Contest of April#1 by @sduttaskitchen| My all time favorite comedian.

in hive-120823 •  7 months ago 
Add a heading.png
Made by Canva

Hello,

Everyone,

এপ্রিল মাসের প্রথম সপ্তাহের প্রতিযোগিতায় এত সুন্দর একটি বিষয় নির্বাচন করার জন্য শ্রদ্ধেয়া এডমিন @sduttaskitchen ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি । যে বিষয়টি আমাদের বাস্তব জীবনের সাথে জড়িয়ে আছে। আমরা ছোটবেলা সার্কাস , যাত্রায় এমন কিছু চরিত্র দেখেছি যা আমাদেরকে হাসাতো ।

ছায়াছবিতে দেখেছি কিছু চরিত্র থাকে যারা নায়কের বন্ধু হিসেবে অভিনয় করে। যে অভিনয় গুলো দর্শকদের মুখে হাসি ফোটায় তাদেরকে বলা হয় কৌতুক অভিনেতা বা কমেডিয়ান ।

IMG20240405211112.jpg
টিভি থেকে তোলা ছবি

বিশিষ্ট ব্যক্তিগণ বলেন ,মন খুলে হাসতে হবে তাতে শরীর এবং মন দুটোই সুস্থ থাকবে আর এই কমেডিয়ান চরিত্রগুলো আমাদের মনের খোরাক জোগায় । এই আকর্ষণীয় প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করার সাথে সাথে আমার প্রিয় স্টিমনিয়াম বন্ধুদের @benoitblanc,@ azwar82,@ onerayকেও আমন্ত্রণ জানাচ্ছি ।আশা করি তারা শিগ্রই তাদের মতামত আমাদের সাথে শেয়ার করবেন ।

Divider.png

✅ Who is your all-time favorite comedian? Why?

কমেডিয়ান চরিত্রগুলো এমনই চরিত্র যা গানের মাধ্যমে অথবা কথা না বলেও তার অঙ্গভঙ্গির অভিনয়ের মাধ্যমে ছোট থেকে বড় সবাইকে হাসানো হয় তাদেরকে আমরা বলতে পারি কমেডিয়ান । এমন অনেক কমেডিয়ান চরিত্র আছে যারা কোন কথা বলে না শুধু তাদের অঙ্গভঙ্গি মাধ্যমে অভিনয় করে সবাইকে হাসিয়েছেন ।

Screenshot 2024-04-05 224529.png
Taking screenshots from the laptop

তাদের এই অভিনয় দেখে অনেকের দুঃখ -কষ্ট দূর হয়েছে। আমাদের দেশের বা দেশের বাহিরের এমন অনেক কমেডিয়ান চরিত্র রয়েছে যারা আমার খুবই প্রিয় ।তাদের ভেতর হলেন , রোয়ান অ্যাটকিনসন , চার্লি চ্যাপলিন, জিম ক্যারি এবং আমাদের দেশে কমেডিয়ান হলেন টেলি সামাদ, মোশারফ করিম ও দিলদার ।

আমি ছোট বেলায় যে কমেডিয়ান সিরিজটি দেখে বড় হয়েছি তা হলো রোয়ান অ্যাটকিনসন অভিনিত ‘মিস্টার বিন’ । মিস্টার বিন সিরিজটি এতটাই জনপ্রিয় যা ছোট থেকে বড় সবার এখনও মন জয় করে আছে । এই সিরিজটি নির্বাক চলচ্চিত্রের মত শারীরিক কমেডি ছোট থেকে বড় সবার মুখে হাসি ফোটাতো ।

IMG20240404204959.jpg
টিভি থেকে তোলা ছবি

অন্য আরেক জন প্রিয় কমেডিয়ান অভিনেতা হলেন বাংলাদেশ এর , আমাদের এই বরিশাল জেলার অভিনেতা ’কে এম মোশাররফ করিম ’ তার কথার ভঙ্গি এবং অসাধারণ মনোমুগ্ধকর
অভিনয় দিয়ে সকল দর্শকের মন জয় করে চলেছেন ।

✅ Name the best performance of that comedian you like the most. Reasons.
IMG20240405211223.jpg
টিভি থেকে তোলা ছবি

আমার মতে রোয়ান অ্যাটকিনসন সেরা অভিনীত টেলিভিশন সিরিজ হল: দ্য থিন ব্লু লাইনে , দ্য উইচস , চার বিবাহ এবং একটি অন্ত্যেষ্টিক্রিয়া , জনি ইংলিশ , মিস্টার বিন সহ বিভিন্ন কমেডিয়ান সিরিজে অভিনয় করেছেন ।

IMG20240404205725.jpg
টিভি থেকে তোলা ছবি

আমার কাছে মোশারফ করিম অভিনীত সেরা নাটকগুলোর মধ্যে হল : এফএনএফ, ৪২০, মাইক, মোহর শেখ, সাকিন সারিসুরি, ঝাল খোর, চা খোর প্রভৃতি নাটক ।

✅ Do you believe it's easy to hurt anyone; But it's very tough to bring a smile to anyone's face. Justify
pexels-cherry-ang-15966819.jpg
Source

হ্যাঁ আমি এই প্রশ্নের সাথে সহমত প্রকাশ করছি ।কাউকে আঘাত করা খুবই সহজ কিন্তু কারো মুখে হাসি ফোটানো অনেক কঠিন কাজ । কথায় আছে ছুরির আঘাতের থেকে মানুষের কথার আঘাত অনেক তীক্ষ্ণ হয়

আমাদের মনটাকে কাঁচের গ্লাসের সাথে তুলনা করতে পারি। কাঁচের গ্লাস যত্ন করে রাখলে তাতে আমরা যেভাবে পানি পান করতে পারি কিন্তু যত্নের অভাবে যদি সেই গ্লাসটি ভেঙে যায় । যতই আমি গ্লাসটি মেরামত করি না কেন তাতে আর পানি পান করতে পারব না ।

তেমনি কারো কথা বা ভুল বোঝা বুঝিতে যদি তাদের সম্পর্কটি একবার ভেঙে যায়, মনে যদি আঘাত লাগে তবে সেই সম্পর্কটি আর পূর্বের মতো মজবুত হয় না ।

আমরা এমন অনেকেই আছি যখন কেউ বিপদে পরে তখন আমরা সাহায্য না করে অনেক উপদেশ দিয়ে থাকি । তাকে অনেক কথা শোনাতে হয় কিন্তু যখন তার সেই সমস্যা সমাধান হয়ে যায় বা তিনি অনেক টাকার মালিক হয় তখন তাকে আমরাই অনেক প্রশংসা করে থাকি । তার অনেক সুনাম করে থাকি।

কিন্তু আমরা তার আপন হওয়ার চেষ্টা করি না কেন তিনি কিন্তু সেই পুরনো দিনের কথাগুলো ভূলতে পারবে না । কারণ বিপদের সময় প্রকৃত বন্ধু চেনা যায় । আপনজনের কাছ থেকে পাওয়া আঘাত গুলো বেশি কষ্ট দিয়ে থাকে।

সবার মুখে হাসি ফোটানো সহজ নাও হতে পারে ।আমরা উপকার না করতে পারি তবে কারো ক্ষতি করবনা ।কথায় আছে, দশের লাঠি একের বোঝা । সবসময় শুধু নিজেদের স্বার্থেকথা না ভেবে অন্যের কথা চিন্তা করেও আমাদের ছোটখাটো স্বার্থগুলো ত্যাগ করতে পারি তবে সকলে মিলেমিশে থাকা সহজ হয়ে যায় এবং একে অন্যের মুখে হাসি ফোটানো যায় ।

Conclusion

আমি আমার সাধ্যমত এই প্রশ্নগুলোর উত্তর দেয়ার চেষ্টা করেছি । পরিশেষে আমি বলতে চাই,আমাদের জীবন তো একটাই তাই আমরা এমন কোন কাজ করবো না যাতে আমাদের জন্য কেউ কষ্ট পাক বা দুঃখ পাক ।আমাদের সাধ্যমত চেষ্টা করব সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো ।

ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি ।✿✿✿✿

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার পোস্ট পড়ে জানতে পারলাম বাংলাদেশের মোশারফ করিম আপনার অনেক পছন্দের কমেডিয়ান। বলতে গেলে মোশারফ করিমের সবগুলো নাটক আমি দেখে থাকি। এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিটি প্রশ্নের উত্তর সহ বিস্তারিত তথ্য আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কমেডিয়ান নাকট বা সিনেমা গুলো সবার মনের কস্টো কে দূর করে দিতে পারে।

আমাদের সুস্থ ভাবে বেঁচে থাকতে হলে প্রচুর হাসতে হবে।

Loading...