Source |
হ্যালো স্টিমিট বন্ধুগন |
---|
নদীর ধার. জলাভূমি .চরাঞ্চল. পাহাড়. গ্রামের কোন কোন উঁচু জায়গা শরৎ এলে কাশফুলের ঝাড় বেড়ে ওঠে। বর্ষার ঋতুকে বিদায় জানিয়ে শরৎ ঋতুর আগমনী বার্তা জানিয়ে দেয় সাদা কাশফুল। শান্ত স্নিগ্ধ শরৎ ঋতুর সকালে শিশির ভেজা কোচি ঘাসের উপরে ঝরে পড়া শিউলি ফুলের মিষ্টি সুভাষ প্রকৃতিকে ভরিয়ে দেয় ।
সবুজ ঘাসের উপর শিশির বিন্দু জানিয়ে দেয় ঋতুরানী শরৎ নতুন সাজে সেজে উঠেছে। শাপলা, পদ্ম, জুই , কেয়া, শিউলি ও কাশফুলে সেজে ওঠে ঋতুরানী শরৎ। শরৎ ঋতুর প্রকৃতির প্রেমে মুগ্ধ হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন ‘শিউলিতলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লীবালা, শেফালি পুলকে ঝরেপড়ে মুখে খোঁপাতে চিবুকে আবেশ-উতলা’।
Source |
কবিগুরু রবীদ্রনাথ ঠাকুর তার" শরৎ " কবিতায় শরৎকে এভাবে রূপায়ণ করেছেন : আজ কি তোমার মধুর মুরতি, হেরিনু শারদ প্রভাতে! হে মাত বঙ্গ, শ্যামল অঙ্গ, ঝলিছে অমল শোভাতে।আরো অনেক অনেক বিশিষ্ট কবি সাহিত্যিক ঋতুরানী শরৎকে নিয়ে কাব্য, উপন্যাস রচনা করেছেন ।
শরৎ এলে পরে কৃষকদেরকে আবার কর্মব্যস্ততা বেড়ে যায়। বর্ষাকালে কৃষি খেতে পানি থৈ থৈ করে তখন কৃষকের অলসতায় সময় কেটে যায় । বর্ষার পানিতে পলিমাটি বয়ে আনে। সেই পানি নেমে যাবার পরে কৃষিজমি উর্বর হয় এবং কৃষক আনন্দে আবার ধানের বীজ বপন করতে শুরু করে।
জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার ফলে এবং আধুনিকতার উন্নয়নের ফলে অনেক খাল বিল, গ্রাম অঞ্চলের ফাকা জায়গা ভরাট করে বসতবাড়ি নির্মাণ করা হয়েছে । এখন আর সেই আগের মত কাশফুল কিংবা শাপলা দেখা যাচ্ছে না ।
তবে এখনো বিশেষ বিশেষ কিছু বিলে পদ্ম ও শাপলা ফুল দেখা যায়।তা দেখতে দূর দূরান্ত থেকে প্রকৃতিপ্রেমী মানুষ ছুটে আসে । বরিশাল জেলার উজিরপুর উপজেলায় বিশাল বিলে শরৎ ঋতুতে শাপলা ফুলে পরিপূর্ণ হয়ে যায়। যা” শাতলা বিল ” নামে পরিচিত। পরিবারের সকলকে নিয়ে সেই বিলে ছোট ছোট ডিঙি নৌকা করে ঘুরে বেড়ানোর আনন্দটাই অন্যরকম ।তবে আমার এখনো সেই বিলে যাওয়ার সুযোগ হয়নি ।
আমরা দিন দিন এতটাই কর্মব্যস্ত হয়ে পরেছি বা নিজেকে এতটাই ব্যস্ততার ভিতরে রাখি যেন আমাদের মন মানসিকতা রোবটে পরিণত হয়ে যাচ্ছে। আমাদের মন থেকে সেই প্রকৃতি প্রেম , ভালবাসা যেন শুকনো কাঠের মত হয়ে যাচ্ছে । আমাদের সন্তানরা হয়তো বলতে পারবেনা কোন ঋতুতে প্রকৃতি কেমন করে সেজে ওঠে ।
তারা প্রকৃতির সাথে পরিচিত হওয়ার সময় পাচ্ছে না বা আমরা তাদেরকে প্রকৃতির সাথে পরিচয় করিয়েদিচ্ছি না ।বাংলাদেশ এই ছয়টি ঋতুতে কিভাবে যে সেজে ওঠে তা বাচ্চারা ভুলতে বসেছে।
সাদা কাশফুল বলে দিচ্ছে দুর্গা মা বাবার বাড়িতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর বেশি দিন বাকি নেই । শরতের এই দিনে মা তার সন্তানদের নিয়ে পৃথিবীতে আসেন । মা এই পৃথিবী বাসীর সমস্যা দূর করে দেবেন , সকলকে ভাল রাখবেন এবং সুস্থ রাখবেন সেই কামনা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি ।
ঠিক বলেছেন, আমরা যেন নিজের ব্যস্ততার কারণে দিন দিন রোবট হয়ে যাচ্ছি, প্রকৃতি উপভোগ করার সময় যেন আমাদের হয় না, অথচ প্রকৃতিকে উপভোগ করলে জীবনের কাজের আগ্রহ আরো বৃদ্ধি পায়, শরৎ ঋতু নিয়ে খুব সুন্দর পোস্ট করেছেন, আপনার পোস্টটা পড়ে খুব ভালো লাগলো, ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শরৎ কাল সত্যিই খুব ভালো লাগে। এই সময় চারিদিকে বিভিন্ন রকম ফুল ফুটে থাকে দেখে মন ভরে যায়। কাশফুল দেখে মনে হয় যেন দুর্গাপূজা চলে এসেছে। আপনার পোস্টটা পড়ে মনে হচ্ছে পুজো আর বেশি দিন নেই। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শরৎকাল আমার কাছে খুবই ভালো লাগে। তবে আপনার লেখাটি পড়ে আমি বুঝতে পারলাম আপনি আসলে কাশফুল ভালোবাসেন। আমার কাছেও কাশফুল খুবই ভালো লাগে। সুন্দর লেখাটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রকৃতির সঙ্গে আপনার গভীর ভালোবাসা আর স্নিগ্ধ বর্ণনা মন ছুঁয়ে গেল। কবিদের লেখা আর শরতের মধ্যে সেই বিশেষ যোগসূত্রও খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। প্রকৃতির এই অপরূপ রূপ আমাদেরকে আবারও মনে করিয়ে দেয় আমাদের শিকড়ের কথা। সত্যিই, আমাদের ব্যস্ত জীবনে প্রকৃতির প্রতি এই মুগ্ধতা যেন হারিয়ে যাচ্ছে, বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে। আপনার লেখাটি এই রোবটিক জীবনের মাঝে প্রকৃতির প্রতি আমাদের ভালোবাসা জাগিয়ে তুলতে অনুপ্রেরণা দিচ্ছে।
শরতের এই সৌন্দর্য উপভোগ করুন আর আমাদের সাথে আরও এমন সুন্দর লেখা শেয়ার করুন!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit