Made by Canva |
Hello,
Everyone
আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন । আমিও আপনাদের আশীর্বাদ নিয়ে ভালোই আছি। আপনাদের ভালোবাসা ও সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আরেকটি সুন্দর দিন অতিক্রম করলাম । অতীতের খাতায় আরেকটি দিন যুক্ত হল । গত ৮ তারিখে আমি কিভাবে কাটালাম সেই দিনলিপি নিয়ে আজ আবারো আপনাদের মাঝে হাজির হলাম।
আজকের সকাল |
---|
আজ যেহেতু শুক্রবার ছুটির দিন তাই সকালবেলা ঘুম থেকে উঠতে অলসতা লাগে। সকাল আটটায় ঘুম থেকে উঠলাম ।উঠে ফ্রেশ হয়ে প্রতিদিনের মতো বাসায় কাজ করি এবং সকাল বেলার নান্তা তৈরি করি । আমি, মেয়ে রুটি পছন্দ করি এবং আর্মি বাবু শুক্রবার সকালবেলা ভাত খেতে পছন্দ করেন । আমরা সকলে নাস্তা খেয়ে নেই ।
আজকের দুপুর |
---|
আজ আমাদের কলোনিতে বিজয়া পুনর্মিলনী ২০ ২৪ উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছেন এবং দুপুরবেলা খাওয়া দেওয়ার ব্যবস্থা ছিল ।সব মিলিয়ে আজ এ কলোনিতে একটি উৎসব মুখর পরিবেশ ছিল। দুপুরে বাসায় রান্নার কোনো আয়োজন করিনি ।একটি বেবি ফ্রোরক তৈরি করছিলাম । বাচ্চাদের পোশাক তৈরি করতে খুবই ভালো লাগে ।আমি যতই অসুস্থ থাকি না কেন কাজের ভিতর থাকতে বেশি পছন্দ করি । কাজ না থাকলেও কাজ খুঁজে খুঁজে বের করে কাজ করতে ভালোবাসি ।
আজকের সন্ধ্যা ও রাত |
---|
এই শহরে বসে সন্ধার প্রকৃত সৌন্দর্য ততটা উপভোগ করা যায় না। মুক্ত আকাশ দেখতে হলে আমাদের ছাদে যেতে হবে ।বারান্দা থেকে শুধু দেখা যায় বহুতল ভবন। একের পর এক বহুতল ভবন প্রকৃতির সেই সৌন্দর্য ঢেকে দিচ্ছে । বিজয়া পুনর্মিলনী ২০২৪ উপলক্ষে সন্ধ্যেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার সাথে ভাগবত পাঠ থাকছে।
আমরা সকলেই খুবই ব্যস্ত থাকি, কারো সাথে কারো দেখা সাক্ষাৎ সেরকম হয় না কিন্তু কোন অনুষ্ঠানে সকালে একত্রিত হলে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় এবং মতবিনিময় করা যায় ।তাতে মনটা অনেক ভালো থাকে ।তার সাথে সাথে বাচ্চাদেরও অনেক ভালো লাগে কারণ সারাক্ষণ পড়াশোনার মাঝে ব্যস্ত থাকে।
আমাদের ঐতিহ্য সম্বন্ধে বাচ্চাদের ধারণা দিতে হবে । এই ছোট ছোট আয়োজনগুলো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য খুবই প্রয়োজন। সন্ধ্যা ৭:৩০ মিনিটে গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হলো। ধর্ম আলোচনা হল এবং এই কমিউনিটির সভাপতি মহোদয় আসলেন ।তিনি শুভেচ্ছা বার্তা দিলেন। রাত ৮টা থেকে ৮:৩২ মিনিট পর্যন্ত নামাজের সময় থাকায় অনুষ্ঠান বিরতি ছিল। এরই মাঝে সন্ধ্যাকালীন নাস্তা চলে আসলো ।নাস্তায় ছিল চিড়ার মোয়া, মুড়ির মোয়া ,বাদামের নাড়ু, নারিকেলের নাড়ু .তীলের নাড়ু।
সভাপতি সাহবের কথা খুবই ভালো লাগলো ,”আমরা যে যার ধর্মে থাকি না কেন সকলের ধর্ম সঠিক ভাবে পালন করব এবং দেখতে হবে অন্যের ধর্ম পালনে কোন সমস্যা না হয় ।সর্বপ্রথম আমরা মানুষ, আমরা বাঙালি তাই বিশ্বের মাঝে আমাদের বাঙালির ঐতিহ্য তুলে ধরতে হবে । আমাদের ভিতরে কোন হিংসা না রেখে আমাদের মাঝে ভ্রাতৃত্ব সম্পর্ক গড়ে তুলতে হবে” ।
আপনারা সকলেই জানেন বাংলাদেশের বর্তমান রাজনীতিতে কঠিন সমস্যা চলছে। দিন দিন দ্রব্যমূল্য হাতের নাগালের বাহিরে চলে যাচ্ছে , মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারকে খুবই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আশা করি সৃষ্টিকর্তা সকল সমস্যার সমাধান করে দিবেন। এই ছোট্ট দেশটি আবার সুখী সমৃদ্ধে ভরে উঠবে ।
বৌদিদের সাথে অনেক গল্প হল ।অনেকদিন পর তাদের সাথে দেখা হল। মিলনায়তনে সকলের সাথে দেখা হয়ে ভালই লাগলো । মামনি একটি ভজন গান করল। গানটি শেষে তাকে আবার অনুরোধ করা হলো আরেকটি গান পরিবেশন করার জন্য ।যখন সন্তানের সফলতা আসে তখন সব থেকে মা-বাবা বেশি খুশি হয়। সৃষ্টিকর্তার অশেষ কৃপা এবং সকলের আশীর্বাদ নিয়ে আমি যাচ্ছি মেয়েকে সত্যিকারের একজন ভালো মনের মানুষ হিসেবে তৈরি করতে ।
ওর গানের গলা শুনে অনেকেই প্রশংসা করলেন। এখনো অনেক ছোট , আশা করি ভবিষ্যতে সে পড়াশোনার পাশাপাশি সংগীত নিয়ে অনেক দূরে এগিয়ে যাবে । গানটি শোনার জন্য অনুরোধ রইল ।
ল্যাপটপ থেকে স্ক্রিনশট নেওয়া ছবি |
নিচে লিংক দেওয়া আছে |
---|
Link |
প্রোগ্রাম শেষ হতে রাত এগারোটা বেজে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম । এভাবেই কেটে গেল আমার ৮ নভেম্বরের দিনটি ।আশা করি আপনাদের দিনগুলো খুবই ভালো কাটছে ।ভালো থাকুন এবং সুস্থ থাকুন ।আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
সকলের ভালোবাসা দিয়ে আগামী প্রজন্মের কাছে সুন্দর একটি বিশ্ব উপহার দিতে পারবো সেই আশা নিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি ।
Device | Description |
---|---|
Smartphone | oppo |
Smartphone Model | oppo A83(2018) |
Photographer | @muktaseo |
Congratulations!!! because your post has been upvoted by Team 7 using steemcurator09. Keep up the good work and keep making quality posts. Curated By <@ripon0630>
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you, Sir.@ripon0630
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছুটির দিন থাকায় আজ কিছুটা দেরি করে ঘুম থেকে উঠেছিলেন। তারপর সকালের নাস্তা রেডি করেছিলেন। আমার সকালে ভাত না খেলে মন ভরে না৷ প্রত্যেকের কিছু না কিছু কাজ করতে ভালো লাগে। আপনি যেমন অবসর সময়ে বাচ্চাদের পোশাক তৈরি করতে ভালোবাসেন।
আপনার সাথে আমি পুরোপুরি সহমত তবে অনেকেই এই কথাটা মানতে পারেন না। আমাদের চারপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা অন্যের ধর্মকে সম্মান করেন না। এগুলো পারিবারিক শিক্ষার ব্যাপার। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি প্রতিম আপনাকে ধন্যবাদ জানাই আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবে আমাদের কাছে উপস্থাপনা করার জন্য।
অনেকে অসুস্থ থাকলে কাজ করতে তার ভালো লাগেনা কিন্তু আপনি তার সম্পূর্ণ বিপরীত আপনি অসুস্থ থাকলে কাজ খুঁজে বের করেন এবং কাজ করতে আপনার বেশ ভালই লাগে। বাচ্চাদের পোশাক বানাতেও আপনি অনেক পছন্দ করেন।
আপনার আজকের দিনের কার্যক্রম গুলো খুব ভালোভাবে আমাদের কাছে উপস্থাপনা করেছেন আপনার পরবর্তী দিনলিপি পড়ার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit