Made by Canva |
Hello,
Everyone,
আজ সকল সনাতন ধর্মাবলম্বীরা বাড়িতে বাড়িতে শ্রী শ্রী রাধার জন্মতিথি পালন করে থাকেন। সকলের বিশ্বাস শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী যেভাবে পালন করা হয় সেভাবে রাধাষ্টমী পালন করলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পূর্ন হয় ।শ্রী কৃষ্ণ অনেক খুশি হন, মানুষের মনোবাসনা পূর্ণ হয় , সংসারে আর্থিক সচলতা আসে , সমস্ত অমঙ্গল দূর হয় ।
রাধাষ্টমী ব্রত পালন |
খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হই এবং সংসারে সকল কাজ করি। আজ আমরা রাধাষ্টমী ব্রত পালন করছি্। সকাল বেলা পুজো দিয়ে আমর “ শ্রী শ্রী রাধা রামন ইসকন বৃন্দাবন, উত্তরা ঢাকা” এই মন্দিরের এসেছি। আশেপাশে এলাকার পরিবেশটা অনেক সুন্দর। এটি উত্তরা হাউজিং এর কাছে । মনে হচ্ছে যেন , একদম মুক্ত গ্রামের পরিবেশ । সাদা কাশফুল শরতের আগমনী বার্তা জানিয়ে দিচ্ছে।
এই হাউজিং এর ভিতরে ফাঁকা প্লোট গুলো কিছুদিনের ভিতরেই বিশাল অট্টালিকা গড়ে উঠবে ।এ হাউজিং এর ভিতরে পাশাপাশি দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও একটি বহুতল বি জি এম ই অফিস স্থাপিত হয়েছে । তার পাশেই মেট্রো রেল উত্তরা স্টেশন ।
আজ দুপুরে সূর্যের তাপ খুব প্রখর ছিল । এখানে অনেক ভক্তবৃন্দ সমাগম ছিল, রাধা গোবিন্দের অভিষেক শুরু হয়ে যায়। মন্দির, মসজিদ, গির্জাসহ সকল ধর্মস্থান হল পবিত্র স্থান । এখানে আসলে মন পবিত্র হয়। আজ এখানে অনেক ভক্তবৃন্দের সাথে আমার আলাপ হলো ।অনেক দূর - দূরান্ত থেকে ভক্তবৃন্দ এসেছে রাধাগোবিন্দের দর্শন পেতে।
রাধা গোবিন্দের অভিষেক দর্শন এবং পুষ্পাঞ্জলি দিতে পারা সত্যি খুবই সৌভাগ্যের বিষয় । আমি আর দশটা গৃহিনীর মত সংসার ও ধর্ম এই নিয়ে বাকি জীবনটা পার করে দিতে চাই। আমার অনেকদিন থেকেই মনের ভিতরে একটা বাসনা ছিল, রাধা গোবিন্দের বিগ্রহ বাসায় প্রতিষ্ঠা করব । যদি রাধাগোবিন্দ কৃপা করে এবং তার সেবা করার সুযোগ করে দেয় আমাকে ।
আমি রাধা গোবিন্দের বিগ্রহ এবং কিছু পোশাক এই মন্দির থেকে কিনে নিয়েছি। এই শুভ জন্মতিথিতে শ্রী রাধারানীর প্রিয় খাবারগুলো তাকে নিবেদন করা হয় ,সেই ভোগ দর্শন করা একটি পূর্ণের । আজকে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
আমরা সকলে মন্দিরে প্রসাদ পেলাম। ভেবেছিলাম আরো কিছু সময় থাকবো কিন্তু প্রচন্ড গরম ছিল এবং মেয়েটা উপবাস ছিল । মামনী অনেক ক্লান্ত ছিল তাই আমরা বাসায় চলে আসি। এভাবে কেটে গেল আমার আজকের এই পবিত্র দিন ।আশা করি সকলের দিন ভালো কেটেছে এবং সকলে পরিজন নিয়ে ভালো আছেন। সবার জন্য শুভকামনা রেখে বিদায় নিচ্ছি ।
Device | Description |
---|---|
Smartphone | oppo |
Smartphone Model | oppo A83(2018) |
Photographer | @muktaseo |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you, sir.@aviral123
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hello dear, I am a woman 😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
No problem , ma'am😍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রাধাষ্টমী উপলক্ষে আপনাদের ঢাকাতে খুব ধুমধাম করেই রাধাষ্টমী পালন করা হয়। আমাদের এখানে জন্মাষ্টমীর মত ঘরে ঘরে রাধাষ্টমী পালন করা হয় না রাধাষ্টমী সম্পর্কে অনেকে এখনো কিছুই জানেনা। দেখেই মনে হচ্ছে রাধাষ্টমী তে বহু ভক্তের সমাগম হয়েছে। আশা করি রাধাষ্টমীর দিনটি খুব আনন্দসহকারে কাটিয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধর্মীয় উৎসবগুলোতে সকলের মজা করা উচিত।
আমাদের ধর্মীয় উৎসবগুলোকে আমরা সব সময় উপভোগ করি এবং মন ক্ষুন্ন কখনোই থাকি না। এই উৎসবগুলো মূলত আসে আমাদের আনন্দিত এবং খুশি করতেই।
ধন্যবাদ আপনার ধর্মীয় সম্পর্কে কিছু লেখার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit