Contest of June #1 by @sduttaskitchen| Do you believe dedication depends on determination?

in hive-120823 •  6 months ago 
Add a subheading (6).png
Made by Canva

Hello,

Everyone,

জুন মাসের প্রথম সপ্তাহের প্রতিযোগিতার জন্য #IncredibleIndia কমিউনিটির পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয়া এডমিন ম্যাম @sduttaskitchen সুন্দর একটি বিষয় নির্ধারণ করেছেন । এমন একটি আকর্ষণীয় প্রতিযোগিতার জন্য অনেকদিন অপেক্ষায় ছিলাম । এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে আমার মনের কথাগুলো প্রকাশ করতে পারছি ।

আমি খুবই আগ্রহের সহিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি তার সাথে আমি আমার প্রিয় তিনজন বন্ধু@omarscott, @ yourloveguru@alanasteemit কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ।আশা করি তাদের মতামত আমাদের সাথে শেয়ার করবেন ।

8Prrv7p5W83L7oFHxvWZQ5rzoJj7rUGVWQREWBaRkivXoXuzoDze6w8k1L7JFSvaLfKW5UELWgsskDEiZ41EVU3YTYeAQe2a1fze9uuBo151gAQ6CtsyD2JhZ6bvsxn5jGDxjacN3JN2bfFD3Kmh2FqrsqGVZCkPuutaXqqWMA59MVzDcfGD4KMrwbDLkW1sHDhTL7qgmmMMH8YSGLoxdBK.png

✅Do you believe dedication depends on determination?How?
compliance-5899191_640.jpg
Source

আমাদের ভবিষ্যৎ জীবনের লক্ষ্য পূরণ করার জন্য ছাত্র জীবন থেকেই সেই সংকল্প করে এগিয়ে যেতে হবে। আমরা যদি ডাক্তার অথবা প্রকৌশলী হতে চাই তবে আমরা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়া শুনা করে থাকি । আবার আমরা যদি আইন নিয়ে পড়াশোনা করতে চাই তখন আমরা মানবিক বিভাগ নিয়ে থাকি ।তবে ভবিষ্যৎ আমাদের কেমন হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে আমার কঠোর পরিশ্রম চেষ্টা ও সংকল্পের উপর ।

একজন সেনা সদস্য হিসেবে যুক্ত হবার প্রথম দিন থেকে তার একটি সংকল্প থাকে, সে নিজের জীবন উৎসর্গ করে হলেও দেশমাতাকে রক্ষা করবে ।

একজন গৃহিনী হিসাবে একজন নারীর যেমন সংকল্প থাকে, এই সংসারটিকে সুন্দর করে সাজানো . সন্তানদের সঠিকভাবে মানুষ করা, তেমনি নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে নিজের মনে আত্মবিশ্বাস , চেষ্টা, সততা এবং সংকল্প মাধ্যমে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব ।

আমি মনেপ্রাণে বিশ্বাস করি আমার প্রচেষ্টা ,আমার ধৈর্য্য , আমার সততা এবং আমার কর্মদক্ষতা দিয়েই আমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারব। আমি সেই সংকল্প নিয়ে সততার সাথে একটু একটু করে এগিয়ে যাচ্ছি স্টিমিট প্ল্যাটফর্মে আমার একটি মজবুত পরিচয় গঠন করার জন্য ।

✅How can we increase our dedication to definite determination? Describe.
success-4168389_640.jpg
Souce

কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তাই আমাদের প্রতিটা কাজ করার পূর্বে সংকল্প করতে হবে যে আমার এই কাজটি করতে হবে এবং এতটা শ্রম দিলে আমার সেই কাজের সুফলতা পাবো ।

বিশিষ্ট ব্যক্তিদের এবং বড় বড় বিজ্ঞানীদের জীবন কাহিনী পর্যালোচনা করলে আমরা দেখতে পাই, তারা অনেক পরিশ্রমি এবং সংকল্পবদ্ধ ছিলেন বলেই নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পেরেছেন। কোন কাজকে ছোট মনে না করে , সেই কাজের প্রতি সম্মান জানিয়ে এবং নিজের একাগ্রতা, চেষ্টা ও সংকল্পের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় ।

উদাহরণ হিসেবে বলতে পারি: ২০২৪ সালে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া এক গৃহ নির্মাণ শ্রমিকের কথা । দিনের বেলা রাজমিস্ত্রির কাজ করত আর রাতের বেলায় পড়াশুনা করে। আজ সেই শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

এমনকি সরকারিভাবে পড়ার খরচ চালানোর মতো তারা সমর্থক ছিল না । কিন্তু তার চেষ্টা, ধৈর্য্য এবং সংকল্পের মাধ্যমিক সে আজ সফল হয়েছে।

অনিচ্ছা বা আগ্রহীন ভাবে আমরা যে কাজটি করি তা কখনোই ভালো হয় না। যে শিক্ষার্থী ডাক্তার হতে চাচ্ছেনা তাকে যদি জোর করা হয় তবে সেই শিক্ষার্থীর উপরে বারতি একটি চাপ প্রয়োগ করা হয় ।

অনেক সময় সেই শিক্ষার্থী মানসিক সমস্যায় ভুগতে পারে । সে কোন বিষয় পড়তে ইচ্ছুক সেই বিষয় মনোনিবেশ করার সুযোগ দেওয়া একান্তই প্রয়োজন । সন্তানদের ওপরে জোর করে চাপিয়ে না দিয়ে তাদের মতামত শুনে সেই বিষয়ে পড়তে সুযোগ দিতে হবে ।

✅ You can share your challenging stories( both in your personal and professional life) to justify the term.

আমি বিশ্বাস করি , মানব জীবনের প্রতিটি পদক্ষেপে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় ।সেই সমস্যা ছোট হোক কিংবা বড় হোক, আর্থিক সমস্যা হোক কিংবা মানসিক সমস্যা হোক । আমরা এই সমস্যায় যখন পরি তখন আমাদের প্রকৃত বন্ধু হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার থেকে সেই সমস্যাটিকে আরও দ্বিগুণ সমস্যায় পরিণত করার শুভাকাঙ্ক্ষী বেশি পাওয়া যায় ।

এই কথাটি সত্যি, আমাদের সুনামটা যেভাবে না ছড়ায় তার থেকে আমাদের দুর্নামটা বেশি ছড়িয়ে থাকে। আর আপনি যতটাই দায়িত্ব পালন করে থাকবেন আপনাকে অপবাদ ততটাই সহ্য করতে হবে।

I am proud of him.png

আর্মি বাবুর সাথে আমার বিয়ে হয়েছিল তখন আমি নবম শ্রেণীতে পড়ি । সংসার কি?, সে সম্বন্ধে কোন ধারণাই ছিল না আমার । শুধুমাত্র আর্মি বাবু , আমার শাশুড়ি মা এবং আমার মা এদের ইচ্ছেতেই আমাদের বিয়েটা হয়েছিল ।

তখন আমাকে অনেকে অনেক কথা বলেছিল, একজন সৈনিক সে কত টাকাইবা বেতন পায়? কত দিনের ছুটি পারবে? ছুটিতে বাড়ি আসতেই তো বেতনের টাকা ফুরিয়ে যাবে। এটাও শুনতে হয়েছিল যে, এই মেয়ের আর মাধ্যমিক পরীক্ষা দেওয়া হবে না। এরকম আরো অনেক কথা আমাকে শুনতে হয়েছিল।

কিন্তু বাবা-মায়ের সহযোগিতা এবং আর্মি বাবুর ও আমাদের দুজনার আত্মবিশ্বাসী আজ এ পর্যন্ত আসতে সাহায্য করেছে ।সেদিন আমরা সংকল্প করেছিলাম , যেভাবেই হোক আমার পড়াশুনা শেষ করতে হবে এবং তাকেও পদোন্নতি পেতে হবে তাইতো বিয়ের পরে তার সাথে প্রথম জীবনে আমি কোয়ার্টারে খুবই কম ছিলাম ।

পড়াশোনার জন্য আমার মায়ের বাড়িতে বেশি থেকেছি এবং তিনিও তার পদোন্নতির প্রশিক্ষণের জন্য বেশি সেন্টারে থাকতেন। প্রতিটি প্রশিক্ষণে তিনি প্রথম অথবা দ্বিতীয় স্থান লাভ করতেন। সত্যি তাকে নিয়ে আমার সত্যিই খুব গর্ব হয়।

তার প্রতিটি পদোন্নতি আমার জন্য এটি একটি স্বপ্ন পূরণের মত। আমিও গর্ব করে বলতে পারি রাজধানী “ঢাকা” আমার মাথা গোজার মত ছোট্ট একটু জায়গা করতে পেরেছি। সততা এবং সম্মানের সাথে তার দায়িত্ব সে পালন করে আসছেন ।।ঈশ্বরের প্রতি ভরসা রেখে সৎ থেকে এবং পরিশ্রম করলে অবশ্যই সফলতা একদিন অর্জন করা যায় ।

✅Do you have any suggestions for newbies who want to be successful on steemit? Please share (if any).
macbook-577758_640.jpg
Source

আমি প্রায় ১৪ মাস হল স্টিমিট প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি । আমার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি যতটা বুঝেছি তা থেকে আমি নতুন স্টিমিয়ানদের উদ্দেশ্যে এটাই বলতে চাই , স্টিমিট প্ল্যাটফর্ম একটি মুক্তো প্ল্যাটফর্ম , এখানে নিজের মাতৃভাষায় পোস্ট করা যায় এবং অন্যের পোস্ট পড়ে জ্ঞান অর্জন করা যায়।

আমরা তো অনলাইন মাধ্যমে অনেক সময় নষ্ট করি। Facebook দেখে, tiktok করে অনেক সময় নষ্ট করি । সেই সময়টুকু নিয়ে যদি এই প্লাটফর্মে কাজ করি তবে নিজের একটি পরিচয় তৈরি করা খুবই সহজ হবে। সেজন্য আপনাকে স্টিমিট প্লাটফর্মের সকল নিয়মগুলো অনুসরণ করে ধৈর্য্য ধরে কাজ করতে হবে তবেই প্লাটফর্মে ভালো একটি পরিচয় তৈরি করতে পারবেন।

এখান থেকে টাকা উপার্জন করার জন্য অনৈতিক পথ অনুসরণ না করে সততার সাথে ধৈর্য্য ধরে কাজ করে গেলে এই প্লাটফর্মের সাথে অনেকদিন টিকে থাকা যায়। আমরা বড় বড় স্টিমিয়ানদের পোস্টগুলো পড়ে অনেক কিছু শিখতে পারছি । তারা তাদের ধৈর্য্য, দক্ষতা ও পরিশ্রম দিয়ে আজ ভালো একটি আসনে বসে আছেন ।আমাদের উচিত হবে এই প্লাটফর্মটিকে ভালোবেসে সততার সাথে কাজ করা এবং একটি সংকল্প রাখতে হবে , এই প্লাটফর্মের সাথে অনেক দিন আমি থাকতে চাই এবং সম্মানের সাথে থাকতে চাই ।

8Prrv7p5W83L7oFHxvWZQ5rzoJj7rUGVWQREWBaRkivXoXuzoDze6w8k1L7JFSvaLfKW5UELWgsskDEiZ41EVU3YTYeAQe2a1fze9uuBo151gAQ6CtsyD2JhZ6bvsxn5jGDxjacN3JN2bfFD3Kmh2FqrsqGVZCkPuutaXqqWMA59MVzDcfGD4KMrwbDLkW1sHDhTL7qgmmMMH8YSGLoxdBK.png

Conclusion:

পরিশেষে বলতে চাই ,আমাদের কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে । অনলাইন মাধ্যমে অথবা অফলাইন মাধ্যম, যে মাধ্যমেই হোকনা কেন আমাদের সেই কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে । মনের ভিতরে সেই সংকল্প করে নিতে হবে যে, ”আমিও পারবো, আমাকে পারতে হবে” ।

সততা, ধৈর্য্যশীল ও পরিশ্রম দিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। আমি আমার মতামত আপনাদের সাথে শেয়ার করেছি । এই পোস্টটি পড়ে আপনাদের কেমন লেগেছে তা মন্তব্য করে জানাতে পারেন । এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন ।আজ এখানেই বিদায় নিচ্ছি।ভালো থাকুন এবং সুস্থ থাকুন ।

8Prrv7p5W83L7oFHxvWZQ5rzoJj7rUGVWQREWBaRkivXoXuzoDze6w8k1L7JFSvaLfKW5UELWgsskDEiZ41EVU3YTYeAQe2a1fze9uuBo151gAQ6CtsyD2JhZ6bvsxn5jGDxjacN3JN2bfFD3Kmh2FqrsqGVZCkPuutaXqqWMA59MVzDcfGD4KMrwbDLkW1sHDhTL7qgmmMMH8YSGLoxdBK.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
আপনি ঠিকই বলেছেন যে কোন কাজের ক্ষেত্রে, সেটা ছোট হোক বা বড় হোক আগে মনের মধ্যে একটা সংকল্প তৈরি করতে হবে। সংকল্প করা ছাড়া যেকোনো কাজ কখনো সম্পন্ন করা যায় না।
নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই মনের মধ্যে আত্মবিশ্বাস ও ধৈর্য ধারণ করতে হবে।
কনটেস্টের প্রতিটি প্রশ্নের উত্তর খুব সুন্দর ছিল

আপনার জন্য সবসময় শুভকামনা রইল। ভালো থাকবেন।