Made by Canva |
Hello,
Everyone,
বন্ধুরা আবার চলে আসলাম ১৩ ই নভেম্বর দিনলিপি নিয়ে । আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এক একটি দিন পার করে যাচ্ছি মনে হচ্ছে যেন ভালো দিনগুলো ছেড়ে যাচ্ছি।আমরা যত সামনে যাচ্ছি তত কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। এখন আমাদের জীবনযাত্রা অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে ।
সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম চোখ খুলে নীল আকাশ এবং সবুজ গাছপালা দেখি। সকাল বেলা সবুজ দেখলে চোখের জ্যোতি বৃদ্ধির পায়। এটা কোন একদিন অনলাইন মাধ্যমে আমি পড়েছিলাম । কিন্তু এই ইট পাথরের শহরে নীল আকাশ দেখা গেলও গাছপালার দেখা মেলে না ।
আমি গাছপালা খুবই ভালোবাসি । লাকি বাম্বুর বৈজ্ঞানিক নাম Dracaena sanderiana। এটি বাসায় থাকলে আপনার বাসায় লক্ষী বিরাজ করে। এটা যে কতটাই আমাদের ভাগ্য পরিবর্তন করবে তা বলতে পারি না ।যাই হোক ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নিলাম । বসুন্ধরা সিটি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স মার্কেট যাওয়ার জন্য আমরা তৈরি হয়ে নিলাম।
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বিলাসবহুল মার্কেটে একই ছাদের নিচে আপনার প্রয়োজনীয় সকল কিছুই এখানে পাবেন। এই মার্কেট ওপেন হয় সকাল দশটা থেকে তবে ১০:২০ মিনিটে শোরুমের মালিক ও কর্মচারীগন প্রবেশ করেন। ক্রেতাদের এন্ট্রি হয় ১০:৩০ মিনিটে।
সকাল ১০ঃ৩০ থেকে রাত ৯ টা পর্যন্ত মার্কেট খোলা থাকে ।দেশি-বিদেশি সকলের পণ্য এখানে পাওয়া যায়। এই মার্কেটটি সপ্তাহের মঙ্গলবার বন্ধ থাকে এবং বাকি ছয় দিন খোলা থাকে। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। এখানে সিনেমা হল থেকে শুরু করে রেস্টুরেন্ট সকল কিছুই আছে। তবে আজ কোন মুভি দেখতে আসেনি ।আমাদের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে এসেছিলাম।
মার্কেট গুলো ঘুরে দেখতে দেখতে চোখ ধরে যায় ।আমার সব থেকে ভালো লেগেছে এখানের লিফট গুলো ক্যাপসুল আকৃতি ।জুয়েলারি শোরুম গুলো খুব সুন্দর করে সাজানো। ভারি ভারি অলংকার রয়েছে ,একদম সেই রাজা-রানী আমলের সেই অলংকার। সবাই বলে স্বর্ণের দাম অনেক বেশি কিন্তু এই জুয়েলারি শোরুমে আসলে মনে হয় না যে স্বর্ণের দাম বেশি ।
এত ভারী ভারী জুয়েলারি ,একটি হারে ওজন হবে নিম্নতম ২০ থেকে ৩০ ভড়ি ।দিন দিন যে পরিমাণে চুরি, ডাকাতি, ছিনতাই বেড়ে যাচ্ছে সেই বড় বড় হার কিভাবে তারা বাসায় রাখবে 🤔 আমি সেই চিন্তা করছি ।সেদিন আমার এক বান্ধবী, মেডিকেল কলেজ থেকে ক্লাস শেষ করে বাসায় আসার পথে এক ছিনতাই স্বর্ণের কানের দুল নেয়ার জন্য খুব ধস্তাধস্তি করেছিল কিন্তু নিতে পারিনি। মিতুর কানের দুল নিতে না পারলেও তার কান কেটে যায় ।
তার ছয়টি সেলাই লেগেছে । ছিনতাইকারিকে ধরে ফেলেছিল ।সাধারণ জনগণ অনেক মারধর করলো ।এই ছোট ছোট জিনিস নিয়ে এত মার খাওয়া কি দরকার । ছিনতাইকারি বড় বড় জিনিস দেখতে পারি না ! এখান থেকে বড় বড় একটা জিনিস নিয়ে তারপরে মার খাওয়াতে শান্তি আছে 🥰 মজারছলে বললাম কেউ কিছু মনে করবেন না ।
আমরা যতই বলি আমাদের দেশ গরিব। আমাদের দেশেও এমন এমন অনেক ধনী ব্যক্তি আছেন, তাদের কাছে এইসব কিছুই না। কিন্তু আমাদের মত মধ্যবিত্তদের কাছে অনেক কিছু।বর্তমানে যারা ধনী তারা আরো ধনী হচ্ছে আর যারা দরিদ্র তারা আরো দরিদ্র হচ্ছে। সৎ ভাবে টিকে থাকা এবং নিজেকে প্রতিষ্ঠিত করা অনেক কঠিন হয়ে যাচ্ছে।
তবে আমার কাছে মনে হয় সৎ ভাবে বড় হওয়া কঠিন হলো তা স্থায়িত্ব আর অসৎ ভাবে অর্থ উপার্জন করলে, সেই অর্থ ধরে রাখা যায় না ।যাইহোক আমরা ঘুরলাম তবে এই জায়গাতে আরও একদিন আসতে হবে বাচ্চাদের নিয়ে। বিকেল ৪টার বাসায় চলে আসি। এভাবে কেটে গেলো দিনটি।আজ এখানে বিদায় নিচ্ছি ।সকলের দিনগুলো ভালো কাটুক সেই আশা রেখে আজ বিদায় নিচ্ছি ।
◦•●◉✿ শুভ রাত্রি✿◉●•◦
Device | Description |
---|---|
Smartphone Model | Redme note 13 |
Photographer | @muktaseo |
@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 3/8) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit