Made by Canva |
Hello,
Everyone,
সকলকে জানাচ্ছি মিষ্টি শীতের শুভেচ্ছা ।আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন । আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আমিও ভাল আছি। কিন্তু আমি মানসিকভাবে ভালো নেই ।
সকাল |
---|
সকাল নয়টার সময় জায়েদ ভাবী জারামণিকে আমাদের বাসায় রেখে তার বড় ছেলে (রাফি)কে স্কুল থেকে আনতে যেতো । যা আমার আগের পোস্ট গুলোতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। একটি ঘন্টা ওর সাথে থাকতে থাকতে কখন যে জারা আমার মেয়ের মতো হয়ে গেছে তা বুঝতে পারিনি।
আমরা সকলেই জানি, মাতৃত্বের স্বাদ পেতে হলে অবশ্যই ৯ মাস গর্ভে সন্তান ধারণ করতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে , মা হতে হলে সন্তান নয় মাস গর্ভে ধারণ করতে হবে এমন কথা নেই । মায়ার বাঁধনে পড়লে অন্যের সন্তান নিজের সন্তানের মত হয়ে ওঠে ।
জারাকে একটি দিন না দেখতে পেলে মনে হয় যেন সেদিনটা আমার ভালো যায় না ।কি যেন এক শূন্যতা কাজ করতে থাকে। জারার সাথে যখনই কোন ছবি তুলে অনলাইন মাধ্যমে পোস্ট করি তখনই আমার আত্মীয়-স্বজনের অনেকেই মনে করে জারা আমার মেয়ে। আমি আবার নতুন করে মা হয়েছি ।
নিজে গর্ভে ধারণা না করেও আমি জারার মা হয়ে গেলাম ।সেই মেয়েটা আজকে আমায় ছেড়ে তার নানার বাড়ি যাবে এবং অনেকদিন থাকবে । এই কয়টা দিন সকাল ৯ঃ০০ টার সময় আর কলিং বেল বেজে উঠবে না ।দুপুরবেলা রান্নার সময় ভাবি জারাকে নিয়ে দৌড়ে আসবে না।ভাবী বলবে না , জারাকে একটু ধরেন আমি রান্না করব।
দুপুর |
---|
ওকে ছাড়া যেন আমার ঘর শূন্য শূন্য লাগছে। জারা এই মাসের ১০ তারিখে চার মাসে পড়ল । এই কয়টা দিনে মেয়েটা কত আপন হয়ে গেল । কোনো কাজই করতে ভালো লাগছে না ।তারপরেও দুপুরের রান্না করতে হবে। মেয়ের কলেজ আছে আর্মি বাবুর অফিস থেকে দুপুরে বাসায় আসবেন । বাসায় অতিথি আছে, ওদের জন্য খাবার দাবার তৈরি করতে হবে।
আমি দুপুরের রান্নার আয়োজন করি এবং রান্না শেষে অতিথিদের জন্য ডিম দিয়ে ক্রামেল পুডিং তৈরি করি ।ক্রামেল পুডিং বাচ্চাদের খুবই প্রিয় । মাত্র চার-পাঁচটি উপকরণ দিয়ে খুব সহজে এই পুডিং তৈরি করা যায় ।
পুডিং তৈরি করতে আমার যা যা প্রয়োজন হয়েছিল:
দুটি ডিম
এক কাপ চিনি
৫০০ গ্রাম তরল দুধ
ভ্যানিলা এসেন্ট ৩ ফোটা
গুড়া দুধ এক চামচ
চিনি এক কাপ
পুডিং তৈরি পুরো প্রণালী দেখতে হলে আমার ইউটিউব চ্যানেল থেকে একবার ঘুরে আসুন ।
লিংক নিচে দেওয়া হল।
রাত |
---|
যেহেতু বাসায় অতিথি আছে তাই আমি লেখার সময় পাচ্ছি না । আপনারা অনুগ্রহ করে একবার আমরা এই ইউটিউব পরিবার থেকে ঘুরে আসুন । আমার নাতনির জন্য বানানো হয়েছে তাই ওকে সাথে নিয়ে পুডিং কেটে নিলাম । বাচ্চারা ক্রামেল ডিমের পুডিং খুবই মজা করে খেয়েছে ।তারা আজ অনেক খুশি।
মেয়েটা সারাক্ষণ বাসায় একা থাকে , বাসায় কোন অতিথি আসলে সে অনেক খুশি হয় ,তাকে সাজিয়ে দেয়, তার সাথে অনেক গল্প করে ,তখন সে আমার কাছে আসেও না ।তার ছোট মাসিকে হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে।
তারা গান করছে। তাদের সময়টা অনেক সুন্দর কেটে যাচ্ছে ।আসলে টাকা পয়সার অভাব হলে হয়তো শ্রম দিয়ে পূর্ণ করা যায় কিন্তু ভালবাসার অভাব হলে তা কখনো পূরণ করা যায় না ।আমরা যতই ব্যস্ত থাকি তার মাঝে আপনজনের সাথে কাটানো সময়টুকু আমাদের মনের শান্তি এনে দেয় ।
আমার দিনগুলো এভাবেই কেটে যাচ্ছে । কে কোনটা খেতে পছন্দ করছে, কি করলে খুশি হচ্ছে, সবকিছু সামলিয়ে খুব ব্যস্ততায় সময় পার করছি। তার ভিতরে জারা মনির কথা খুব মনে পড়ছে। দুপুরবেলা ভাবী রান্না করতে পারছে না জারাকে আমার বাসায় দিয়ে যেত । আমি রান্না ফেলে জারাকে নিয়ে বসে থাকতাম। মানুষ যদি একবার মায়ায় জড়িয়ে যায় সেই মায়া থেকে বেরিয়ে আসা আসলেই অনেক কঠিন ।
আজ এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ।
Device | Description |
---|---|
Smartphone | Redme |
Smartphone Model | redme Note( 2024) |
Photographer | @muktaseo |
আমিও আপনার সাথে সহমত মা হওয়ার জন্য নয় মাস সন্তানকে গর্ভে রাখতে হবে এমন কোন কথা নেই। অনেক সময় অন্যের সন্তান ও নিজের সন্তান হয়ে ওঠে তার সাথে আত্মার একটি সম্পর্ক তৈরি হয়ে যায়।
যেহেতু সে আপনার কাছে থাকতো এবং তাই আপনি তাকে নিজের মেয়ের মতো করে রাখতেন এবং তাকে আপনি ভালোবেসে ফেলেছেন। যাই হোক আজকে আপনার মনটা অনেক খারাপ জারা তার নানুর বাড়ি যাচ্ছে সে অনেক দিন থাকবে বলে এটা ভেবে আপনার খারাপ লাগছে।
খারাপ লাগবে এটাই স্বাভাবিক। কি আর করবেন কিছু দিনের ব্যাপার সে আবারো আপনার কাছে আসবে মন খারাপ করবেন না। মায়ের জাত এমনি হয় মায়ের একটু নরম তরী হয়ে থাকে এটা শুনেছি আজ আপনার পোষ্টের মাধ্যমে দেখছি। যাই হোক আপনার একটি দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি মায়ার বন্ধন এমনই হয় যা রক্তের সম্পর্ককে হার মানিয়ে দেয় । আমার বাবা যেহেতু সরকারি চাকরিজীবী ছিলেন তাই আমরা প্রতি জেলায় তিন বছর করে থাকতাম ,তখন দেখা যেত আমাদের বাড়ির মানুষের থেকে আমাদের প্রতিবেশীরাই বেশি আপন ছিলেন। কোন সুবিধা অসুবিধে তারাই প্রথমে এগিয়ে আসতেন ।আর আমাদের ফোন পেলে তারপরে আসতেন এটাই তো বাস্তব।
প্রতিবেশী যদি ভালো হয় তাহলে সেই হতে পারে ভালো বন্ধু ।সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার দিনলিপির প্রথম অংশ থেকেই কমেন্ট করার চেষ্টা করেছি। হয়তোবা সন্তান জন্ম দেওয়ার সময় মায়েদের অনেক কষ্ট হয় তবে সেই কষ্ট সেকেন্ডেই পরিবর্তন হয়ে যায় যদি সন্তান ভালোভাবেই পৃথিবীর মুখ দেখে মায়ের সমস্ত কষ্ট এক নিমিষেই ভুলে আনন্দ উৎসবের নেটে উঠে।
আপনার কথা ঠিক কিছু কিছু সম্পর্ক হয়তোবা গর্ভধারণ করা ছেলেদের চাইতেও গভীর হয়ে থাকে মায়ের বন্ধন আসলে লিখে শেষ করার মত নয়।
পুডিং আমি কখনো খাই নাই তবে মাঝেমধ্যে আপনাদের ভিডিও দেখতে পাই অথবা পুডিং বানানোর রেসিপি অনেক দেখেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit