Incredible India contest by @sduttaskitchen|photographs that are close to your heart.

in hive-120823 •  last year  (edited)

Untitled design(2).png
Canva

প্রথমেই ধন্যবাদ জানাই Incredible India কমিউনিটির মাননীয় এডমিন মহোদয়া @ sduttaskitchen ম্যামকে আমাদের মাঝে একটি আকর্ষনিয় সাপ্তাহিক কনটেস্ট আয়োজন করার জন্য।যার বিষয় হল ’ফটোগ্রাফ যা আপনার হৃদয়ের কাছাকাছি’।

আমি অংশগ্রহণ করতে চলেছি, ম্যামের আয়োজিত সাপ্তাহিক কনটেস্টে ।সাথে আমার স্টিমিট বন্ধুদের @leonciocast,@ V I S H ,@ Rubina Akther কে এই সুন্দর প্রতিয়োগিতায় অংশগ্রহণ করে আপনাদের জীবনের বিশেষ মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করুন ।

✅Share a few photographs that are close to your heart.

Untitled design(3).png
Canva

আমাদের জীবন চলার পথে প্রতিনিয়ত কিছু না কিছু প্রিয় মুহূর্ত আছে । সেই মুহূর্ত গুলো আমরা ক্যামেরায় বা মোবাইলের মাধ্যমে বন্দী করে থাকি। যে ছবিগুলো আমাদের পুরন স্মৃতি গুলো মনে পরিয়ে দেয় ।আমার কিছু প্রিয় মুহূর্তেরর ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ।ছবি গুলো আমার কিছু নতুন আবার কিছু পুরন । তা হয়তো কখনও আমার fb Idতে শেয়ার করে ছিলাম ।

✅ Share the story behind those photos.

IMG20230918134826.jpg

আমার গোপাল সোনা ।

আমার সব থেকে শান্তির , প্রিয় ও আমার মনে সকল কথা যার সাথে শেয়ার করে থকি এবং সেই আমার সকল সমস্যা সেই সমাধান করে দেন । তিনি হলেন আমার গোপাল সোনা ।

IMG20190106164458.jpg

আমার বাপী-মা

মেয়েদের জীবন এমনি হয় ,সে চাইলেও তার বাবা –মায়ের সাথে সারা জীবন থাকতে পারে না আমার বাবা –মা হলেন অনেক ভালো মনের মানুষ । আমাদের তিন ভাই-বোনকে খুব যত্ন করে বড় করেছেন ।বাবা অবসর নেওয়ার পরে তাড়া সবাই আমাদের গ্রামের বড়িতে চলে আসছেন । বাচ্চাদের পড়াশোনা ও যাতায়াত দুরত্ব বৃব্ধি পাওয়ায় ততটা যেতে পারি না ।সর্ব শেষ ২০২১ সালের অক্টোবর মাসে গিয়েছিলাম ।বাপী –মা আমার বাসায় আসেন মাঝে মাঝে ।

IMG_20230515_204919.jpg

শ্বাশুড়ি মা ও মেয়ে

মা হতে পারা সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ উপহার ।সেই মধুর স্মৃতি কখনও ভুলে যাবার নয় ।আমার শ্বাশুড়ি মা মেয়েকে নিয়ে বসে আছেন ।মায়ের বয়স ৮০ হলেও মনের দিক থেকে সে এখনও শক্ত ।মেয়েটা আমার দেখতে দেখতে বড় হয়ে গেলো ।সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন ।

IMG_20190131_212109.jpg

আমার দাদা- বৌদি , ছোট বোন ও বাচ্চারা .

আমরা তিন ভাই-বোন ও আমাদের সন্তানদের সাথে সাগর কন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে ।জীবনের সুন্দর সময় গুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় ।সূর্য উদয় হওয়া এবং অস্ত যাওয়ার দৃশ্য কাছে থেকে দেখার সুযোগ হয়েছিল আমাদের ।সেই সুন্দর মুহূর্ত গুলো সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে ।

IMG_20191211_063945.jpgIMG20190106165504.jpg
আর্মি বাবু ও আমি

আমাদের কোন এক বিবাহ বার্ষিকীতে আমার ছোট বোন তুলে দিয়েছিলো ।তিনি আমার শিক্ষক ,বন্ধু ও আমার প্রিয়তম স্বামী ।সেনাবাহিনীর কঠিন জীবনেও একটি সরল মন থাকে ।আমি সৃষ্টিকর্তার কাছে কৃতঞ্জতা প্রকাশ করছি এমন একজন জীবনসঙ্গী দেওয়ার জন্য ।

IMG20211224122614.jpgIMG20211224141713.jpg
আমার স্কুল জীবনের বন্ধু ও বান্ধবী

আমাদের ২০ বছর পরে দেখা । আমাদের কিছু বন্ধুরা উদ্যোগ নিয়ে ২০০১ সালের এস এস সি ব্যাচের ’ক্লাব ১’ নামে একটি সংগঠন তৈরি করে ।সেখানে আমরা অনেকে যোগ দিয়েছিলাম ।আমাদের হারিয়ে যাওয়া বন্ধুদের আবার দেখা পেলাম ।প্রতি বছর ডিসেম্বর মাসে আমাদের মিটাপ হয়।পিকনিক ,পিঠা উৎসব এবং সামাজিক উন্নয়নমূলক কাজ করা হয় ’ক্লাব ১ ’ সংগঠন থেকে ।স্কুল জীবন হল জীবনের সব থেকে শ্রেষ্ঠ সময় । আমরা তিন বান্ধবী সব সময় একত্রে থাকতাম ।আমাদের ক্লাস টিচার ত্রিনয়না বলে ডাকতেন আমাদের ।

received_555887595547708.jpeg

কলেজ জীবনের বান্ধবী
✅ Introduce the people or place with us.
IMG20181019202525.jpgIMG20190205195252.jpg

আমার স্বামীর চাকরির সুত্রে আমারও বিভিন্ন জেলায় যাওয়ার সুযোগ হয়েছে ।আমার প্রিয় একটি শহর হলো খুলনা ।৫ বছর ছিলাম এই শহরে । এখানকার মানুষের ভালোবাসা আমার সারাজীবন মনে থাকবে ।আমরা একত্রে পুজোর বাজার করা এবং বিভিন্ন অনুষ্ঠানে একত্রিত হওয়া ।তারা সবসময় আমাকে ছোট বোনের মত ভালোবাসতেন ।

✅ What is the significance of the photographs;that you shared with us.

এই আলোকচিত্রগুলো আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমার ছোট জীবনে কিছু শহরে ঘুরেছি এবং বিভিন্ন মানুষের ভালোবাষা পেয়েছি ।তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি ।তারা আমার নিজের পরিবারের লোক না হয়েও আমার কঠিন সময়ে আমাকে অনেক সাহায্য করেছেন ।

IMG20230927134913.jpg

আমার আর একটি প্রিয় মুহূর্ত হলো
শারদ উৎসব ২০২৩
দুই বাংলার” সাহিত্য নকিতেন ”(সাহিত্য নকিতেন পেইজটি একবার ঘুরে আসার অনুরোধ রইল )।বরিশাল শাখার পক্ষ খেকে ২৬ সেপ্টেম্বর ২০২৩
আয়োজিত লাইভে সংঙ্গীত পরিবেশনা করেছে আমার মেয়ে ’মেঘা দাস মুন ও সানজানা হালদার সানভী ’।ওদের জন্য সকলে আশীর্বাদ করবেন ।সকল মায়ের স্বপ্নগুলো সত্যি করার চেষ্টা তার সন্তানের মধ্য দিয়ে ।

আমাদের ফেলে আশা হাজারও স্মৃতি জমা থাকে যা আমাদের কখনও হাসায় আবার কখনও কাঁদায় ।সেই স্মৃতি গুলো প্রতিযোগিতার মাধ্যমে শেয়ার করতে পেরেছি । ফেলে আশা সম্পর্কের গভীরতা, তাদের সাথে কাটানো সেই মুহূর্ত গুলোর স্মৃতি আমাদের জীবন চলার পথের সঙ্গী হয়ে থাকে ।


◦•●◉✿ সবার জন্য রইল শুভকামনা ✿◉●•◦

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার প্রিয় ছবিগুলো আপনি আজকে আমাদের সাথে শেয়ার করেছেন। শেষে আপনি শেয়ার করেছেন আপনার মেয়ে সংগীত পরিচালনা করেছে। আসলে এটা একজন মায়ের জন্য কতটা গর্বের সেটা হয়তোবা বলে বোঝানো সম্ভব না।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে আমার সেই ফেলে আশা স্মৃতি গুলো আবার মনে পরে গেলো । ম্যামকে অনেক ধন্যবাদ এত সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য ।
আপনার জন্য রইল অনেক শুভকামনা

Loading...

বাহ্ খুব ই চমৎকার। অনেক ভালো লাগলো আপনার
হৃদয়ের মনিকোঠায় আঁকা ছবি গুলো দেখে। অসাধারণ
লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ।

দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মন্তব্যের রিপ্লাই দেওয়া জন্য। ভালো থাকবেন সবসময়।

TEAM BURN

Your post has been successfully curated by @ripon0630 at 45%.

Thanks for setting your post to 25% for Null.
We invite you to continue publishing quality content. In this way you could have the option of being selected in the weekly Top of our curation team.


image.png

Burning STEEM by sending it to the @null account helps reduce the supply of STEEM and so increase its price.

আমাকে সমর্থন করার জন্য অনেক ধন্যবাদ ।

অনেক ছবির ভিড়ে আপনি আপনার হাসবেন্ডের সাথে একটি রোমান্টিক ছবি দিয়েছেন।। দেখে খুব ভালো লাগলো। এছাড়া আপনার মেয়ে যে সঙ্গে চর্চা করে তার কথা আপনি বলেছেন।

আপনি যে স্বামীর চাকরির সূত্রে বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এটিও আপনি প্রকাশ করেছেন। খুব ভালো লাগলো আপনার লেখাটি পড়ে। প্রতিযোগিতায় আপনার জন্য অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

আমার পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

আপনার সবচাইতে আনন্দের ও স্মৃতিময় ছবিগুলো আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন।। আর ছবিগুলো নিয়ে আপনি অনেক কিছু বলেছেন আপনার মন থেকে।।। আমরা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমাদের অনেক স্মৃতি থাকে আর এই স্মৃতিগুলো আমরা অনেক সময় মোবাইলে কিংবা কোন ক্যামেরায় বন্দি করে রাখি।। আর মাঝে মাঝে আমরা ছবিগুলো দেখি পুরাতন দিনের কথা ভাবি।।। আর আপনি আপনার পুরাতন দিনের কথাগুলো আমাদের মাঝে খুব সুন্দর উপস্থাপন করেছেন। খুবই ভালো লাগলো পড়ে।।

আমার পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

আপনাকেও ধন্যবাদ আপু সবসময় ভালো থাকবেন আর নতুন নতুন বিষয় আমাদের মাঝে উপস্থাপন করবেন।।

আপনার অতীতের ফেলে আসা সুন্দর দিনগুলোর স্মৃতি ছবির মধ্যে বন্দী হয়ে আছে ।যদিও দিনগুলো চলে গেছে কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে ফটোগ্রাফির মাধ্যমে । ফটোগ্রাফি মাধ্যমে আপনার স্মৃতিগুলো আমাদের সাথে শেয়ার করতে পেরেছেন তা দেখে আমার ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল আপনি এগিয়ে যান।

এই স্মৃতি গুলো আমাদের চলার পথে শক্তি যোগায় ।
আমার পোষ্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ।