Contest of March#1 by @sduttaskitchen| Go Green

in hive-120823 •  9 months ago 
by@muktaseo.png
"Edited by Canva"

Hello,

Everyone,

সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন ।আপনাদের আশীর্বাদ নিয়ে আমিও সুস্থ আছি এবং ভালো আছি । বিশ্বব্যাপী আধুনিকতার ছোঁয়ায় দিন দিন উন্নত হচ্ছে ,নতুন নতুন প্রযোগতি আবিষ্কার করছে, তার সাথে সাথে সৃষ্টিকর্তার প্রিয় উপহার সবুজ এই প্রকৃতি ধ্বংস হচ্ছে ।তা ইচ্ছা করেই হোক কিংবা অনিচ্ছা সত্ত্বেও হোক ।আর এর জন্য বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে আমাদের । তার সাথে আমাদের জীবনযাত্রা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে ।
pexels-singkham-1108572.jpg
Source

আজ বিশ্ববাসী সচেতন হচ্ছে ,সবুজ বনাঞ্চল বৃদ্ধির লক্ষ্যে সমগ্র বিশ্ববাসী এগিয়ে এসেছে । মার্চ মাসের শুরুতে আমাদের শ্রদ্ধেয়া অ্যাডমিন ম্যাম বিশ্ববাসীর সাথে একমত হয়ে দারুন একটি আকর্ষণীয় প্রতিযোগিতার আয়োজন করেছেন ।

এই আকর্ষণী প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে এসেছি এবং আমার প্রিয় বন্ধুদের @bela90 ,@ pathanapsana,@ fucho80কে আমন্ত্রণ জানাচ্ছি এই আকর্ষণীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে তাদের মতামত আমাদের সাথে উপস্থাপন করার জন্য ।

Divider.png
IMG20240305104325.jpg
✅ Share the significance of Green in our lives.

আমাদের জীবনের সবুজের তাৎপর্যের কথা বলতে গেলে আমি প্রথমে বলতে চাই ,আমাদের সবুজে ঘেরা এই ছোট্ট দেশ ”বাংলাদেশ” । সবুজের এই দেশটি মুক্ত করার জন্য ৩০ লক্ষ শহীদের বুকের তাজা রক্তে আমরা স্বাধীনতা অর্জন করি ।আজ মুক্ত আকাশে উড়ছে আমাদের এই লাল সবুজের পতাকা ।

আমরা সকলেই জানি, সৃষ্টিকর্তা তিন ভাগ জল ও এক ভাগ স্থল দিয়ে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন । পৃথিবীটাকে সবুজ গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছেন ।প্রকৃতির সৌন্দর্য সবুজ ছাড়া কল্পনা করা যায় না ।

সবুজ গাছপালা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে থাকে । বেঁচে থাকার জন্য সমগ্র প্রাণী এই অক্সিজেন গ্রহণ করে থাকি তাই এক কথায় বলতে পারি ”সবুজ ছাড়া আমাদের বেঁচে থাকা অনিশ্চিত হয়ে যায় যাবে”

Divider.png
IMG20240202161626.jpg
✅ How do you hold Green in your regular lifestyle?

আমাদের বাস্তব জীবন ধারায় অনেক পরিবর্তন এসেছে ।ইট পাথরের শহরে সবুজের অভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং তার সাথে বায়ু দূষণও বৃদ্ধিপাচ্ছে ।
তবে শহরের কিছু কিছু এলাকা এখনো সবুজে ঘেরা আছে। যেখানে মুক্ত বাতাস পাওয়া যায় ।

ধরা যাক ”ঢাকা ”শহরের কথা । ঢাকা সেনানিবাস এলাকায় জাহাঙ্গীর গেট থেকে প্রবেশ করলে আমরা দূষণ মুক্ত পরিবেশ পেয়ে থাকি । আপনারা সকলেই জানেন প্রতিটি সেনানিবাস এলাকা থাকে পরিষ্কার- পরিচ্ছন্ন ,সবুজ গাছপালা ভরপুর ।এখানে সকল ধরনের ফুল ও ফলের গাছ দেখতে পাওয়া যাবে ।

আমরা যদি জাহাঙ্গীর গেট থেকে বের হয়ে আসি তখনই বোঝা যাচ্ছে ঢাকা শহরে কতটা বায়ু দূষণ হচ্ছে । এই গেটের দুই প্রান্তে দুই রকম পরিবেশ । তাইতো আমরা দূষণ মুক্ত নিঃশ্বাস নিতে বারবার গ্রাম বাংলার প্রকৃতির মাঝে ফিরে আসি ।

দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য সবুজ বনাঞ্চল কেটে বসত বাড়ি ও কলকারখানা গড়ে উঠেছে তাই আমাদের করণীয় হবে আমাদের বাড়ির আঙিনায় যতটুকু জায়গা আছে তাতে ছোট্ট একটা বাগান তৈরি করা। তা হতে পারে ফুল বা ফল যেকোন গাছ রোপন করা।

IMG20240305104016.jpg

বাগান করতে আমিও খুব ভালোবাসি । আমার ছোট্ট বেলকুনিতে কিছু সবুজ গাছ রয়েছে। আমি প্রতিদিন কিছু সময় এই সবুজের সাথে কাটিয়ে থাকি তাতে আমার মন রিফ্রেস হয় ।

IMG20240306064133.jpg

আমাদের নিয়মিত জীবন ধারায় সবুজের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অক্সিজেন গ্রহণ করা থেকে শুরু করে খাদ্য গ্রহণ করা ও চিকিৎসাসহ সকল ক্ষেত্রে সবুজের প্রয়োজন ।

IMG20240306102021.jpgIMG20240305202010.jpg

চিকিৎসকগণ প্রতিনিয়ত আমাদের পরামর্শ দিয়ে থাকেন ,আমাদের খাদ্য তালিকায় নিয়মিত সবুজ শাকসবজি ও ফলমূল থাকা খুবই প্রয়োজন। যা আমাদের দেহ গঠন ও রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে থাকে ।আমাদের কর্মব্যস্ততার ভিতর যতটুকু সময় পাই আমরা ততটুকু সবুজ প্রকৃতির মাঝে মুক্ত পরিবেশে গিয়ে কিছুটা সময় থাকা প্রয়োজন ।

Divider.png
✅ How we can educate the younger generation about the value of 'Go Green.' Describe.

প্রতিটি দেশের মূল ভিত্তি হলো সেই দেশের তরুণ সমাজ। আর এই তরুণ সমাজ দূষণ মুক্ত সবুজের মাঝে সুস্থ ভাবে বেঁচে থাকতে পারে সেজন্য এখন থেকে তাদের প্রকৃতি তথা সবুজ রক্ষা করার মনোভাব গড়ে তুলতে হবে।

আমরা তাদের পড়াশুনা নিয়ে যতটা সচেতন হই ততটা তাদের বোঝাতে হবে, সবুজ প্রকৃতি আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে ।আমাদের এই পৃথিবী সবুজে ভরে তুলতে হবে ।

pexels-artem-podrez-7048421.jpg
Source

আমাদের হয়তোবা অনেক জায়গা নাও থাকতে পারে তাই বাড়ির ছাদে বা বাড়ির আঙিনায় যতটুকু জায়গা থাকে তাতে ফল ও ফুলের একটি ছোট্ট বাগান তৈরি করা যেতে পারে। প্রতিদিন বাগানের যত্ন নিতে শিখাতে হবে ।এই অভ্যাসটি তৈরি করলে তরুণ সমাজ প্রকৃতিকে ভালবাসতে শিখবে এবং বিশ্বে অক্সিজেন বৃদ্ধি পাবে ।

তাদের বোঝাতে হবে একটি বৃক্ষ নিধন করলে চারটি বৃক্ষ রোপণ করতে হবে।

আমাদের ছোট্টবেলা, বিদ্যালয় প্রতিযোগিতায় পুরস্কার এর সাথে সাথে একটি করে গাছের চারা উপহার দিতেন ।আমি সেই চারা গাছটি কোয়ার্টারের পাশে রোপন করতাম । আমরা তিন বছর পরে চলে আসলেও সেই ছোট্ট চারা গাছটি আজ বিশাল বৃক্ষে পরিণত হয়েছে ।

প্রতিটি বাবা মায়ের উচিত হবে সন্তানদের নিয়ে বৃক্ষ মেলা থেকে ঘুরে আসা ।তাদের এই সবুজের সাথে পরিচয় করিয়ে দেওয়া । গাছ ও সবুজ প্রকৃতিকে ভালোবাসতে শিখাতে হবে ।

pexels-akil-mazumder-1072824.jpg
Source

সবুজ রক্ষার্থে সরকারের পাশাপাশি আমাদের সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে তবেই আমাদের পৃথিবী হবে বায়ু দূষণ মুক্ত একটি সবুজ প্রকৃতি ।

আসুন আমরা সকলে সবুজ কে ভালোবাসি ।আমাদের পরিবেশকে ভালোবাসি ,বৃক্ষকে ভালবাসি এবং সুন্দর একটি বায়ু দূষণ মুক্ত পরিবেশ রেখে যাই আমাদের নতুন প্রজন্মের জন্য ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

দিদি আপনাকে অনেক ধন্যবাদ প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্যে এবং সবগুলো প্রশ্নের উত্তর চমৎকারভাবে উপস্থাপন করার জন্যে। আপনি সত্যি বলেছেন দিদি সবুজ রক্ষার দায়িত্ব আমাদের সকলের। শুধুমাত্র যে সরকারকে সব করতে হবে তা না, ব্যক্তিগত দিক থেকে আমাদেরকেও এগিয়ে আসতে হবে।

আগামীর প্রজন্মকে সুন্দর এবং সুস্থ পরিবেশ দিতে সবুজের বিকল্প নেই। আপনার লিখা পড়ে ভালো লাগলো। ভালো থাকবেন দিদি।

আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি পড়েছেন এবং সুন্দর একটি মন্তব্য দিয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আমরাই পারি আমাদের প্রকৃতিকে রক্ষা করতে । এটা আমাদের সকলের দায়িত্ব।
আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যত গড়ে দেওয়ার দায়িত্ব আমাদের নিজেদেরই ।আমাদের সবুজকে ভালবাসতে হবে এবং আমাদের সন্তানদেরকেও সবুজকে ভালোবাসার প্রতি আগ্রহ তৈরি করতে হবে।