Incredible India monthly contest of August #1| Implication of discipline!

in hive-120823 •  last month 
Incredible India monthly contest of August #1 Implication of discipline!.png
Canva & Source

Hello,

Everyone,

শৃঙ্খলা মানব জাতির প্রধান শক্তি ।একজন সুশৃংখাল ব্যক্তি নিজেকে, তার পরিবার এবং তার দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই দুর্দান্ত একটি বিষয় নিয়ে আগস্ট মাসের প্রথম সপ্তাহের প্রতিযোগিতা আয়োজন করার জন্য কমিউনিটির কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পূর্বে আমার স্টিমিয়ান বন্ধুদের@firyfaiz, @starrchris@dave-hanny কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ৷ এবার মূল বিষয় আস যাক :

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png
1 . What is the definition of discipline?
pexels-natalie-bond-320378-3759660.jpg
Source

শৃঙ্খলা শব্দটি ছোট হলেও এর গভীরতা বিশাল৷ যা বিভিন্ন জন বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন ৷ আমি মনে করি শৃঙ্খলা হলো আত্মাকে নিয়ন্ত্রণ করে এবং সততার সাথে কঠোর পরিশ্রম করে নিজের সাফল্য অর্জন করা ৷একজন সুশৃংখল ব্যক্তি হতে পারে সকলের অনুপ্রেরণার ব্যক্তি ৷ শৃঙ্খলা পারে মানুষকে সঠিক পথ দেখাতে ৷ শৃঙ্খলা হলো নিজের মনের ভিতরের আত্মাকে লোভ লালসা থাকে নিয়ন্ত্রণ করতে ৷ শৃঙ্খলার মাধ্যমে সম্ভব নিজেকে সুশৃংখল ব্যক্তি হিসেবে গড়ে তুললা আর নিজের লক্ষ্য অর্জন করা ৷ শৃঙ্খলা আমাদের সৎ গুণাবলীর বিকাশ ও ব্যক্তিত্বের বিকাশ করতে সাহায্য করে ৷

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png
2. Do you think it's essential to maintain discipline in our personal and professional lives? Why?
pexels-specna-arms-306304-1927974.jpg
Source

হ্যাঁ, আমি মনে করি আমাদের ব্যক্তিগত জীবনে শৃঙ্খলা বজায় রাখা অপরিহার্য ৷ শৃঙ্খলাহীন ব্যক্তি সুতা কাটা ঘুড়ির মত , যা উড়তে উড়তে মাঝপথে পরে যায়৷

আমরা সকলে জানি শৃংখলার উত্তম উদাহরণ হলো সেনাবাহিনী ৷ তাদের প্রধান ধর্মই হল শৃঙ্খলা ৷তাদের সমস্ত কিছু নির্দিষ্ট একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে চলে ৷কমান্ডারের নির্দেশ তারা অন্ধভাবে বিশ্বাস করে৷ কমান্ডার যদি দিনকে রাত বলেন এবং রাতকে দিন বলেন, সকল সৈনিকগণ তাই অন্ধভাবে বিশ্বাস করেন৷ কমান্ডারের নির্দেশে তারা কঠিন বিপদে এগিয়ে যেতে পারে ৷

যতই রোদ‐বৃষ্টি, ঝড়‐ঝাঁপটা আসুক না কেন তাদের সকালের পিটি প্যারেট থেকে শুরু করে ২য় ধাপে অফিস, সন্ধ্যায় রোল কল সমস্ত কিছুই তারা নির্দিষ্ট একটি নিয়মে চলে আসছে৷ কঠিন প্রশিক্ষণ এবং দেশের প্রতি শ্রদ্ধা তাদেরকে দেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে গড়ে তোলে ৷

সোনা যেমন আগুনে পুড়িয়ে খাঁটি হয় তেমনি বাহিনীর প্রতিটি সদস্যই তাদের কঠিন নিয়ম শৃংখলার মধ্য দিয়ে একজন সত্যিকারের দেশ প্রেমিক হিসেবে নিজেকে তৈরি করতে পারে ৷ তার পরিবারকেও সমানভাবে ভালোবাসতে পারে এবং তার সন্তানকে সঠিক পথ দেখাতে পারে ৷

আমি মনে করি ছাত্র জীবনে নিয়ন শৃঙ্খলা মেনে চলা বেশি প্রয়োজন কারণ সফলতা অর্জন করতে হলে প্রথম শর্ত হলো শৃঙ্খলা বা নিয়ম মেনে চলা ৷ তবেই সে পারবে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে৷

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png
3. How does discipline help us to develop? Describe.
pexels-olly-3769981.jpg
Source

দিনের শেষে যেমন রাত আসে তেমনি রাতের শেষেও আবার দিন আসে ৷ নদীতে যেমন জোয়ার ভাটা তার নিয়ম মেনে হয় এ থেকে আমরা শৃঙ্খলা শিখতে পারি ৷ সন্তান পরিবারের বড়দের কাছ থেকে শৃঙ্খলা পেয়ে থাকে ৷ সন্তান সবসময় বাবা-মাকে অনুসরণ করে থাকে ৷ বাবা-মার কখনো উচিত নয় সন্তানের সামনে ঝগড়া করা , তাতে সন্তানের উপর প্রভাব পড়ে ৷ বাবা-মায়ের প্রতি সন্তানের শ্রদ্ধা কমে যায় ৷

সন্তানের ভালো কাজে যেমন প্রশংসা করতে হবে তেমনি সন্তান কোন অন্যায় কাজ করলে তাকে শাস্তি দিতে হবে। তবে সে নির্দিষ্ট একটি শৃঙ্খলার ভিতরে বড় হবে ৷শৃঙ্খলার গুরুত্বপূর্ণ বিষয় হলো আনুগত্য করা ও শর্ত হীন আদেশ মেনে চলে ৷

একটি সুশৃংখল রাষ্ট্রে যেমন সকলে সেই রাষ্ট্র প্রধানের নিয়ম মেনে চলে তেমনি একটি পরিবারও পরিবারের প্রধানের নিয়ম মেনে চললে সেই পরিবারটি হবে “শান্তির নীড়” ৷ সেখানে যদি পরিবারের সদস্যগণ পরিবারের প্রধানের নিয়ম না মেনে চলে বা বিশৃংখলভাবে চলে তবে সেই পরিবার কখনো সুখী পরিবার হতে পারে না ৷

সকাল সকাল ঘুমায় যারা, সকাল সকাল ওঠে যারা। ধনে-জ্ঞানে পূর্ণ তারা, হবেই হবে সবার সেরা।প্রবাদ আছে

Thank You So Much For Reading My Blog📖

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

IMG_5301.jpeg

Thank you, Sir.@animal-shelter.

Loading...

শৃঙ্খলা সম্পর্কে আপনার খুব সুন্দর মতামত আমার কাছে ভালো লেগেছে বিশেষ করে শৃঙ্খলা নিয়ে আপনার যে উদাহরণ তা একেবারেই বাস্তবসম্মত।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার মতামত জানানোর জন্য আর এই প্রতিযোগিতায় প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনি খুব ভালোভাবে দিয়েছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।