![]() |
---|
Made by Canva |
Hello,
Everyone,
আমি অংশগ্রহন করছি । সাথে আমার বন্ধুদেরকে আমন্ত্রন জানই @hasnahena,@sayeedasultana,@farhanahossin.
✅ What is the definition of a happy family? |
---|
![]() |
---|
Made by Canva |
সুখী পরিবার বলতে নির্দিষ্ট কোন ধারণা নেই ।কারণ: সুখ জিনিসটা একেক জন একেক রকম মনে করেন। একটা বিজ্ঞাপনে বলতো শুনি “দুটি সন্তান সুখী পরিবার ,একটি সন্তান হলে আরো ভালো হয় ”।
কিন্তু আমরা অতীতে দেখেছি ,বাবা- মা, ভাই-বোন ,পিসি ,ঠাম্মা ,কাকা ,জেঠু আমরা সবাই একত্রে যৌথ পরিবারে থাকতাম ।সেখানে আমাদের সবার সুখ ছিল ।আমরা একে অন্যকে সবসময় সহযোগিতা করতাম ।কারো বিপদে আসলে অন্য সাহায্য করতো।
বর্তমানে দিন দিন সেই যৌথ পরিবার গুলো হারিয়ে যাচ্ছে ।এখন সবাই একক পরিবারই বসবাস করার চেষ্টা করছে । সবাই শহর মুখী হচ্ছে ।সেই গ্রামের মুক্ত পরিবেশ যেন এখন আর কাউকে আপন করে নিতে পারছে না। জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য ,সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবাই এখন শহরমুখী হচ্ছে ।
তবে আমি সুখী পরিবার বলতে সেই পরিবারকে বুঝি , যা হোক একক পরিবার অথবা যৌথ পরিবার ,যে পরিবারে স্বামী স্ত্রীর ভিতরে বিশ্বাস থাকে ,ভালোবাসা থাকে, সবাই সুস্থ থাকে সেটি হল সুখী পরিবার। কথায় আছে ,”যদি হয় সুজন তেতুল পাতায় নয়জন” ।
✅ What things should we follow to keep our family happy? Justify. |
---|
![]() |
---|
Source |
পরিবারকে সুখী করা বর্তামন সময়ে অনেক কঠিন কাজ । সুখ নামক পাখিটা মনে হচ্ছে, দিন দিন হারিয়ে যাচ্ছে ।আধুনিকতা ও শিক্ষার হার বেড়েছে কিন্তু দিন দিন সুখী পরিবারের সংখ্যা কমে যাচ্ছে ।বর্তমান সময়ে পরিবার গড়ারার থেকে পরিবার ভাঙার খবর সোনা যাচ্ছে বেশি ।এই নিয়ে বিশিষ্ট ব্যক্তিগন চিন্তিত ।
আমার মতে ,নিম্নলিখিত বিষয়গুলো অনুসরণ করলে আমাদের পরিবারকে সুখী করা সহজ হবে:
বিশ্বাস থাকা :
আমি মনে করি বিশ্বাস হলো সুখী পরিবারের মূল ভিত্তি ।স্বামী স্ত্রীর উপরে যে বিশ্বাস থাকবে, ভরসা থাকবে, দুজন-দুজনকে বিশ্বাস করতে হবে এবং দুজনকে সন্মান করেই সংসারটাকে সুন্দরভাবে সাজাতে হবে। কারো দুর্বলতা নিয়ে কটাক্ষ করা যাবে না । স্বামী স্ত্রী হবে বন্ধুর মত। এখানে কোন লুকোচুরি থাকবে না ।তেমনি সন্তান কেউ এমন ভাবে গড়ে নিতে হবে যেন সন্তান কোন কাজ করলে তার নির্দ্বিদায় বাবা-মার কাছে বলতে পারে। সেই বিশ্বাসটা অর্জন করতে হবে ।তবে হবে একটি সুখী পরিবার ।
কোন সিদ্ধান্তে পরিবারের সকলের সমানভাবে অংশগ্রহণ করা :
আমি মনে করি যেহেতু পরিবারে বাবা -মা ,ভাই -বোন ,সন্তান সবাই থাকে তাই কোন কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে যেমন বড়দের সিদ্ধান্ত গ্রহণ করা হয় তেমনি ছোটদেরও কিছু মতামত শোনা দরকার ।সকলের মতামত নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হয় যা একটি সুখী পরিবার গঠন করতে অনেক সহায়তা করে ।
নারী পুরুষের সমান অধিকার
সুখী পরিবারের গঠন করতে পুরুষের পাশাপাশি নারীর ও সমান অধিকার দরকার । কথায় আছে ,”সংসার সুখের হয় রমণীর গুনে ”একজন নারী পারে তার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে ।
ধৈর্যশীল হওয়া
সুখী পরিবারের সকল সদস্যকে ধৈর্যশীল হতে হবে। একটি মেয়ে হঠাৎ বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসে রাতারাতি পারেনা সেই পরিবারটিকে আপন করে নিতে বা সবার মন বুঝে চলতে ।তাই পরিবারের অন্যান্য সদস্যদেরকে বুঝতে হবে এবং মানিয়ে নেওয়ার সময় দিতে হবে তাকে । তাকে খুব ধৈর্য্যের সাথে এই পরিবার সম্পর্কে বুঝাতে হবে ।তবে সেই মেয়েটি এই পরিবারের যোগ্য হতে পারে। তেমনি সেই নববধূকেও তার নতুন পরিবারকে ভালোবেসে এবং সবার সাথে মানিয়ে নিতে চেষ্টা করতে হবে তবেই একটি সুখী পরিবার গড়ে তোলা সহজ হয় ।
আর্থিক সচ্ছলতা
জীবন চলার পথকে সুখী করতে হলে অর্থ-সম্পদ প্রয়োজন। কথায় আছে ”টাকা পয়সা না থাকলে ঘরের বউও ভালোবাসে না”। সংসারে অভাব থাকলেও সে সংসার সুখের হয় না ।কিন্তু অনেক সময় দেখা যায় সকল অর্থ আবার সুখ বয়ে আনতে পারে না । সংসারের ছোট ছোট চাহিদা গুলো পূরণ করার জন্য অর্থের প্রয়োজন। তাই পুরুষের পাশাপাশি নারীও যদি অর্থ উপার্জন করতে চায় পরিবার থেকে তাকে সহযোগিতা করা উচিত ।তখন সে পরিবারে আর্থিক সমস্যা থাকে না তখন সেই পরিবার হয়ে ওঠে সুখী পরিবার ।
পরিবারের সাথে সময় কাটানো:
জানি অর্থ আমাদের প্রয়োজন তারপরও একটি পরিবারকে সুখী করতে হলে পরিবারের সকল সদস্যদের সাথে কিছু সময় রাখা দরকার ।কর্মব্যস্ততার মাঝেও যদি সপ্তাহে একটি দিনও তাদের সাথে কাটানো যায়, সকলের মতামত শোনা যায় ,সন্তানদের নিয়ে একটু সময় কাটানো যায় তবে পরিবারটি সুখের হয়।
ধর্ম পালনে উৎসাহিত করা:
বাবা-মার উচিত হবে সন্তানকে তাদের নিজ নিজ ধর্ম পালন করতে উৎসাহিত করা ।আমার বিশ্বাস সন্তান যদি ধর্মে নিয়মকানুন মেনে চলে তবে সেই সন্তান কখনোই বিপথে যায় না । ছোটবেলায় মাকে দেখেছি পরিবারের সকল বিপদ-আপদ দূর করে পরিবারকে সুখী করার জন্য বিপদনাশিনীবর্ত করা হয় তাই আমারও বিশ্বাস যার যার ধর্ম তার তার সঠিকভাবে পালন করার শিক্ষাটা পরিবারের থেকে দেওয়া উচিত ।
শিক্ষা
সন্তান একটি পরিবার থেকে মৌলিক শিক্ষা পেয়ে থাকে। শিক্ষা গ্রহণ করার মধ্যে দিয়ে মানুষ সমাজে কুসংস্কার দূর করতে পারবে ।পুরুষের পাশাপাশি নারীকে সুশিক্ষিত হতে হবে। শুধু পুঁথিগত শিক্ষা অর্জন করলেই হবে না ।তাকে মানবিক শিক্ষা অর্জন করতে হবে ।
✅ Can professional relationships become a portion of our family? Describe. |
---|
![]() |
---|
Made by Canva |
হ্যাঁ আমি মনে করি যে,পেশাদার সম্পর্ক আমাদের পরিবারের একটি অংশ হতে পারে ।
আমি একজন সেনাবাহিনীর স্ত্রী হিসেবে সেটা ধাপে ধাপে বিশ্বাস করি ।কারণ :আমার পরিবারে আমাকে সামলাতে হয় ।আর্মি বাবুকে (আমার স্বামী) যেহেতু দেশ রক্ষার কাজে সর্বদা সতর্ক থাকতে হয় । তার প্রধান হলো তার দেশ, তার কর্মস্থল। তেমনি আমার প্রধান হলো আমার পরিবার ।আমার কর্মস্থান বাবা মা সন্তান শ্বশুর-শাশুড়ি সবাইকে আমার সমানভাবে দেখা । সন্তানের পড়াশোনা থেকে শুরু করে শ্বশুর-শাশুড়ির ওষুধ পত্র ,বাবা মার খোঁজ নেয়া এগুলো সমানতালে আমাকে দেখতে হয় ।আর্মি বাবুর কোন অসাবধানতার কারণে যেমন দেশের ক্ষতি হতে পারে তেমনি আমি যদি দায়িত্ব পালনে ভুল করি তবে আমার পরিবার ভেঙে যেতে পারে।
ConclusionsDescribe. |
---|
সুখী পরিবার সম্বন্ধে বলতে গেলে পোস্টটি আরও বড় হয়ে যেতে পারে।আর সুখ নামক এই শব্দটি যেন হারিয়ে যাচ্ছে ।আগের দিনে কোথায় ছিল, ১০ জনকে নিয়ে সুখে থাকার কথা কিন্তু ইদানিং শুনতেছি “সুখে থাকতে চাও নিজেকে সুখী কর ”।
অনেক সময় দেখা যায় নিজের সুখের কথা চিন্তা করলে পরিবারের সুখকে বিসর্জন দিতে হয় ।আবার পরিবারের সুখের কথা চিন্তা করলে নিজেরও কিছু ছোট ছোট সুখ বিসর্জন দিতে হয় ।তবে আমার ধারণা আমাদের জীবনে একটাই ।কতদিন আর বাঁচবো? সবাইকে নিয়ে সুখে বেঁচে থাকাটাই সব থেকে ভালো । আজ এখানে শেষ করছি আপনাদের মতামতে জানাতে ভুল করবেন না ।ছবি গুলো আমার ফেইসবুক থেকে নেওয়া।
ভালো থাকুন ,সুস্থ থাকুন ,সুখী পরিবারগড়ে তুলুন ।শুভ রাত্রি ।
আমি মনে করি একটি সুখী পরিবার গড়তে হলে পুরুষের অধিকারে তুলনায় নারীর অধিকারগুলো বেশি গুরুত্ব দিতে হবে। একটি সংসার গুছিয়ে রাখার দায়িত্ব সব সময় নারীর কাঁধের উপরে থাকে। এটা আমার ব্যক্তিগত মতামত অন্যরা পোষণ করতে পারে।
যাইহোক আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় মূল টপিক গুলো নিয়ে লেখার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাতে চাই আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।।
আপনি সুখী পরিবার নিয়ে আপনার মতো করে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন। একটি বিজ্ঞানের কথা উল্লেখ করেছেন সেই সাথে আরও বেশ কিছু বাস্তব চিত্র বলেছেন। যেখানে বলেছেন দুটি সন্তান সুখী পরিবার একটি হলে ভালো হয়।
প্রতিযোগিতার আরও যে পয়েন্টগুলো ছিল তার আলোকে আপনি খুবই চমৎকারভাবে আলোচনা করেছেন খুবই সুন্দর হয়েছে আপনার আজকের পোস্টটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি আজকের বিষয়টি অনেক সুন্দর ছিল ।যা আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। এখানে অংশগ্রহণ করতে পেরেও আমার খুব ভালো লেগেছে । আপনার জন্য রইল শুভকামনা ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু আর আপনার লেখাগুলো সত্যিই অসাধারণ ছিল।। আশা করি এভাবেই আমাদের মাঝে সুন্দর সুন্দর পোস্ট উপহার দিবেন আর আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবো।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you,viaya.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে আপু খুব সুন্দর করে লেখার জন্য ৷ ভালে থাকবেন সুস্থ থাকবেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাস্তবতা আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় । যার জন্য আমাদের অনেক সময় না চাইলেও আমাদেরকে অনেক কিছু পরিবর্তন করতে হয় ।
আপনার জন্য রইল শুভকামনা ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
My Twitter link:
https://twitter.com/muktaseo/status/1727930307306004604
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু এই প্রতিযোগিতায় অংশ করার জন্য। আর আপনি খুবই সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন এবং প্রতিটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর ভাবে দিয়েছেন। পড়ে আমার খুবই ভালো লাগেছে। আপনার লেখার মধ্যে আমি ভিন্ন কিছু খুঁজে পেয়েছি তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
যাইহোক আপু আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট পড়ার জন্য অপেক্ষা থাকলাম এবং আপনি ভালো থাকবেন সবসময় সেই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ জন্মগত ভাবে কোন না কোন পরিবারে জন্মগ্রহণ করে। সে পরিবার হতে পারে একক অথবা যৌথ। তবে আমরা একটু ভেবে দেখি যে, আমাদের বাবা ,কাকা ,দাদা এরা সবাই কিন্তু যৌথ পরিবারের বড় হয়েছিলেন ।
কিন্তু দেশ যত আধুনিক হচ্ছে ,মানুষ শিক্ষিত হচ্ছে ততই যেন যৌথ পরিবারটি ভেঙে একক পরিবারে পরিণত হচ্ছে। আমরা সবাই চাই আমার সন্তান সেরা হোক, আমার সন্তান উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক সময় দেখা যাচ্ছে সেই গ্রামের পরিবেশ ছেড়ে শহরে চলে আসা। কিন্তু সেই একক পরিবারের সুখ ধরে রাখাটা অনেক কঠিন বিষয় ।
সকলেরই কাম্য হলো একটি সুখী পরিবার গঠন করা ।
আপনার জন্য রইল শুভকামনা ।আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুখি পরিবার সম্পর্কে আপনি আপনার যুক্তিগুলোকে খুবই চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করি।
আমাকে মেনশন করার জন্য আপানাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এবং আমাদের মাঝে আরো নতুন নতুন পোস্ট উপহার দিন ।আর আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরিবারের সংজ্ঞা নিয়ে আপনি বেশ সুন্দর একটা বিষয় উপস্থাপন করেছেন। সুখী পরিবার হতে গেলে অবশ্যই একটা পরিবারের প্রত্যেকটা মানুষকে সবার মতামত গ্রহণ করা উচিত। ধৈর্য সহকারে পরিবারের প্রত্যেকটা কাজ সম্পন্ন করা উচিত।
পেশাদার সম্পর্ক কেউ আপনি পরিবারের অংশ হিসেবে যুক্ত করেছেন। কেননা আপনার হাসবেন্ড একজন বাংলাদেশের সৈনিক হিসেবে নিযুক্ত। ওনার চাকরির সুবিধা আপনি বিভিন্ন জায়গায় গিয়েছেন। এবং ওখানে আপনার সাথে বিভিন্ন ধরনের মানুষের পরিচয় হয়েছে। আপনি তাদেরকেও পরিবারের অংশ হিসেবে মেনে নিয়েছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মূল্যবান সময় নিয়ে আমার সম্পূর্ণ পোস্টটি আপনি মনোযোগ দিয়ে পড়েছেন এবং সুন্দর একটি মন্তব্য করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আমি মনে করি ,স্বামী-স্ত্রীর প্রচেষ্টায় একটি পরিবার সুখের হয় । আপনার জন্য রইল শুভকামনা ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার কনটেন্টি অসাধারণ হয়েছে। তুমি ঠিকই বলেছ সুখ নামক পাখিটা দিন দিন হারিয়ে যাচ্ছে। একটা বিষয়ে তোমার সাথে আমারও একমত। সেটা হচ্ছে যৌথ পরিবারে যদি ও একটু ঝামেলা বেশি কিন্তু তারপরও এক পরিবারের চাইতে যৌথ পরিবারেই সুখটা বেশি বলে আমি মনে করি। যৌথ পরিবারের সুখ দুঃখ গুলো সবার সাথে ভাগাভাগি করা যায় কিন্তু একক পরিবারে সুখ দুঃখ গুলো কারো সাথে ভাগাভাগি করা যায় না নিজের মধ্যেই থেকে যায়।
যাই হোক, সুখী পরিবারের সংজ্ঞা খুব সুন্দরভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়েছেন এবং সুন্দর একটি মন্তব্য করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । যৌথ পরিবার তো এখন দেখা যায় না।সবাই এখন চায় নিজের সুখ ।তারা অণ্যের সুখ-দুঃখের কথা ভাবে না।
আপনার জন্য রইল শুভকামনা ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit