধটা থাকে না।

ধাপ ৩
IMG20240909170321.jpgIMG20240909170823.jpg

গোটা মসলা গুলো রেখে বাকি সব মশলা ও ২ চামচ সরিষা তেল দিয়ে মাংস ভালো করে মেখে নিলাম। মাংসটা ভালো করে মাখিয়ে কিছু সময় রেখে দেব। এক লিটারের একটি প্রেসার কুকার নিলাম। তেল গরম হলে গোটা মসলা গুলো দিয়ে দিলাম। তেজপাতা ,দারচিনি, এলাচ ,লবঙ্গ দিয়ে একটু নেড়ে নিলাম । পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ হালকা বাদামী রং হলে কিছু উঠি নিলাম। মেরিনেট করা মাংসগুলো দিয়ে দেব এবং ভালো করে কসিয়ে নেব । আমি মগজ রেখে দিলাম ,কিছুক্ষণ পরে দেব। মাংসের সঙ্গে দিলে এটা ভেঙে যাবে ।

ধাপ ৪
IMG20240909174619.jpgIMG20240909174854.jpg

সামান্য গরম পানি দিলাম । ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন তেল ভেসে আসবে তখন গরম পানি দিব এবং প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে দেব। এভাবে চার থেকে পাঁচটি ছিটি পরার পর যখন মাংস ৮৫% সিদ্ধ হবে তখন ডালগুলো দিয়ে দিব ।

IMG20240909180317.jpg

ডালটি যেহেতু একটু ঘন হবে আর মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে তাই বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই । এবার দুটো ছিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুটো ছিটি পড়ে গেলে ঢাকনাটা খুলে নেব ।মুগ ডাল রান্না করা হয়ে গেছে ।এবার নামানোর আগে এক চামচ ঘি ও এক চামচ গুঁড়া গরম মসলা দেব । অল্প কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব ।হয়ে গেল আমার মজাদার ”মুগ ডাল দিয়ে খাসির মাথা রান্না সহজ রেসিপি ”।

IMG20240909200714.jpg

এবার পরিবেশন পাত্রে ঢেলে নিলাম এবং উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম । গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন অথবা পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। অবশ্যই বাসায় একদিন তৈরি করে দেখতে পারেন ।আমার মত অনেকেই রান্না করেছেন, তবে যারা এখনও রান্না করেনি তাদের জন্য এই রেসিপি । আশা করি অনেকের উপকার হবে ।আজ এখানে বিদায় নিচ্ছি ।অন্য কোনদিন নতুন রেসিপি নিয়ে আবার আসব ।

8Prrv7p5W83L7oFHxvWZQ5rzoJj7rUGVWQREWBaRkivXoXuzoDze6w8k1L7JFSvaLfKW5UELWgsskDEiZ41EVU3YTYeAQe2a1fze9uuBo151gAQ6CtsyD2JhZ6bvsxn5jGDxjacN3JN2bfFD3Kmh2FqrsqGVZCkPuutaXqqWMA59MVzDcfGD4KMrwbDLkW1sHDhTL7qgmmMMH8YSGLoxdBK.png

Device Description
Smartphoneoppo
Smartphone Modeloppo A83(2018)
Photographer@muktaseo
Thank You So Much For Reading My Blog📖

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

মুগ ডাল দিয়ে খাসির মাংস রান্না হয়, তা আমার জানা ছিল না। খাসির মাংস খেতে তো আমি ভীষণ পছন্দ করি। মুগ ডাল দিয়ে খাসির মাংস রেসিপিটি প্রত্যেকটি ছবি আর উপকরণের সাহায্যে খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

তাইতো বলি আমরা খাসির মাংস রান্না করলে এত গন্ধ বের হয় কেন ? আমরা তো রান্নার পদ্ধতি জানিনা আজকে তো আপনার লেখা না পড়লে জানতেই পারতাম না শিক্ষাণী বিষয়টা মিস করতাম।

যাইহোক লেবুর রস ও হালকা গরম পানি দিয়ে খাসির মাথা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছেন যাতে করে গন্ধটা বের হয়ে যায় এটা আমার জানা ছিল না। এছাড়াও আপনি খাসির মাথার মাংস রান্নার পদ্ধতিটা খুব সহজে আমাদের কাছে উপস্থাপনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।

মুগ ডাল দিয়ে খাসির অথবা রান্না করার সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন, মুগডাল দিয়ে খাসির মাথা রান্না করা আমার কাছে সম্পূর্ণ নতুন মনে হয়েছে, আপনার রেসিপিগুলো বরাবরই সুন্দর হয়, অসংখ্য ধন্যবাদ সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

খুবই চমৎকার একটি রান্না। আপনার কাছে এই খাবার ভালো লাগে।আপনি খাবার তৈরি রেসিপি গুলো সুন্দরভাবে ধাপে ধাপে বর্ণনা করেছেন এটা আমার কাছে খুবই ভালো লেগেছে।সুন্দর রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

"মুগ ডাল দিয়ে খাসির মাথা" খুবই ইউনিক এবং সুস্বাদু শোনাচ্ছে। আপনি যেভাবে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা বুঝিয়েছেন, তা থেকে বোঝা যায় আপনি রান্নার প্রতি কতটা আগ্রহী এবং যত্নশীল। আপনার রেসিপি খুবই সহজ এবং সবার জন্য উপকারী হবে। আশা করছি অনেকেই এই রেসিপিটি ট্রাই করবেন। নতুন কিছু শিখতে পারলাম, অনেক ধন্যবাদ! আশা করি আপনার পরবর্তী রেসিপির জন্য অপেক্ষা করতে হবে না। শুভকামনা রইলো!