![]() |
---|
Hello,
Everyone,
আজ সকালবেলা পাখির ডাকে ঘুম ভেঙে গেল। অনেকদিন পর এভাবে মিষ্টি পাখির ডাক শুনতে পেলাম। রাজধানীতে শুধু গাড়ির আওয়াজ এবং ইট পাথর বড় বড় দালানকোঠা নির্মাণের সেই শব্দ ছাড়া আর কোন কিছু শোনা যায় না ।খুব কম পাখির ডাক শোনা যায় কিন্তু আমার ছোট বোনের বাসার পাশের পরিবেশ অনেকটাই ভিন্ন।
আজকের সকাল |
---|
![]() |
---|
এখনে অনেক খোলা জায়গা আছে যার জন্য এখানের আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। মনে হচ্ছে যেন, সেই গ্রামের বাড়ির পরিবেশ । জানিনা, পাঁচ বছর পরে এমন পরিবেশ থাকবে কিনা। এখন লেক, ডোবা-নালা সবকিছুই বালি দিয়ে ভরে সেখানে বড় বড় ভবন নির্মাণ করছে । এখানকার এই ফাঁকা জায়গাগুলো আর ফাঁকা থাকবে না।
মাঝে মাঝে মনে হয়, ঢাকায় যে পরিমাণে বহুতল ভবন তৈরি হচ্ছে , ঢাকা শহরের মাটি কতদিন আর এর ভাড় বহন করতে পারবে। যাহোক সকালবেলা ঘুম থেকে উঠে আজও বারান্দায় গেলাম। প্রকৃতিক কুয়াশার চাদরে ঢেকে আছে। এখানে এখনও অনেক গাছপালা আছে আর সেই গাছে সাদা বক বাসা বেঁধেছে। সকালবেলা সাদা বকের আনাগোনা চলতেছে ।
![]() | ![]() |
---|
প্রকৃতি অনেক সুন্দর |
---|
গতকাল হঠাৎ বোন ফোন দিল দুলাভাই অসুস্থ ।আমরা গতকাল রাতে ওদের বাসাতে আসি। হঠাৎ ঠান্ডা-গরম, বাহিরের ধুলাবালি এই সবকিছু মিলি দাদা ভাই অসুস্থ হয়ে পড়েছে । আমরা অনেক সময় আপনজনের বিপদে আসতে পারে না কিন্তু যদি কাছাকাছি থাকি তখন যে কোন মুহূর্তে হোক তার বিপদে আমরা পাশে থাকতে পারি ।
ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নেই । কোন কিছু খাবার অনিচ্ছা থাকা সত্যেও তা খেলে অনেকেরই এমন সমস্যা দেখা যায় । কারো বাসায় গেলে তাদের যত্ন করে বানানো খাবার গুলো হয়তো আমাদের খেতে ইচ্ছে করছে না কিন্তু সামাজিকতার খাতিরে তা খেতে হয় আর তখনই হয় বিপদ ।যার জন্য অনেক অসুস্থ হয়ে পরে ।
গতকাল দাদাভাই এমন পর্যায়ে গিয়েছিল যে তাকে হাসপাতালে ভর্তি হতে বলেছিল কিন্তু সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তিনি আগের থেকে অনেক অনেক সুস্থ আছে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছেন।
আজকের দুপুর |
---|
![]() |
---|
আমার মেয়ে তো তার ভাইকে পেয়ে অনেক খুশি। সারাদিন ভাইকে নিয়ে থাকছে । তাকে ঘুম পাড়ানো ,তাকে খাওয়ানো ।আমি দুপুরের রান্না বসিয়ে দিলাম । দুপুরের খাবার শেষে কিছু সময় বিশ্রাম নিলাম।
আজকের সন্ধ্যা ও রাত |
---|
![]() | ![]() |
---|
বাচ্চাদের নিয়ে বাহিরে ঘুরতে আসলাম এবং দাদা ভাইয়ের জন্য ওষুধ ,ডাব ও সবজি নিলাম ।এই শীতে গরম গরম চিকেন মোম খেতে বেশ লাগে ।মোম গুলো অনেক ফ্রেশ ছিল । আমরা অর্ডার দেবার ৪৫ মিনিট পরে খাবারগুলো দিয়ে ছিলে। এখানের প্রতিটি খাবার ফ্রেশ এবং সুস্বাদু ছিল ।এখানের দই ফুচকা অনেক সুস্বাদু হয় । আজকে দই ফুচকা ছিল না।
ছোট বাবুটা তো আমাদের পেয়ে অনেক খুশি । বাচ্চারা সব সময় সবার সাথে একত্রে থাকতে ভালোবাসে। ওদের সাথে থাকলে আমার মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। জীবনের এই সময়টাই সবথেকে বেশি সুন্দর ।
![]() |
---|
আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম । এইতো, এভাবে কেটে গেল আমার আজকের সারাদিন ।আশা করি আপনাদের দিনগুলো খুব ভালো কেটে যাচ্চে ।এই শীতের দিনে বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদের প্রতি আমাদের বেশি লক্ষ্য রাখতে হবে ।
একবার যদি ঠান্ডা লেগে যায় তাহলে সে ঠান্ডা সেরে উঠতে অনেক দিন সময় লাগে ।আর সকলে খাবারের প্রতি বিশেষ যত্ন নিবেন ।অযথা বাহিরের খাবার খাওয়া থেকে বিরত থাকুন। যতটা সম্ভব বাসার তৈরি খাবার খাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি ।শুভরাত্রি ।
Device | Description |
---|---|
Smartphone | Redmi |
Smartphone Model | Redmi Note 13(2024) |
Photographer | @muktaseo |

Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hello dear.. it was good to know about your daily life routine.. Momos are my favourite, they are looking Tempting 😛
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সব মিলিয়ে খুব সুন্দর একটা দিন কেটেছে আজ আপনার হঠাৎ করে আপনার বোনের বাসায় যাওয়ার কারণ তার হাসবেন্ড কিছুটা অসুস্থ,, তবে শুনে ভালো লাগলো তুমি এখন একটু সুস্থ বোধ করছেন।।
মাঝেমধ্যে এরকম বাহিরে বের হলে ভালই লাগে,, সেই সাথে বিকালে বাহিরে গরম গরম চিকেন মোমো অসাধারণ ব্যাপার,, আপনার দিনটা শুভ হোক সেই প্রার্থনা করছি।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরিবারের ভেতরের কেউ একজন অসুস্থ হলে কারোরই ভালো লাগে না। যাই হোক এখন উনি একটু সুস্থ এটা জেনে ভালো লাগলো। এবার শীত হঠাত করেই নেমে এলো। দুদিন ধরে সকাল বেলা কুয়াশা সাথে হিম বাতাস বইছে, এমন শীত আসলে গ্রামে গেলে বেশি এনজন করা যায়। কিন্তু আমরা এই যান্ত্রিক শহর ফেলে চাইলেও সব সময় যেতে পারি না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit