Better life with steem || The Diary Game || 26th August, 2024 ||Happy Janmashtami morning to night||

in hive-120823 •  last month 
IMG20240826212354.jpg
শুভ জন্মাষ্টমী সকাল থেকে রাত

আমার সকল স্টিমিনিয়াম বন্ধুদেরকে জানাচ্ছি কৃষ্ণ জন্মাষ্টমীর শুভেচ্ছা ।ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে এই ধরাধামে অবতরণ করে। দুষ্টের দমন এবং শিষ্টের পালন করতে ভগবান শ্রী বিষ্ণু ভিন্ন ভিন্ন অবতর রূপে এই পৃথিবীতে আবির্ভূত হন ।

IMG20240826211524.jpg

ভগবান শ্রীকৃষ্ণের রূপ হল বিষ্ণুর অষ্টম অবতার ।প্রতিবছর আমাদের দেশেও এই দিনটি অনেক আনন্দ উৎসবে পালিত হযতো। কিন্তু আপনারা সকলেই জানেন , এই বছরটি আমাদের দেশের জন্য ততটা ভালো যাচ্ছে না । সমস্যা লেগেই আছে । এই মাসের ভয়াবহ বন্যায় ফেনী , নোয়াখালী সহ আরো আটটি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে।

IMG20240826200859.jpg

এবারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব আয়োজন খুবই সীমিত ছিল। কোন শোভাযাত্রা হয়নি। এই উৎসবের জন্য যা ব্যয় করা হতো সেই অর্থ বন্যার্তদের সাহায্যের জন্য দান করা হয়েছে। এটা হয়তো শ্রীকৃষ্ণ চেয়েছিলেন তাই আয়োজন ছিল খুবই সীমিত ।আমিও চেষ্টা করেছি আমার সাধ্যমত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করা।

IMG20240826102515.jpg

যেহেতু আর্মি বাবু তার অফিসের জন্য ব্যস্ত ছিলেন তাই আমাকে সবকিছু আয়োজন করতে হয়েছিল । আমার শ্বশুর বাড়িতে জন্মাষ্টমীর এই দিনে অনেক বড় অনুষ্ঠান হতো কিন্তু আমার শাশুড়ি মা মারা যাওয়ার পরে তত বড় অনুষ্ঠান করা হচ্ছে না। এখন আর সব ভাইয়েরা একত্রে বাড়িতে আসে না।

IMG20240826170827.jpg

আমি ততটা মন্ত্র , তন্ত্র বা বিধি-বিধান জানি না । শাশুড়ি মায়ের কাছ থেকে আমার সব কিছু শেখা। বলতে গেলে, তিনি হাতেধরে আমাদেরকে সংসারের সমস্ত কিছু শিখিয়েছেন। আজ মা আমাদের মাঝে নেই ।ঈশ্বর তাকে স্বর্গের সুখে রাখবেন। আজ মায়ের কথা খুবই মনে পড়ছে ।

IMG20240826202154.jpg

বরিশাল থাকাকালীন ফুল কাকা আমার বাসায় ফুল, বেলপাতা, তুলসি সমস্ত কিছু নিয়ে আসতো। ঢাকায় এসে আমি সবকিছু পাচ্ছিনা ।আমার ফুল, বেলপাতা সংগ্রহ করার জন্য দূরের মন্দির যেতে হয় ।সবকিছু আমি একা নিজের হাতেই করেছিলাম ।সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত ঘর পরিষ্কার করলাম এবং স্নান করে গোপু সেনাকে ঘুম থেকে উঠালাম এবং তাকে স্নান করে ফল ভোগ দিলাম।

IMG20240826202329.jpg

এরপরে চলে আসি রান্নাঘরে । সবার প্রথমে গোপাল শোনার জন্য জন্মদিনের কেক তৈরি শুরু করি। যখন কেকটা অর্ধেক সময় হয়ে আসলো তখনই হঠাৎ গ্যাস চলে গেল। আমি খুব চিন্তায় পড়ে গেলাম এবার কিহবে । হাজব্যান্ডকে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি কেয়ারটেকার বলেন।তিনি ৮ মিনিট পরে গ্যাস সিলিন্ডার পরিবর্তন করে দিলেন।

IMG20240826210858.jpg

আমি ভেবেছিলাম আজকে হয়তো কেক নষ্ট হয়ে যাবে। কিন্তু না, গোপাল সোনার আশীর্বাদে নিরামিষ কেক ভালো হয়েছিল। একটু একটু করে আমি সমস্ত কাজ করে নিলাম ।প্রথমে আমি পিঠা , সুজি, লুচি রান্না করে নিলাম ।

এরপরে ফল প্রসাদ বানিয়ে নিলাম ।সন্ধ্যা হয়ে গেলো । গোপু সোনার আবির্ভাবের শুভক্ষন চলে আসে। আমি প্রথমে হলুদ, গিলা বেটে নিলাম এবং দুধ, মধু ঘি,অঘরু ও ভিবিন্ন্ ফলের রস দিয়ে গোপাল সোনাকে স্নান করালাম। আমি ১০৮টি তুলসী পাতা দিতে পারেনি । আমার কাছে ততটা তুলসী পাতা ছিল না তাই আমি ১১ টি তুলসী পাতা ও ফুল দিয়ে অভিষেক করিয়েছি ।

IMG20240826211438.jpg

আমার বানানো নতুন পোশাকটি গোপাল সোনাকে পড়িযে আসনে বসিয়েদিলাম। আমার সাধ্যমত ফল প্রসাদ নিবেদন করেছি এবং শুদ্ধ মনে জন্মাষ্টমী ব্রত পালন করার চেষ্টা করছি। গীতা পাঠ ও শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করলাম ।

IMG20240826211425.jpg

আশা করি গোপাল ঠাকুর আমাদের এই বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করে দিবেন। তার সৃষ্টিকে তিনি রক্ষা করবেন এবং সকলের মঙ্গল করবেন। আমার স্বামী বাসায় চলে আসলেন ।তিনিও মেয়ে প্রসাদ বিতরণে আমাকে অনেক সাহায্য করেছিলেন। তারাই আমার প্রতিবেশির বাসায় প্রসাদ দিয়ে এসেছেন।

সমস্ত কাজ গুছিয়ে নিতে আমার রাত দুটো বেজে গেল ।আমি কিছু ফলপ্রসাদ খেয়ে ঘুমিয়ে পড়লাম। এভাবেই কেটে গেল আমার জন্মাষ্টিমী ব্রত পালনের দিন ও রাত। আমরা আমাদের ধর্ম সঠিকভাবে পালন করব এবং অন্যের ধর্ম পালন করতে সহযোগিতা করব সেই কামনা রেখে আজ এখানেই বিদায় নিচ্ছি ।

Device Description
Smartphoneoppo
Smartphone Modeloppo A83(2018)
Photographer@muktaseo


◦•●◉✿ শুভ রাত্রি✿◉●•◦

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আজকের সম্পা দিদির একটি জন্মাষ্টমীর পোস্ট করলাম বেশ ভালো লাগছিল সেটি পড়ে। আবারো আপনার দিনলিপির ভিতরে জন্মাষ্টমী নিয়ে লেখা কিছু কথা আপনি শেয়ার করছেন আজকের এই দিনে অনেক পিঠা বানিয়েছেন শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন উপলক্ষে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবেই আমাদের কাছে উপস্থাপনা করার জন্য আপনার পরবর্তী দিনলিপি পড়ার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন।

যাদের বাড়িতে গোপাল আছে তারা প্রত্যেকেই জন্মাষ্টমী পালন করে। আপনিও খুব সুন্দর ভাবে জন্মাষ্টমী পালন করেছেন। গোপালের জন্য অনেক ভোগ রান্না করেছেন। জন্মাষ্টমী দিনে সারাদিনের কাজকর্ম তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

শুভ রাত্রি! 😊✨

"আমরা সবাই একটি সুন্দর পরিচিত হয়েছি, তাই আমরা ধর্মের জন্য উদার হব। তারাই আমরা সকলের মঙ্গল করি, এটি শুভেচ্ছা! 🌈

অপেক্ষা করো না, আজই xpilar.witness তার মহিমা দেখতে এবং সাফল্যের ভালো থাকে! 🙌

শুধু এটি নীচে ডাউনভোট দিতে হবে: https://steemitwallet.com/~witnesses"