Better life with steem || The Diary Game || 23-October-2024||

in hive-120823 •  23 days ago  (edited)
Add a subheading (1).png
Made by Canva

Hello,

Everyone,

আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন ।আমি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে ভালো আছি । তবে কিছুদিন থেকে আমার দাঁতে খুব সমস্যা হচ্ছিল।আসলে আমরা, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিনা ।

আমরা মেয়েরা সব সময় নিজের স্বাস্থ্যের দিকে ততটা লক্ষ্য রাখি না। যখন প্রথম পর্যায়ে কোনো সমস্যা অনুভব করি তখন খুব অবহেলা করি । ছোট সমস্যা সেরে যাবে, বলে সে সমস্যাগুলো এড়িয়ে যায় ।কিন্তু যখন সমস্যা গুলো গভীর হয় তখন আর সামলাতে না পেরে তখন বলতে বাধ্য হই।

আবার অনেকে আছেন, স্ত্রী অসুস্থ হবে সেটা অনেকে পছন্দ করে না। সে চায় তার স্ত্রী সব সময় ফিট থাকবে ,কোন সমস্যা থাকবে না, সবসময় সংসারের কাজ করবে, সবকিছু এক হাতেই করবে। আমি প্রতিনিয়ত সকাল এবং রাতে ঘুমিয়ে পড়ার আগে দাঁত ব্রাশ করে থাকে তারপরেও যে এই সমস্যাটা হলো বুঝতে পারেনি ।

কিছুদিন থেকে দাঁতে খুব ব্যথা করছিল , উপর থেকে দাঁতগুলো খুবই ভালো দেখাচ্ছে। কিন্তু দাঁতের যখন এক্সরে করা হল তখন ধরা পরল উপরের ৭ নম্বর দাঁতটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিতর থেকে ক্ষয় হয়ে গেছে তাই ব্যথা করছিল।

আমি ২২ তারিখ ডাক্তার দেখিয়েছিলাম। তিনি প্রথমে একটি এক্সরে দিলেন এবং এক্সরে রিপোর্ট দেখে বললেন, রুট ক্যানেল করতে হবে। ২৩ তারিখ ডেট দিয়েছিলেন ।আমি বুঝতে পারছি না উপর থেকে দেখতে খুবই ভালো ছিল দাঁতগুলো কিন্তু ভেতর থেকে এত বড় ক্ষত হয়ে গেছে তা বুঝতে পারিনি ।আসলে আমাদের সকলেরই উচিত অন্তত বছরে একবার হলেও দাঁতের ডাক্তারের কাছে যাওয়া ।তবে দাঁত বেশি দিন ভালো থাকবে।

আজকের সকাল
IMG20241023144702.jpg

আজকে আমার রুট ক্যানেল করার তারিখ ছিল তাই সকালে উঠে নাস্তা তৈরি করতে পারিনি । মা মেয়ে হালকা খাবার খেলাম। সিএমএস এর চিকিৎসা বাংলাদেশে যতগুলো হাসপাতাল আছে তার ভিতরে সর্বাধিক । এখানে উন্নত ধরনের চিকিৎসা দেওয়া হয় ।কিন্তু সমস্যা হল একটাই এখানে সককিছু নিয়মের ভিতরে চলতে হয়।

যেহেতু এটি একটি সামরিক হাসপাতাল এখানে সেনা ,নৌ ও বিমান বাহীনির সকল সদস্য এবং সদস্যের পরিবারবর্গ বিনামূল্যে চিকিৎসা পেয়ে থাকেন তাই সবকিছুই নিয়ম অনুযায়ী চলতে হয়। আমি সকাল ৮টায় সিএমএসে গিয়েছি। ডেন্টাল বিভাগে সিরিয়াল দিয়েছি। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ভাইয়া তখনও আসেনি কিন্তু অনেক রোগী এসে গেছেন।

সবাই সবার দায়িত্বে মেডিকেল বই জমা দিয়েছেন । সকাল সাতটায় এসে আমার শিরিয়াল পেয়েছি ৮ । অপেক্ষা করছি কখন ডাক্তার আসবেন । আটটার সময় মেডিকেল এসিস্ট্যান্ট ভাই চলে আসলেন এবং সমস্ত খাতা গুলো এন্ট্রি করলেন। অনেক ভাই ও ভাবীরা চলে আসলেন এখন। এখন অনেকের দাঁতের সমস্যা হয় । ছোট থেকে বড় অনেকেই দাঁতের সমস্যায় ভুগছেন। যাইহোক আমার রুট ক্যানেল শুরু হলো সকাল ৯টায় ।

বর্তমান সময়ে চিকিৎসা ক্ষেত্র অনেক উন্নত হয়েছে । প্রথমে আমার ক্ষতিগ্রস্ত দাঁতের চারপাশের জায়গা অসাড় করে করে নিয়েছেন । তাই চিকিৎসা চলাকালীন আমি তেমন কোন ব্যাথা অনুভব করতে পারিনি। কিন্তু মনে হচ্ছে যেন আমার বাম সাইডের চোখ থেকে দাঁত পর্যন্ত সমস্ত কিছু অসাড় হয়ে আছে ।কোন কিছুর অনুভূতি ছিল না । মনে হচ্ছে মাথা অনেক ভারী হয়ে গেছে।

আজকের দুপুর
IMG20241023223924.jpg

রুট ক্যানেল হয়ে যাবার পরে আমরা কিছু সময় আর্মি বাবুর জন্য অপেক্ষা করি। দুপুর ১টার সময় তিনি আমাদের বাসায় নিয়ে এলেন । আমি গতদিন বেশি রান্না করে রেখেছিলাম। আমি আর কিছু খাইনি খুবই ক্লান্ত ছিলাম, কিছু সময় বিশ্রাম নিলাম ।আর্মি বাবু মেয়েকে খাবারগুলো গরম করে দিয়েছেন ।ওরা খাবার খেলো।

আজকের সন্ধ্যা ও রাত
IMG20241023172341.jpgIMG20241023172345.jpg

ডাক্তার আমাকে নরম খাবার খেতে বলেছিলেন ।শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না ।সন্ধ্যার আযানের ধ্বনি শুনে বিছানা থেকে উঠে বসলাম । আর্মি বাবু রাতে অনেকগুলো গাছ নিয়ে আসলেন । তিনি জানেন আমি গাছ খুব পছন্দ করি ।গাছ গুলো দেখে আমার মনটা অনেক ভালো হয়ে গেল।

IMG20241023172321.jpg

এই গাছ গুলোর অনেক বিশেষ গুন আছে। ঘরের সুসমৃদ্ধি বৃদ্ধি করে মানিপ্লান্ট গাছের। স্পাইডার প্লান্ট এটি থাকলে ঘরের ভিতর দূষিত কালো ছায়া দূর হয়ে যায় এবং এলার্জি প্রতিরোধকারী । এভাবে আরও অনেক গুন আছে তা আমি অতটা ভালো জানিনা ।আর্মি বাবু যা বললেন তাই শুনলাম।

IMG20241023172418.jpg

এভাবে কেটে গেল আমার ২৩ তারিখের সারা দিনও রাত্ । আপনাদের কেমন কাটছে দিনগুলো তা মন্তব্য করে জানাতে পারেন ।ওভালো কথা , কে কে গাছ পছন্দ করেন তাও জানাতে পারেন ।আজ এখানেই বিদায় নিচ্ছি । ভালো থাকুন , সুস্থ থাকুন এবং নিজের দাঁতের যত্ন নিন ।

Thank You So Much For Reading My Blog📖


3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

যাইহোক আমার রোড ক্যানেল শুরু হলো সকাল ৯টায় ।

  • আপনার লেখা পড়তে পড়তে নিজেই যেন নিজের পুরোনো দিনের দাঁতের ব্যাথা অনুভব করলাম। উপরের লাইনে সামান্য ভুল চোখে পড়লো তাই লাইনটি উল্লেখ করলাম। বেশিরভাগ মেয়েদের এটি স্বভাব, আমরা ততক্ষণ ডাক্তারের কাছে যাই না যতক্ষণ ব্যাথা সহ্য করতে পারি। তাই বছরে একবার চেক আপ করার কথা আমাদের জন্য প্রযোজ্য নয়। তবে হ্যাঁ এটা করা উচিৎ। গাছগুলো দেখতে সত্যিই ভালো লাগছে। আজকাল বাইরে গাছের সংখ্যা কমছে, তাই এই ইন্ডোর প্ল্যান্ট গুলোর অন্যান্য উপকারিতা ছাড়াও এগুলো আমাদের সুস্থ ভাবে বাঁচার ছোট্ট একটি মাধ্যম হতে পারে। ভালো থাকবেন।

দিদি আপনার গুরুত্বপূর্ণ সময় ব্যায় করে পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবা।

আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দিদি।

দাঁতের সমস্যা অনেকেরই হয়ে থাকে। সাধারণত দাঁতের ক্ষয় হয়ে যাওয়ার কারনে সমস্যা দেখা দেয়। দাঁতের যত্ন নেওয়ার পর সমস্যা দেখা হয়। তবে প্রথম অবস্থাতে ডাক্তারের পরামর্শ নিলে দ্রুত ভালো হয়ে যায়। এখন শুধুমাত্র নির্দিষ্ট স্থানে ইনজেকশনের মাধ্যমে অসাড় করে নেওয়া হয় যাতে রোগীর যন্ত্রণা অনুভব না করে। আপনাকে খুশু করতেই হয়ত এত গাছ নিয়ে এসেছিলো। ধন্যবাদ আপনাকে আপনার কার্যক্রম তুলে ধরার জন্য। ভালো থাকবেন।