Contest of May#2 by @sduttaskitchen |Qualities all humans should carry within!

in hive-120823 •  4 months ago  (edited)
pexels-tima-miroshnichenko-4908525.jpg
Source

Hello,

Everyone,

ঘূর্ণিঝড় রেমাল আঘাত হেনেছে বাংলাদেশ বিভিন্ন উপকূল অঞ্চলে । ।অনেকেই পানিবন্দিবন্দী হয়ে পরেছে ।সৃষ্টিকর্তার কাছে প্রর্থণা করি সবাইকে সুস্থ রাখুন এবং ভালো রাখুন। আমি আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে ভালোই আছি এবং সুরক্ষিত আছি ।

শ্রদ্ধেয়া অ্যাডমিন @sduttaskitchen ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাই, মে মাসের দ্বিতীয় সপ্তাহের প্রতিযোগিতায় দারুন একটি বিষয় নির্ধারণ করার জন্য । এই আকর্ষণীয় প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ নিয়ে আসলাম সাথে আমার বন্ধুদের@adriancabrera,@ sammy1109@jufrimj কে আমন্ত্রণ জানাচ্ছি , এখানে অংশগ্রহণ করে তাদের মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য।

8Prrv7p5W83L7oFHxvWZQ5rzoJj7rUGVWQREWBaRkivXoXuzoDze6w8k1L7JFSvaLfKW5UELWgsskDEiZ41EVU3YTYeAQe2a1fze9uuBo151gAQ6CtsyD2JhZ6bvsxn5jGDxjacN3JN2bfFD3Kmh2FqrsqGVZCkPuutaXqqWMA59MVzDcfGD4KMrwbDLkW1sHDhTL7qgmmMMH8YSGLoxdBK.png

✅As per your viewpoint, which three qualities all humans should carry within?

মহান সৃষ্টিকর্তা খুব যত্ন করে এই পৃথিবী সাজিয়েছেন। তার সৃষ্টি সমস্ত কিছুর বিশেষ কোন না কোন গুণ রয়েছে । কীটপতঙ্গ থেকে শুরু করে রাস্তায় পরে থাকা ইট-পাথরেরও কিছু গুণ থাকে। সেখানে মানুষকে তিনি সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। মানুষ বিভিন্ন গুণের অধিকারী হয়ে থাকেন।

মানুষের এই গুণগুলো ইতিবাচক গুণ হতে পারে আবার নেতিবাচক গুন হতে পারে। একজন প্রকৃত গুণসম্পন্ন মানুষহতে হলে কিছু বিশেষ গুণ থাকা দরকার। তা হতে পারে: ধৈর্য, উদারতা ,সুশিক্ষা, ক্ষমাশীলতা, পরিশ্রমী , শান্তি প্রিয়তা, ভালোবাসা ইত্যাদি ।এই গুন গুলো আমাদের ভিতরে থাকলে আমরা একজন প্রকৃত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি ।

আমার দৃষ্টিভঙ্গি অনুসারে, সমস্ত মানুষের মধ্যে তিনটি গুণ থাকা উচিত তা হল :

১ সুশিক্ষিত হওয়া,
২ ধৈর্যশীল হওয়া,
৩ ভালোবাসা

pexels-ono-kosuki-6000061.jpg
Source

সুশিক্ষিত হওয়া

শিক্ষা ছাড়া কোন জাতি বা কোন দেশ উন্নতি লাভ করতে পারে না ।আমরা সকলে জানি , বড় বড় ডিগ্রি লাভ করলেই শিক্ষিত হওয়া যায় কিন্তু সততা বা নৈতিক শিক্ষা না থাকলে সুশিক্ষিত হওয়া যায় না তাই শিক্ষার সাথে সাথে নিজেকে সুশিক্ষিত করতে হবে ।তাকে সৎ থাকতে হবে ,তাকে অন্যায়ের সাথে আপোষ করা যাবে না ।

ধৈর্যশীল হওয়া

ধৈর্যশীল মানুষ কখনো বিপদে ভয় পায় না বা পথ হারিয়ে ফেলে না ।অনেকে আছে যাদের ধৈর্য একদম নেই বললেই চলে। তারা অল্পতেই রেগে যায় এবং যার ফলে তাদের প্রিয়জন একসময় তাদেরকে ছেড়ে যেতে বাধ্য হয়।

অল্পতে রাগ না করে ধৈর্য ধরে সেই সমস্যাটা শুনে যুক্তি দিয়ে সমাধান করলে তাতে সকলের সাথে সম্পর্ক ভালো থাকে। ধৈর্যশীল ব্যক্তিরা পারে অনেক পরিশ্রমী হতে এবং একটু একটু করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে ।

আমরা সকলেই মাকড়সার জাল বোনানোর গল্পটা জানি। তারপর আবারও বলছি, যখন একটি মাকড়সা নতুন জাল বোনা শুরু করে তখন কিন্তু সে প্রথম বারে সফল হয় না ,তাকে বারবার চেষ্টা করার পরে সফল হতে হয় ।এভাবে একটু একটু করে সে তার জাল বোনাতে সফল হয় ।

ধৈর্যশীল ব্যক্তি সকল পরিস্থিতিতে ধৈর্য ধরে জীবনের প্রতিটি পথ চলতে পারে এবং সকল সমস্যার সমাধান করার চেষ্টা করে।

pexels-nurseryart-348520.jpg
Source

ভালোবাসা

ভালোবাসা মানুষের একটি মহৎ গুণ । মানুষ যুদ্ধ দিয়ে যা না জয় করতে পারে ভালোবাসা দিয়ে তা জয় করতে পারে, তা আমরা সকলেই জানি। তাইতো শিল্পীর কন্ঠে গেয়ে ওঠে, ”আমি পাথরে ফুল ফোটাবো ভালোবাসা দিয়ে”

যদি ভালোবাসা দিয়ে পাথরে ফুল ফোটানো যায় তবে মানুষের ভিতরের হিংসা, বিভেদ, অহংকার, চূর্ণ-বিচূর্ণ করা যায় ।মানুষের এই হানাহানি, যুদ্ধ সবকিছু মেটানো যায় ভালোবাসা দিয়ে ।মানুষকে ক্ষমা করে তাকে শুধরানোর সুযোগ দেওয়া যায় ।

ভালোবাসা হলো বিনা সুতার মালার মত, যেখানে বাবা-মা ভাই বোন আত্মীয়-স্বজন সবাই এই বাঁধনে বাধা থাকে। ধর্ম ,বর্ণ নির্বিশেষে সকলের ঊর্ধ্বে হলে ভালোবাসা ।

✅ How do those qualities help to enhance us and others (including family and society)? Describe.
pexels-martabranco-1173576.jpg
Source

সুশিক্ষিত ব্যক্তি যেমন একটি পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে তেমনি দেশকে সুন্দর ভাবে পরিচালনা করতে সাহায্য করে । তার সততা ,ন্যায়পরায়ণতা ,তার আচার ব্যবহার পরিবার ও সমাজ সকলের জন্যই ইতিবাচক প্রভাব ফেলে।

ভালোবাসা দিয়ে শুধু একটি পরিবার, একটি সমাজ বা একটি রাষ্ট্র নয় সমগ্র বিশ্ব জয় করা যায় ।বাবা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা ,দায়িত্ব-কর্তব্য পালন করা দেখে সন্তানরাও তাই শিখবে কারন আজকের সন্তানই হবে আগামী দিনের পিতা-মাতা।

আমি যদি আমার শাশুড়ি মাকে ভালোবাসি অবশ্যই তা দেখে আমার ছেলে বউও আমাকে ভালোবাসবে ।ধনী-গরিব, কালো-সাদা এইসব ভেদাভেদ না করে ’সবার উপরে মানুষ সত্য’ এটাই আমাদেরকে মেনে নিতে হবে ।

প্রেম দিয়ে বিশ্ব জয় করা যায় ,কঠিন পাষান হৃদয়ে ভালোবাসার ফুল ফোটানো যায়। তবে যুদ্ধ নয় ,শান্তি চুক্তি দিয়ে দেশ গঠন করাটাই সবার জন্য মঙ্গল ।অকারণে হানাহানি, রক্তপাত এগুলো বন্ধ করতে হবে ।আমরা যে ধর্মের হই না কেন আমাদের পরিচয় হবে একটা তা হল “আমরা মানব জাতি ”।

✅ Do you believe identifying self-mistakes and quality somehow makes us distinct? Justify your view.
pexels-rdne-5875481.jpg
Source

আমরা সকলেই জানি, দোষ গুন মিলিয়ে আমাদের জীবন ।আমরা কেউ বলতে পারব না যে ,আমার কোন দোষ নেই ।আমার শুধু গনু আর গুন । আমরা জানতে অজানতে অনেক ভুল করে থাকি কিন্তু সেই ভুলগুলো স্বীকার করার মতো সৎ সাহসও থাকা উচিত।

অন্যের দোষ গুলো নিয়ে সমালোচনা না করে বরঞ্চ নিজের ভুলগুলো সংশোধন করা উচিত । আমরা অনেক মায়েরাই নিজের সন্তানের দোষ গুলো কখনো দেখি না ।অন্যের সন্তানের দোষ গুলি আমাদের চোখে পড়ে এবং তা নিয়ে আমরা অনেক সমালোচনা করি, এর ফলে আমাদের সন্তানের উপর নেতিবাচক প্রভাব পরতে পারে ।

অন্যের সমালোচনা না করে নিজেকে সঠিক পথে পরিচালিত করতে হবে । নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়া কোন লজ্জার বিষয় নয়। আমি একটি গল্প শুনেছিলাম , কোন এক ডাকাত একশত হত্যা করেও স্বর্গবাসী হয়েছিলেন কারণ তিনি তার এই পাপের জন্য অনুতপ্ত ছিলেন এবং সে ঈশ্বরের কাছে ক্ষমাপ্রার্থনা করেছিলেন। তাকে ঈশ্বর ক্ষমা করে দিয়েছিলেন, তাইতো তিনি স্বর্গ সুখ লাভ করেছিলেন ।

8Prrv7p5W83L7oFHxvWZQ5rzoJj7rUGVWQREWBaRkivXoXuzoDze6w8k1L7JFSvaLfKW5UELWgsskDEiZ41EVU3YTYeAQe2a1fze9uuBo151gAQ6CtsyD2JhZ6bvsxn5jGDxjacN3JN2bfFD3Kmh2FqrsqGVZCkPuutaXqqWMA59MVzDcfGD4KMrwbDLkW1sHDhTL7qgmmMMH8YSGLoxdBK.png

✅ Conclusion

পরিশেষে আমি বলতে পারি . হিংসা-বিভেদ , লোভ লালসা সকল কিছু ভুলে গিয়ে আমরা সকলে মিলেমিশে এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়ে তুলি । ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছ থেকে অনুপ্রেরণা পাবে । আমরা পাপকে ঘৃণা করি কিন্তু পাপীকে নয়। এই গুনগুলো আমাদের অমরত্ব লাভ করতে সাহায্য করে।

Thank You So Much For Reading My Blog📖

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

কন্টেস্ট অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে একজন মানুষের বেঁচে থাকার জন্য কিছু গুণাবলী থাকা প্রয়োজন। আপনার মতামত অনুযায়ী তিনটি গুন আমাদের মাঝে শেয়ার করেছেন। সুশিক্ষিত হওয়া, ধৈর্যশীল হওয়া ও ভালোবাসা। আসলেই বর্তমান সমাজে একজন সুশিক্ষিত মানুষ হওয়া খুবই জরুরী।
বর্তমানে মানুষ অল্পতেই নিজের ধৈর্য হারিয়ে ফেলে। একটা কথা আছে না, ধৈর্যের ফল মিষ্টি হয়। আর ধৈর্যকারী কে আমাদের সৃষ্টিকর্তাও অনেক পছন্দ করেন।

কনটেস্টের প্রতিটি প্রশ্নের উত্তর খুব সুন্দর ছিল।
আপনার জন্য সব সময় শুভকামনা রইল। ভালো থাকবেন।