Made by Canva |
সকালে বহিছে মিষ্টি শীতের হাওয়া,
শিশির বিন্দু ঘাসের উপরে মুক্তোর মত যেন ছড়িয়ে আছে ।
কুয়াশার চাদরে ঢাকা শীতের সকাল ,
তবুও সময় থেকে থেমে থাকেনি ,
কর্মব্যস্ত এই নগরীতে ।
সবাই ছুটছে তার নিজ গন্তব্যে।।
সকলকে জানাচ্ছি উষ্ণ শীতের ভালোবাসা।আমার প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন । সকলের আশীর্বাদ নিয়ে আমার দিনটি মোটামুটি কেটে যাচ্ছে।আজ আমার আরেকটি দিনলিপী নিয়ে চলে আসলাম ।
সকাল |
---|
আমি সকাল ৭ টায় বাসা থেকে বেরোলাম ।সৃষ্টিকর্তায় আজ আমার ভাগ্যটা সত্যিই ভালো ছিল ।রাস্তায় কোন জ্যাম ছিল না ।আমি ৭:২৫ মিনিটে CMS চলে আসি । ডাক্তার তখন এসে পৌঁছায়নি ।তিনি ৮:৩০ মিনিটে চলে আসলেন এবং তার প্রথম সিরিয়াল ছিলাম আমি। আজ মনে হয় আমি অনেক লাকি।
আজ আমার চতুর্থ দিন রুট ক্যানেল তাই আজকে অনেক সময় লেগেছিল । তিনি আমার দাঁত অসাড় করে নিয়েছিলেন তাই আমি কোন ব্যথাই অনুভব করেনি। ৩০ মিনিটের বেশি সময় লেগেছিল। এখনো আমাকে আরও একটি দিন যেতে হবে। তারপরে হয়তো আমি ক্যাপ বসাতে পারব । আজ আমার বেশি সময় লাগেনি ।আমি সকাল ১০ঃ৩০ মিনিটে বাসায় চলে এসেছি ।
দুপুর |
---|
বাসায় এসে ফ্রেশ হয়ে মেয়ের পছন্দমত রান্না করেছিলাম । রান্না করা শেষ ফ্রেশ হয়ে যখন খাবার খেতে বসেছি তখন দাঁতে প্রচন্ড ব্যথা হচ্ছে। আমি এসব খাবারের কিছুই খেতে পারেনি। খুব নরম করে একটু সবজি দিয়ে খেয়েছিলাম। ফুলকপি সবজিটা মনে হয় সব বাঙালির খুবই পছন্দের । আলু- ফুলকপি তরকারি বলুন যেকোনো মাছের ঝোলের সাথে আলু ফুলকপি দারুন লাগে।
ফুলকপির আদর শীতকালে আর স্বামীর আদর তার অর্থ সম্পদে 🥰 কি ঠিক বলেছি তো ? মিলিয়ে দেখবেন | 🥰 |
কোনরকম দুপুরের খাবারটা খেয়ে আবার ব্যথার ওষুধ খেয়ে অনেক সময় শুয়ে ছিলাম ।কোন কাজ করতে ইচ্ছে করছে না। মাঝে মাঝে তো মনে হয় ,এই ঝামেলার থেকে দাঁত ফেলে দিলেই ভালো হতো ।আবার চিন্তা করলাম এখনই যদি বুড়ো হয়ে যাই লোকে কি বলবে ? এখনো মেয়ে বিয়ে দেওয়া হলো না ।
রাত |
---|
সন্ধ্যা হয়ে গেল, উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যাকালীন প্রার্থনা করে নিলাম। ভেবেছিলাম আজকে বাবুটাকে বই পড়াবো না। খুব অসুস্থ লাগছিল কিন্তু তারপরেও চিন্তা করলাম, ওর সামনেই বার্ষিক পরীক্ষা তাই কষ্ট হলেও কিছুক্ষণ সময় পড়াই। আমার মিষ্টি দুষ্ট ছাত্রটা পড়াশুনা সে ভালোই করতে ছিল কিন্তু কি হবে মাঝখানে সে আবার পাগলামি করতে ছিল ।একটা শব্দ লেখে তিনটা দুষ্টামি করে ।
এই পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হলো বাচ্চাদেরকে পড়ানো। একটা ছোট্ট বাচ্চাকে পড়াতে যতটা সময় লাগে তার ভেতর বড় তিন জনকে পড়ানো যায়। ওর দুষ্টুমির সাথে সাথে আমার দাঁতের ব্যথা প্রচন্ড বেড়ে গিয়েছিল ।আমি শেষে ইংরেজি পড়াটা সম্পূর্ণ ধরতে পারিনি ।আমার মেয়েকে বললাম তুমি এটা সম্পূর্ণ করে দাও ।
তাকে বোঝানো হলো,তুমি আপুর কাছে পড়া সম্পূর্ণ করো তাহলে ৩০ মিনিট কার্টুন দেখতে দেয়া দেব ।এই শর্তে সে আপুর কাছে পড়া সম্পূর্ণ করে । সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি আমার দাঁতে ব্যথা তাড়াতাড়ি সারিয়ে দিবেন। সত্যি লোকে যা বলে সত্যি বলে, সকল জ্বালা সহ্য হলেও দাঁতের জ্বালা সহ্য করা খুব কঠিন।
রাতে খাবার খেয়ে আমি শুয়ে পরি। এভাবে কেটে গেল আমার ৫ নভেম্বরের দিনটি। সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি ।
Device | Description |
---|---|
Smartphone | oppo |
Smartphone Model | oppo A83(2018) |
Photographer | @muktaseo |
দিদি দাঁতের ব্যথা নিয়ে কি আর কমু এটার যেন মহামারি আকার ধারণ করছে। আমাদের দুই ভাই বোনের দাঁতের বেহাল দশা আমার নিজেরই তো চার খান দাঁত পোকায় ছিদ্র করেছে তারপর সেগুলো আবার পুডিং করেছি এখন অনেকটাই ভালো রয়েছে। দাঁতের যন্ত্রণা সেই বোঝে যখন দাঁত যন্ত্রণা শুরু হয় না আসে ঘুম না যায় খাওয়া না যায় কাউকে কিছু বলা।
নিতম্বের মুখটা বন্ধ করে শুধু ব্যথা অনুভব করতে হয়। দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনার জন্য দোয়া রইল আপনার দাঁতের সমস্যার যেন নিরময় হয় আর আমাদের জন্য দোয়া করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাঁতের সমস্যা বেশ গুরুতর অবস্থায় গেছে আপনার। সত্যি বলতে মাঝে মাঝে দাঁতে সামান্য ব্যথা করলেও সেটা সহ্য করা যায় না। দাঁত নিয়ে বেশ মজার কাহিনি রয়েছে, ছোটবেলায় দাঁত নড়ে গেলে ডাক্তারের কাছে দাঁত তুলতে যেতাম আর তখন প্রতিবার দাঁত তোলার পর একটা করে মিষ্টি খেতে দিত এজন্য দাঁত তোলার ব্যথাও অনেকটা লাঘব হয়ে যেত। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit