Hello,
Everyone,
সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আরেকটি সুন্দর দিন পার করলাম ।গাঁদা ফুল বারো মাস পাওয়া যায় । তবে এটি শীতকালীন ফুল হিসেবে বেশি পরিচিত । বাড়ির আঙিনায় যখন ছোট্ট গাঁদা ফুল গাছে ফুল ফোটে তখন সত্যি চোখটা জুড়িয়ে যায়। আমার গাঁদা ফুল অনেক প্রিয়। প্রিয় বন্ধুরা আপনাদের কোন ফুল প্রিয় তা মন্তব্য করে জানাতে পারেন ।গাঁদা ফুল অনেকদিন পর্যন্ত ভালো থাকে।
সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাবিদের সাথে নিচে হাঁটতে নেমেছিলাম। গাছে ফুল দেখে সত্যিই খুবই ভালো লাগলো ।গাঁদা ফুল জানিয়ে দিচ্ছে শীতের দিন চলে এসেছে ।আমরা কিছুক্ষণ হাটাহাটি করে কিছু সবজি কিনে বাসায় চলে আসি।
আজকে নাস্তা তৈরি করতে ভালো লাগছিন লা। কলা ও ব্রেড দিয়ে সকালবেলা নাস্তা সেরে নিলাম ।স্নান করে সকালবেলার প্রার্থনা করি । প্রার্থনা শেষে প্রতিদিনের মতো দুপুরের রান্না সম্পূর্ণ করতে রান্না ঘরে চলে আসি কিন্তু রান্না করার মাঝ পথে গ্যাস ফুরিয়ে গেল। অর্ধেকটা রান্না বাকি ছিল । ঢাকা আশার পরে ১২ কেজি গ্যাস সিলিন্ডার ২০ থেকে ২১ দিন এর বেশি যাচ্ছে না। কিন্তু বরিশাল থাকাকালীন একই সিলিন্ডারে এক মাস চলে যেত, মাঝে মাঝে তো এক মাসের কিছু দিন বেশি যেত।
কেয়ারটেকার ভাইকে ফোন দিলে তিনি সিলিন্ডার পরিবর্তন করে দেয়। যাইহোক রান্না শেষে করে মা মেয়ের দুপুরে খাবার খেয়ে নিলাম ।আজ মনটা ভালো ছিল না তাই কোন কাজও করতে ইচ্ছে করছে না। বিকেল বেলা মা-মেয়ে সিএসডি সুপার শপ চলে গেলাম, সংসারের কিছু টুকিটাকি বাজার করে নিলাম।সিএসডি ক্যাফে বসলাম এবং মেয়ের পছন্দের খাবার অর্ডার করল। এখানে খাদ্যের গুনগত মান অনেক ভালো।
দিন দিন দ্রব্যমূল্র্য হুহু করে বৃদ্ধি পাচ্ছে। কিছুই করার নেই, যেখানে আলু ২০ টাকা কেজি দরে ছিল এখন সেই আলু ৮০ টাকা দরে কিনতে হচ্ছে । যখন ১ কেজি চালের মূল্য ছিল ৩০টাকা তখন সরকার বলেছিল ভাতের পরিবর্তে আলু বেশি খেতে বলতেন ।এখনতো আলুর মূল্য ৮০ টাকা তবে দরিদ্র জনপন কি খাবে? অনেকের ৮০টাকা কেজি দরে আলু কিনে খাওয়া কঠিন হয়ে যাচ্ছে । কি বলবো কোন সবজি ১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছেনা বলেই চলে।
বাসায় আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, ফ্রেশ হয়ে সন্ধ্যাকালীন প্রার্থনা করে নিলাম।জাহিদ ভাবী তার ভাগ্নে বউকে নিয়ে আমাদের বাসায় আসলেন। বিকেলে এসেছিল কিন্তু আমরা বাসায় ছিলাম না বিধায় আসতে । মজার বিষয় হল, তার ভাগ্নে ও ভাগ্নেবৌ দুজনই ২০২৫ সালে এইচএসসি পরীক্ষার্থী ।আমি শুনে অবাক! বর্তমান যুগে এসেও বাল্যবিবাহ দিচ্ছে বাবা-মা। তবে এটা প্রেমের বিয়ে নয়। এটা দুই পরিবারের আনুষ্ঠানিকতার মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়।
ছেলে ও মেয়ের বাবা হলেন দুই বন্ধু। তাদের এই সম্পর্কটাকে আরও গভীর করতে তারাই ছেলে-মেয়েদের বিয়ে দিয়েছিল। ছেলের বাবা একটু অসুস্থ ছিলেন তাই ভাবছে, হয়তোবা ছেলে পড়াশোনা করে দূরে কোথাও চলে গেলে যদি তার বন্ধুর মেয়েকে বিবাহ না করে, সেজন্য এই চলতি বছরের জানুয়ারি মাসে তাদের সন্তানদের বিয়ে দিয়েছিলেন । যারা এখনো পড়াশোনা শেষ করে নি বা ওদের নিজেদের কাজ গুলো ভালো করে করতে পারে না তারা আবার সংসারের দায়িত্ব পালন করবে?
বউটা অনেক মিষ্টি । ভাবির সাথে গল্প করতে করতে কখন যে রাত দশটা বেজে গেল তা বুঝতে পারলাম না ।এরই মাঝে আর্মিবাবু বাসায় চলে আসলেন । এভাবেই কেটে গেল আমার ১২ তারিখের দিন। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজ এখানে বিদায় নিচ্ছি ।শুভ রাত্রি ।
Device | Description |
---|---|
Smartphone | oppo |
Smartphone Model | oppo A83(2018) |
Photographer | @muktaseo |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you, Ma'am. @alexanderpeace
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোটবেলায় নিজেদের বাসায় কল পারে গাঁদা ফুল গাছ রোপন করতাম গাঁদা গাছের ডাল ভেঙে রোপন করলে সেই গাছ গুলো বেঁচে যেতো এবং সেখানে অনেক সুন্দর সুন্দর গাঁদা ফুল ফুটে থাকতো যা দেখতে আসলে অনেক ভালো লাগতো আপনার ধারণা করা ফুলটি অসাধারণ ছিলো আপনার সারাদিনে কার্যক্রম শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit